বাংলা নিউজ > বায়োস্কোপ > Nachiketa Chakraborty on Satyajit Ray: সত্যজিতের বাড়িতে ফেলু ভক্ত নচিকেতা, গান প্রকাশের পর বললেন, 'তীর্থস্থান দর্শন হল'

Nachiketa Chakraborty on Satyajit Ray: সত্যজিতের বাড়িতে ফেলু ভক্ত নচিকেতা, গান প্রকাশের পর বললেন, 'তীর্থস্থান দর্শন হল'

সত্যজিতের বাড়ির সঙ্গে তীর্থস্থানের তুলনা নচিকেতার

Nachiketa Chakraborty on Satyajit Ray: সত্যজিত রায়ের বাড়িতে গেলেন নচিকেতা চক্রবর্তী। ফেলুদার উপর গান মুক্তির পর জানালেন অভিজ্ঞতার কথা।

কিছুদিন আগেই সত্যজিৎ রায় (Satyajit Ray) জন্মবার্ষিকী গেল। এদিন তাঁর বাড়িতে বহু গুণী মানুষ উপস্থিত হয়েছিলেন দেখা করেন সন্দীপ রায়ের সঙ্গে। এবার সত্যজিতের বাড়িতে গেলেন নচিকেতা চক্রবর্তী (Nachiketa Chakraborty)। যদিও বিশেষ একটি কারণে তিনি গিয়েছিলেন। এখানেই মুক্তি পেল ফেলুদাকে নিয়ে তৈরি নতুন গান।

নচিকেতা চক্রবর্তী এই ফেলুদার গান গেয়েছেন। গানটি লিখেছেন অভিজিৎ পাল। গানে উঠে এসেছে তোপসে কীভাবে, কোন চোখে ফেলুদাকে দেখেছে সেই কথা। তোপসের হয়ে অর্থাৎ সেই চরিত্রে থেকে গানটি গেয়েছেন নচিকেতা। গানটিতে সুর দিয়েছেন কৌস্তব চট্টোপাধ্যায়।

সন্দীপ রায়ের (Sandip Ray) সামনে, সত্যজিতের বাড়িতেই মুক্তি পেল এই গান। ইতিমধ্যেই সেই গান শুনে আবেগে ভেসে গিয়েছেন শ্রোতারা। ভালো প্রতিক্রিয়া মিলছে তাঁদের থেকে।

গোটা অনুষ্ঠানের অভিজ্ঞতা কেমন ছিল সেটাই গায়ক এই সময়কে দেওয়া একটি সাক্ষাৎকারে জানান। তিনি বলেন, 'দারুণ অভিজ্ঞতা ছিল। আমি কখনই ভাবিনি যে গানটা এভাবে প্রকাশ করা সম্ভব হবে। আমার আজীবন সঞ্চয়, সম্পদ হয়ে থাকল এই দিনটির অভিজ্ঞতা। আমি ওখানে গিয়ে সত্যজিৎ রায়ের ব্যবহার করা বই, তাঁর বাড়ি, জিনিসপত্র দেখতে পেয়েছি। এটা আমার কাছে খুব বড় ব্যাপার। আমি এই প্যাশন থেকে গেয়েছি।' তিনি আরও বলেন, 'আমিও ফেলু ভক্ত। তাই তো বাড়ি গিয়ে ফিল নেওয়ার জন্য লিফট নিইনি, বরং সিঁড়ি দিয়ে উঠেছি। এই বাড়ি আমার কাছে তীর্থস্থানের মতো।'

তিনি রবীন্দ্রনাথ ঠাকুরের পরেই সত্যজিতের নাম করেন। বলেন, 'রবি ঠাকুরের পর এত ট্যালেন্টেড বাঙালি খুব কম আছে। আমি বাবু দাকে বলেছি আগামী বছর আমি নিজে সত্যজিৎ রায়ের জন্মদিনে একটি গান লিখে সুর করে গাইব।'

নচিকেতার কম বেশি প্রতিটা গানই জীবনমুখী। মানুষকে নতুন করে ভাবতে শেখায়। বাস্তবের চিত্র ধরা পড়ে তাঁর গানে। ফলে সেই ১৯৯৩ সাল থেকে আজও তাঁর প্রায় প্রতিটা গানই সমান জনপ্রিয় এবং ভক্তদের পছন্দের। ১৯৯৩ সালেই তাঁর প্রথম অ্যালবাম এই বেশ ভালো আছি মুক্তি পায়। কেবল বাংলা নয়, এই গায়ক হিন্দি সহ একাধিক ভাষাতেই গান গেয়েছেন।

বন্ধ করুন