হলিউডের মেট গালা নিয়ে এতদিন চর্চা হত। তারকাদের একটু হটকে স্টাইলে দেখে মন্তব্য করার সুযোগ ছাড়ত না নেটিজেনরা। বর্তমান সময়ে এমনিতেই অনলাইন ট্রোল ‘অসুস্থতা’র পর্যায়ে পৌঁছেছে। আট থেকে আশি, এই ট্রোলের হাত থেকে কেউই বাদ যাচ্ছেন না। আর তারকা হলে তো কথাই নেই! পোশাক থেকে ফিগার, চরিত্র থেকে তাঁদের সন্তান, নেটিজেনদের নিশানায় এখন আসে সবটাই।
বেঙ্গল স্টাইল অ্যাওয়ার্ডের মঞ্চে ফ্যাশনেবল পোশাকে এসেছিলেন টলিউডের তারকারা। যার মধ্যে আলাদা করে নজর কাড়েন টিভি সিরিয়ালের দুই খ্যাতনামা মুখ নীল ভট্টাচার্য আর তৃণা সাহা।
নীল রঙের অফ শোল্ডার গ্লিটারি গাউন পরেছিলেন তৃণা। সঙ্গে নীল রঙের ফ্রিল ওড়না। টানটান করে বেঁধেছিলেন চুল। কানের দুল ঝোলা, যা দেখে কেউ কেউ দাবি করছেন তা নাকি মাথায় ম্যাসাজ করার নেটের জালি (Scalp Scratcher)।
আরও পড়ুন: ‘জোরে আওয়াজ… খাট-সোফা সব জায়গাতেই পারি’, বলেন শ্রীময়ী! বুধবার বিয়ে কাঞ্চনকে
তবে তৃণার থেকেও বেশি ট্রোল হয়েছেন নীল। এদিন তাঁর গায়ে ছিল সাদা-কালো কো-অর্ড সেট। চুল জেল লাগিয়ে শেপ দেওয়া হয়েছিল। চোখে কালো ফ্রেমের, কালো গ্লাসের চশমা। ঠোঁটেও কমলা আভা। আর শার্টের বো ইয়াব্বড়।
দেখুন স্বামী-স্ত্রী জুটিকে-
একজন কমেন্টে লিখেছেন, ‘নীল কে দেখে বস্তি এর ছেলে পচা র কথা মনে পড়ে গেল’। অপরজন লিখলেন, ‘নীলকে পুরো কার্টুন লাগছে’। তৃতীয়জন লিখলেন, ‘নীল প্লিজ নিজেকে রণবীর সিং ভেবে বোসো না।’ চতুর্থজনের মন্তব্য, ‘মাথা চুলকানোর জিনিস কানে পড়েছে। আর ছেলেটার তো এত প্রজাপতি গলায়, এইবার না উড়ে যায়’!
আরও পড়ুন: গর্ভাবস্থার খবরের পর ইনস্টায় প্রথম পোস্ট দীপিকার, ৬ ছবিতে কি দেখা গেল বেবিবাম্প
নীল ভট্টাচার্যকে শেষবার বাংলা মিডিয়াম ধারাবাহিকে দেখা গিয়েছিল। অন্যদিকে তৃণা সাহা বর্তমানে ওম সাহানির সঙ্গে জুটি বেঁধে লাভ বিয়ে আজকাল ধারাবাহিকে কাজ করছেন।
আরও পড়ুন: অমিতাভ নন, বগবনে কাজ করার কথা ছিল এই কিংবদন্তি অভিনেতার! বদলে যেত সিনেমার ইতিহাস
মুক্তির অপেক্ষায় তিলোত্তমা। নীলের প্রথম এটা বড় পর্দায় কাজ। তৃণা অবশ্য এর আগেও বহু ছবিতে কাজ করেছেন। তবে নীলের সঙ্গে স্ত্রিন শেয়ার করা তাঁরও এই প্রথম। তবে এই সিনেমায় জুটি হিসেবে থাকছেন না তাঁরা। একসঙ্গে সিন ছিল ১-২টো। তবে একই ছবিতে থাকছেন তাঁরা, তাতেই বেশ খুশি তৃনীল জুটির অনুরাগীরা।