এই বছরই দীর্ঘদিনের দাম্পত্য জীবনের ইতি টেনেছেন জিতু কমল এবং নবনীতা দাস। টলিউডের এই জনপ্রিয় জুটির বিচ্ছেদের খবরে হতবাক হয়েছিলেন অনেকেই। নিজেরা ভালো থাকার জন্য আলাদা হওয়ার সিদ্ধান্ত নিলেও তারপর থেকে মাঝে মধ্যেই তাঁদের পোস্টে উঠে আসত মন খারাপের ছোঁয়া। পুজোর সময়ও নবনীতার স্মৃতি জুড়ে ছিল কেবলই অতীতের হাতছানি। শ্বশুর, শাশুড়ি, প্রাক্তন বরের সঙ্গে ছবি দিয়েছিলেন। পুজোর পর এবার বড়দিনেও তার ব্যতিক্রম হল না।
নবনীতার স্টোরিতে জিতু
বড়দিনের দিন নবনীতা একাধিক স্টোরি পোস্ট করেন ইনস্টাগ্রামে। সেখানে প্রথম ছবিটিই ছিল তাঁর প্রাক্তনকে নিয়ে। ছবিতে দেখা যাচ্ছে ছাদে একটি নীল রঙের ফ্লোরাল প্রিন্টের পোশাক এবং সঙ্গে সাদা শ্রাগ পরে দাঁড়িয়ে নবনীতা। সিঁথিতে তাঁর সিঁদুর। তাঁর পিছনেই তাঁকে জড়িয়ে দাঁড়িয়ে জিতু। অভিনেতার পরনে স্লিভলেস টিশার্ট। না এই ছবিতে কোনও ক্যাপশনে লেখেননি তিনি। তবে ছবি থেকে এটুকু স্পষ্ট যে তিনি জিতুকে মিস করছেন বলেই এই ছবি পোস্ট করেছেন।
আরও পড়ুন: পাঠান-অ্যানিম্যালকেও ছাপিয়ে গেল সালার! প্রথম উইকএন্ডে ২৫০ কোটির বেশি ঘরে তুলল প্রভাসের ছবি
আরও পড়ুন: 'আমি ইমতিয়াজ আলির কাছে কৃতজ্ঞ...' বছর শেষের আগে কেন এমনটা লিখলেন করণ জোহর?
নবনীতার বড়দিন
বড়দিনে জিতুকে মিস করলেও তিনি এদিন তাঁর বন্ধুদের সঙ্গে লং ড্রাইভে গিয়েছিলেন। সেখান থেকে একাধিক ছবি পোস্ট করেন অভিনেত্রী। মনোজ ওঝা, সৌভিক বন্দ্যোপাধ্যায়, প্রমুখ ছিলেন তাঁর সঙ্গে।

নবনীতার পোস্ট
জিতু নবনীতা প্রসঙ্গে
চলতি বছরের মাঝামাঝি নবনীতা একটি ছবি পোস্ট করে জানান যে তিনি এবং জিতু আলাদা হয়ে যাচ্ছেন। তাঁরা একে অন্যকে ভালোবাসলেও একসঙ্গে থাকতে পারছেন না। তাই দুজনের সম্মতিতে এই সিদ্ধান্ত নিয়েছেন। তাঁদের সেই ঘোষণার পর ভীষণই কষ্ট পেয়েছিলেন ভক্তরা। যদিও নিজেরা নিজেদের সিদ্ধান্তে অটুট ছিলেন। বর্তমানে নবনীতা ছোট পর্দায় মন দিয়ে কাজ করছেন, অন্যদিকে জিতু একটার পর একটা ছবিতে কাজ করে চলেছেন।