২৮ জুলাই মুক্তি পেয়েছিল রকি অউর রানি কী প্রেম কাহানি ছবিটি। এই ছবির হাত ধরেই দীর্ঘদিন পর পরিচালনায় ফিরেছিলেন করণ জোহর। তাঁর এই ছবিতে রকি রান্ধাওয়ার চরিত্রে অভিনয় করেন রণবীর সিং এবং রানি চ্যাটার্জির চরিত্রে ছিলেন আলিয়া ভাট। তাঁদের এই ছবিটি এবছর মুক্তি পাওয়া অন্যতম হিট ছবি। গালি বয়ের পর আবারও এই জুটিকে এই ছবিতে দেখা যায়। এবার বছর শেষ হওয়ার আগে তাঁদের নিয়ে বিশেষ একটি চিঠি লিখলেন করণ।
আলিয়া এবং রণবীরকে নিয়ে কী লিখলেন করণ?
২০১২ সালে স্টুডেন্ট অব দ্য ইয়ার ছবির মাধ্যমে করণ জোহরই আলিয়া ভাটকে লঞ্চ করেন বলিউডে। সেই স্মৃতি হাতড়ে তিনি এদিন লেখেন, 'এই বছর শেষ হওয়ার আগে আমার মনে হয় আপনাদের সবাইকে এই কথাটা বলি। আমি ২০১২ সালের পর আর আলিয়াকে পরিচালনা করিনি। ও যখন এই ছবির সেটে ঢোকে আমরা বুঝে গিয়েছিলাম যে আমরা আমাদের রানিকে পেয়ে গিয়েছি। আমি ওর চরিত্রের জন্য বিন্দুমাত্র ক্রেডিট নেব না। কিন্তু আমি সবসময় কৃতজ্ঞ থাকব ইমতিয়াজ আলির কাছে ওকে হাইওয়ে ছবিতে নেওয়ার জন্য। স্টুডেন্ট অব দ্য ইয়ার ছবির হাত ধরে ওর বলিউডে অভিষেক হলেও অভিনেতা হিসেবে হাইওয়ে ছবির হাত ধরেই অভিষেক হয়। এই ছবিতে রানি হয়ে ওঠার জন্য ও নিজের সেরাটা দিয়েছে। আমরা গর্বিত ওকে রানি চ্যাটার্জি হিসেবে পেয়ে। অনেক ভালোবাসা নিও আলিয়া।'
আরও পড়ুন: পাঠান-অ্যানিম্যালকেও ছাপিয়ে গেল সালার! প্রথম উইকএন্ডে ২৫০ কোটির বেশি ঘরে তুলল প্রভাসের ছবি
এরপর তিনি রণবীর সিংয়ের তারিফ করেন তাঁর পোস্টে লেখেন, 'রণবীর ঈশ্বরের অদম্য এক শক্তি। ও নিজেকে যেভাবে তৈরি করেছে এই ছবির জন্য, দিনের পর দিন দিল্লিতে পরে থেকে সেখানকার ছেলেদের সঙ্গে মিশে ভাষা রপ্ত করে যেভাবে নিজেকে গড়েছে সেটা অতুলনীয়। রণবীর আর রকিকে আলাদা করা সম্ভব নয়। এই চরিত্র ওর থেকে ভালো কেউ করতে পারত না। এটা কোনও প্রশংসার পোস্ট নয়, কিন্তু কৃতজ্ঞতার পোস্ট।' রণবীর এবং আলিয়া ধন্যবাদ জানান করণকে।
রকি অউর রানি কী প্রেম কাহানি প্রসঙ্গে
এই ছবিটি ২৮ জুলাই মুক্তি পায় এই বছর। এখানে রানি এবং রকির সম্পর্কের কথা উঠে এসেছে। মুখ্য ভূমিকায় ছিলেন আলিয়া ভাট এবং রণবীর সিং। অন্যান্য গুরুত্বপূর্ণ চরিত্রে ছিলেন চূর্ণী গঙ্গোপাধ্যায়, টোটা রায়চৌধুরী, ধর্মেন্দ্র, জয়া বচ্চন, শাবানা আজমি, প্রমুখ।