পরিবারের সকলেই বলিউডের স্টার। পরিবারে বলিউড ব্যাকগ্রাউন্ডের ছায়া থাকলেও অভিনয় জগতে কাজ করা নিয়ে মনে খানিকটা উদাসীনতাই রাখেন অমিতাভ বচ্চন নাতনি নভ্যা নভেলি নন্দা। বিশেষ করে তাঁর সমসাময়িক স্টার কিডরা যেমন, চাঙ্কি পাণ্ডে কন্যা অনন্যা পাণ্ডে, শাহরুখ খান কন্যা সুহানা খান, শ্রীদেবী কন্যা খুশি কাপুর পারিবারিক পেশাকে বেছে নিয়েছেন। তাছাড়া, নভ্যা নাভেলির ভাই অগস্ত্য নন্দা শীঘ্রই জোয়া আখতারের নেটফ্লিক্স ফিল্ম ‘দ্য আর্চিসে’ আত্মপ্রকাশ করতে চলেছেন।
অভিনয় করার কথা কখনও মাথায় এসেছে কি নভ্যার? এই প্রশ্নের জবাবে নভ্য়ার সাফ মন্তব্য়, অনেক আগে থেকেই তিনি নিজের মনকে তৈরি করে নিয়েছিলেন। হিন্দুস্তান টাইমসের সঙ্গে কথা বলার সময় শ্বেতা বচ্চন কন্য়া জানিয়েছেন, ‘আমিও একটি ব্যবসায়ী পরিবার থেকে এসেছি। তাই, আমি নিজের জায়গা থেকে খুব পরিষ্কার ছিলাম (আমি অভিনয়ে যোগ দিতে চাই না এবং এটাই করতে চাই)। কলেজ শেষে, আমি বুঝতে পেরেছিলাম যে আমি এটাই করতে চাই’।
নভ্যা নাভেলি নন্দা হলেন ‘প্রোজেক্ট নভেলি’র প্রতিষ্ঠাতা। ভারতে লিঙ্গ বৈষম্যের ইস্যুতে লড়াই করার একটি উদ্যোগ এটি। এছাড়াও তিনি নারী-কেন্দ্রিক স্বাস্থ্য প্রযুক্তি কোম্পানি আরা হেলথের সহ-প্রতিষ্ঠাতা। আরও পড়ুন: ‘খারাপ উদ্দেশ্য মনে হয়নি’, বিতর্কের মাঝে ‘বাওয়াল’ নিয়ে টুইটে কেন লিখলেন হনসল
একই সাক্ষাৎকারে শ্বেতা বচ্চন এবং নিখিল নন্দার মেয়ে নভ্যা নাভেলির মন্তব্য, তিনি তাঁর নিজের পরিবার থেকে লিঙ্গ সমতার ধারণাগুলিকে আত্মস্থ করেছেন। তিনি হিন্দুস্তান টাইমসকে বলেন, ‘সৌভাগ্যবশত এমন একটি পরিবারে বড় হয়েছি যেখানে প্রত্যেকেই উভয় লিঙ্গের সবসময় সমান চিন্তাধারা রাখে। কেউ কখনও একজন নির্দিষ্ট ব্যক্তির উপর কোনও লিঙ্গ ভূমিকা নিহিত করেনি’। তিনি যোগ করেছেন, ‘এতে অবশ্যই আমাকে জিনিসগুলি কেমন হওয়া উচিত সে সম্পর্কে অনেক পরিষ্কার ভাবতে শিখিয়েছে। আমি এমন একটি পরিবেশে বড় হতে পেরে কৃতজ্ঞ যেখানে আমার উপর কোনও লিঙ্গ ভূমিকা প্রয়োগ করেনি’।
বিশেষ করে যুবক ও মেয়েদের ক্ষমতায়নের একটি প্রচারাভিযানের অংশ হিসেবে নভ্যা নভেলি নন্দা ভারত জুড়ে সফর করছেন। ভাই অগস্ত্যর বলিউডে আত্মপ্রকাশ সম্পর্কে বলতে গিয়ে সম্প্রতি এক সাক্ষাৎকারে নভ্য়া জানিয়েছেন, ‘আমি পরিবারের অর্থ সামলাতে পারি, কিন্তু অতিথিরা যদি আসে, ও তাঁদের জন্য চা বানাতে পারে’।