বাংলা নিউজ > বায়োস্কোপ > Khule Bolun: ছোট পর্দায় সঞ্চালনায় নচিকেতা, আসছে নতুন রিয়ালিটি শো ‘খুলে বলুন’

Khule Bolun: ছোট পর্দায় সঞ্চালনায় নচিকেতা, আসছে নতুন রিয়ালিটি শো ‘খুলে বলুন’

এবার নতুন রিয়েলিটি শো ‘খুলে বলুন’, ছোট পর্দায় সঞ্চালনা করবেন নচিকেতা

বাংলা সঙ্গীত জগতের কিংবদন্তি গায়ক নচিকেতা চক্রবর্তী। যাঁর জীবনমুখী গানের জাদুকে মুগ্ধ আপামর বাঙালি। এবার নতুন রিয়েলিটি শো-এর হাত ধরে ছোটপর্দায় নচিকেতা। সান বাংলায় আসছে ‘খুলে বলুন’।

বর্তমানে ছোট পর্দায় ডেইলি সোপের পাশাপাশি রিয়ালিটি শো-এর চাহিদা তুঙ্গে। একাংশ দর্শক রিয়ালিটি শো-এর জন্য শুধুমাত্র টেলিভিশনের পর্দায় তাকিয়ে থাকেন। ধারাবাহিকের সঙ্গে পাল্লা দিয়ে বেড়ে নন-ফিকশন শো-এর জনপ্রিয়তা। বেশ কিছু জনপ্রিয় রিয়ালিটি শো-এর তালিকায় আছে, ‘দাদাগিরি’, ‘দিদি নং ১’, হালে এসেছে ‘ইস্মার্ট জোড়ি’, ‘আপনি কি বলেন’।

এবার সান বাংলায় আসছে নতুন রিয়ালিটি শো ‘খুলে বলুন’। আর এই রিয়ালিটি শো-এর রয়েছে আরও বড় চমক। বাংলা সঙ্গীত জগতের কিংবদন্তি গায়ক নচিকেতা চক্রবর্তী। যাঁর জীবনমুখী গানের জাদুকে মুগ্ধ আপামর বাঙালি। নতুন এই শো-এর সঞ্চালনার দায়িত্বে রয়েছেন নচিকেতা। ইতিমধ্যেই প্রকাশ্যে এসেছে শো-এর প্রোমো। সেখানে দেখানো হয়েছে, ‘আপনার শহরে এসে আপনার মনের কথা শুনবেন নচিকেতা।’

চারিপাশে যা ঘটছে, তার পক্ষে-বিপক্ষে নানান মতামত উঠে আসে; সেই সবের আলোচনার জায়গা ‘খুলে বলুন’-এর মঞ্চ। রাজ্যের বিভিন্ন এলাকায় মানুষের কাছে সরাসরি পৌঁছে তাদের মতামত শুনবেন নচিকেতা। আগামী ২৪ শে এপ্রিল থেকে শুরু হবে সান বাংলার এই নতুন নন ফিকশন শো-এর শ্যুটিং। এ দিন হাওড়ায় যাবে টিম ‘খুলে বলুন’। কীভাবে অংশগ্রহণ করতে হবে শো-এ? সেই বিবরণও দেওয়া হয়েছে প্রোমোর সঙ্গে। 

 

বন্ধ করুন