নীল ভট্টাচার্য এবং তৃণা সাহা টলিউডের অন্যতম পাওয়ার কাপল। তাঁদের মাঝে মধ্যেই একে অন্যের সঙ্গে ছবি পোস্ট করতে দেখা যায়। তাঁদের ২০২১ সালে বিয়ে হয়। তবে তার আগে একটা দীর্ঘ সময় তাঁরা একে অন্যের ভালো বন্ধু ছিলেন। সম্প্রতি তাঁদের একটি পুরনো ছবিতে স্ত্রীকে নিয়ে বেফাঁস মন্তব্য করে বসলেন অভিনেতা।
নীল ভট্টাচার্যের পুরনো ছবি
বহুদিন আগে নীল ভট্টাচার্য তাঁর দুটো ছবি সোশ্যাল মিডিয়ায় পোস্ট করেছিলেন। সেখানে তিনি এই ছবি দুটো দেন অ্যান্ড নাও করে পোস্ট করেছিলেন। এর মধ্যে একটি ছবি ২০১২ সালে তোলা। সেখানে অভিনেতাকে দেখে চেনা দায়। একেবারে রোগা ছিপছিপে চেহারা তাঁর। গোয়াতে একটি নাটকের শোয়ের আগে তোলা সেই ছবিটি। আর পুরনো ছবি দেখেই অতীতের পাতায় ডুব দিয়েছেন অভিনেতা।
এই ছবির বিষয়ে টিভি ৯ বাংলার তরফে যোগাযোগ করা হলে অভিনেতা জানান, 'হাহা, হ্যাঁ ওটা আমিই। অনেকটাই অন্যরকম দেখতে ছিলাম আমি। গোয়ার একটি ফেস্টে নাটক করতে গিয়েছিলাম আমরা। সেখানে আমরা রাজা তোর কাপড় কোথায়র উপর ভিত্তি করে শু স্টোরি অভিনয় করেছিলাম। আমি সেখানে জুতোর নির্মাতা হয়েছিল।'
এরপর তিনি তাঁর এবং তৃণার পুরনো ছবির বিষয়ে বলেন, 'আমাদের ছোটবেলার ছবিগুলো একই রকমের। শুধু ও রোগা ছিল আর আমি মোটা।'
প্রসঙ্গত তৃণা সাহাকে বর্তমানে লাভ বিয়ে আজকাল ধারাবাহিকে দেখা যাচ্ছে। স্টার জলসার এই ধারাবাহিকে তৃণার বিপরীতে আছেন ওম সাহানি। অন্যদিকে নীল ভট্টাচার্যকে শেষবার বাংলা মিডিয়াম ধারাবাহিকে দেখা গিয়েছিল।