কিছুদিন আগেই ব্যক্তিগত জীবনের কারণে চর্চায় উঠে এসেছিলেন নওয়াজউদ্দিন সিদ্দিকি। তাঁর বিবাহিত জীবন নিয়ে কম কাটাছেঁড়া হয়নি। তাঁর স্ত্রী প্রকাশ্যে তাঁর নামে বহু অভিযোগ করেছেন। চলেছে কাদা ছোড়াছুড়ি। তবে সম্প্রতি অভিনেতা একটি সাক্ষাৎকারে জানালেন তিনি জীবন থেকে শিখেছেন কীভাবে অন্যের সঙ্গে কথা বলার সময় সতর্ক থাকতে হয়। ভেবে চিন্তে কথা বলতে হয়। একই সঙ্গে জানান তাঁর মাঝে মধ্যে দমবন্ধ লাগে।
সিদ্ধার্থ কাননকে দেওয়া একটি সাক্ষাৎকারে অভিইব্য বলেন যে কেবল পর্দায় নয়, বাস্তব জীবনেও অভিনয় করতে হয়। আর সেটা তিনি শিখেছেন। তাঁর কথা অনুযায়ী, 'বাস্তবেও আপনাকে অভিনয় করতে হয়। আপনি যা যেমন সেভাবে আপনি নিজেকে সবার সামনে তুলে ধরতে পারবেন না। আপনাকে একটু সতর্ক তো থাকতে হবেই। আমি তো এখন কিছু বলার আগেও ভেবে বলি। কখনও কখনও দমবন্ধ হয়ে আসে আমার।'
নিজের ইমোশন কে কীভাবে সামলান অভিনেতা? এই প্রশ্নের উত্তরে তিনি বলেন, 'আমি যেহেতু নিজেকে ঠিক করে এক্সপ্রেস করতে পারি না, সেহেতু আগে মনে হতো যেন আমার ইমোশনগুলো ফেটে পড়বে। কিন্তু এখন আর সেটা হয় না। এখন যদি কেউ এসে আমায় চড়ও মারে তাহলেও আমি চুপ থাকব।' তিনি জানিয়েছেন সবটাই তিনি তাঁর অভিজ্ঞতা থেকে শিখেছেন।
অভিনেতার কথায় এদিন আরও একটি বিষয় উঠে আসে। উনি বলেন, সত্য কথা বলার পরিণাম কী তিনি দেখেছেন। তাঁর কথায়, 'আমি আগে সত্য কথা বলে দেখার চেষ্টা করেছি। একই সঙ্গে সেই সময় কী প্রতিক্রিয়া এসেছিল সেটারও সাক্ষী থেকেছি। আমি ভীষণ ঘেঁটে যাই এরপর। তাই আমি ঠিক করেছি আমি চুপ থাকব। এমনকি কেউ আমাকে ভুল বুঝলেও আমি কিছু বলব না। কারণ জানি সময় কথা বলবে।'
আগামীতে তাঁকে আফওয়া, হাড্ডি, যোগীরা সারা রা রা, নূরানি চেহরা ছবিতে দেখা যাবে।