মুক্তি পেতেই বক্স অফিসে ঝড় তুলে দিয়েছে প্রভাসের সালার। এই ছবির অ্যাকশন থেকে ড্রামা, ডায়লগ সবই নজর কেড়েছে ভক্তদের। ২২ ডিসেম্বর বড়দিনের ছুটির ঠিক আগেই মুক্তি পেয়েছে প্রশান্ত নীলের এই ছবিটি। চারদিনে বক্স অফিসে এই ছবি ২৫১.৬০ কোটি টাকা আয় করে ফেলেছে। পিছনে ফেলেছে পাঠান এবং অ্যানিম্যালকেও।
সালার ছবির বক্স অফিস আয়
সচনিল্কের একটি রিপোর্টে জানানো হয়েছে প্রভাস অভিনীত সালার ভারতীয় বক্স অফিসে ২৫১.৬০ কোটি টাকা আয় করেছে। শুক্রবার অর্থাৎ প্রথমদিন এত বক্স অফিসে ৯০.৭ কোটি, শনিবার ৫৬.৩৫ কোটি টাকা আয় করেছে। তারপর রবি এবং সোমবার যথাক্রমে প্রভাসের ছবি বক্স অফিসে ৬২.০৫ কোটি এবং ৪২.৫০ কোটি টাকা আয় করেছে। যদিও কেজিএফ এবং কেজিএফ ২ এর থেকে তুলনায় কম আয় করেছে এই ছবিটি। তবে এটা মাথায় রাখতে হবে প্রশান্ত নীল পরিচালিত সেই ছবি দুটির জ্যঁর আলাদা ছিল।
আরও পড়ুন: হিন্দি গানে নাচায় শিল্পীকে নামিয়ে দেওয়া হল স্টেজ থেকে! বাংলার কোথায় ঘটল এই ঘটনা?
আরও পড়ুন: সব্যসাচীর পোশাকে বিশেষ দিনে সাজলেন আরবাজ সুরা, বিশেষত্ব কী ছিল জানেন?
তবে কেফিএফের থেকে কম আয় হলেও ২০২৩ সালে অন্যতম সব থেকে বেশি আয় করা দুটো ছবি পাঠান এবং অ্যানিম্যালকে ছাপিয়ে গিয়েছে প্রথম সপ্তাহান্তের ব্যবসার নিরিখে। শাহরুখ খান অভিনীত পাঠান প্রথম সপ্তাহান্তে ২২০ কোটি এবং রণবীর কাপুরের অ্যানিম্যাল ২৪৫.৪৯ কোটি টাকা আয় করেছিল। তবে জওয়ানকে এখনও ছাপিয়ে যেতে পারল না সালার। সেই ছবিটি চার দিনে ২৮৪ কোটি ঘরে তুলেছিল।
প্রসঙ্গত সালার যদি এই ভাবেই ব্যবসা করতে থাকে তাহলে এটি এই সপ্তাহের মধ্যেই টাইগার ৩ এর লাইফটাইম আয় অর্থাৎ ২৮৩ কোটিকে ছাপিয়ে যাবে। এখন সেই আয় টপকাতে সালারের আর মাত্র ৩১ কোটি টাকা লাগবে।
সালার ভার্সেস ডাঙ্কি
শাহরুখের ডাঙ্কি ২১ ডিসেম্বর মুক্তি পেয়েছে সালার মুক্তি পাওয়ার একদিন আগে। বক্স অফিসে এখন এই দুটো ছবির টক্কর জমেছে। যদিও ব্যবসার নিরিখে ডাঙ্কিকে অনেক পিছনে ফেলে দিয়েছে প্রভাসের সালার।