বাংলা নিউজ > বায়োস্কোপ > Soumi Chakraborty: ‘সৃজন এই নাচ দেখলে...’, ক্রপ টপে উদ্দাম নাচ পর্ণার বান্ধবী ‘রুচিরা’ সৌমির, ভিরমি খেল নেটপাড়া

Soumi Chakraborty: ‘সৃজন এই নাচ দেখলে...’, ক্রপ টপে উদ্দাম নাচ পর্ণার বান্ধবী ‘রুচিরা’ সৌমির, ভিরমি খেল নেটপাড়া

সৌমির নাচে ঘায়েল সোশ্যাল মিডিয়া। 

নিম ফুলের মধু-র পর্ণা, সৃজন, চয়নদের মতো জনপ্রিয় রুচিরা চরিত্রটিও। দেখুন মেগা-র অন্যতম চেনা মুখ সৌমির নাচ। 

বর্তমানে সফল সিরিয়ালের তালিকায় নাম রয়েছে নিম ফুলের মধু-র। টিআরপি-তেও ভালো ফল করছে এই ধারাবাহিক। বিয়ের পর একটা মেয়ের শ্বশুর বাড়িতে মানিয়ে নেওয়া, অধিকার লড়াইয়ের গল্প, সম্বন্ধ করে বিয়ের পর বরের মন জিতে নেওয়া-- সব কিছুই রয়েছে এই সিরিয়ালে। আর তাই বিশেষ করে বাংলার মানুষ ভালোবেসে ফেলেছে এই মেগাকে, একেবারে আট থেকে আশি, বয়স নির্বিশেষে।

ধারাবাহিকের কেন্দ্রীয় চরিত্র পর্ণার মতোই জনপ্রিয় তাঁর সাংবাদিক বান্ধবী রুচিরাও। ইতিমধ্যেই সে পর্ণার কাঁধে কাঁধ মিলিয়ে নানা ঝুঁকিপূর্ণ কাজে গেছে। তবে সিরিয়ালে সালোয়ার পরে থাকা সেই মিষ্টি মেয়েটার নাচ থেকে তো মুখ হাঁ হল সোশ্যাল মিডিয়ার। কালো ট্রাউজারের সঙ্গে পরে আছেন সাদা ক্রপ টপ। বাড়ির ছাদে নেটেই দুটি ভিডিয়ো পোস্ট করেছেন সৌমি। একটি হল ২০০১ সালের লজ্জা সিনেমার বিখ্যাত গান ‘আইয়ে আজাইয়ে আ হি যাইয়ে’। ও অপরটি হল বচনা এ হসিনো সিনেমার ‘লাকি বয়’ গানটি। 

সৌমির পোস্টে একজন মন্তব্য করেছেন, ‘কী দুর্দান্ত নাচ করো তুমি। এই নাচ দেখলে সৃজণ পর্ণাকে ছেড়ে তোমাকেই বিয়ে করত।’ আরেকজন লিখলেন, ‘ওয়াও সো হট। সিরিয়ালে দেখে তো বোঝাই যায় না। একেবারে আলাদা লাগছে।’ তৃতীয়জনের কমেন্ট, ‘কে গো তোমার সেই লাকি বয়?’ চতুর্থজনের কমেন্ট, ‘আমি তোমার লাকি বয় হতে প্রস্তুত। যদি তুমি সুযোগ দাও।’

ছোট পর্দার খুব জনপ্রিয় মুখ সৌমি চক্রবর্তী। তাঁর মিষ্টি হাসিতে ঘায়েল হন ভক্তরা একটুতেই। সোশ্যাল মিডিয়ায় ফলোয়ার্সের সংখ্যাও বেশ ইর্ষণীয়। প্রায় ২১ লাখ ফলোয়ার্স রয়েছে তাঁর। সৌমিকে এর আগে দেখা গিয়েছে রাধা, কী করে বলব তোমায়, করুণাময়ী রানি রাসমনি, মহাপীঠ তারপীঠ, পিলু, কাদম্বিনী-র মতো একগুচ্ছ বাংলার জনপ্রিয় ধারাবাহিকে।

আপাতত নিম ফুলের মধু-তে দেখা যাচ্ছে তিন্নির কারসাজিতে চাকরি হারিয়েছে দত্ত বাড়ির ছেলে সৃজন। দত্ত বাড়ির সকলের সেই কথা জানতে বাকি নেই আর যদিও। আপাতত সৃজন সরকারি চাকরির পরীক্ষা দিচ্ছে। দত্ত বাড়িতে ফাঁস হয়েছে তিন্নির মডেলিংয়ের খবর। কাগজে তিন্নির ছবি দেখে সকলেই খুব খাপ্পা। খবর রয়েছে খুব সম্ভবত, চয়ন অর্থাৎ সৃজনের জ্যেঠতুতো ভাইয়ের বউ হিসেবে দত্ত বাড়িতে এন্ট্রি নেবে রুচিরা। আর তারপর পর্ণা আর রুচিরার জুটিই শায়েস্তা করবে বাড়ির বড় খোকা ও জ্যেঠুকে। অর্থাৎ, সামনে বেশ টানটান এপিসোড অপেক্ষা করে রয়েছে দর্শকদের জন্য। 

 

বায়োস্কোপ খবর

Latest News

সিংহ-কন্যা-তুলা-বৃশ্চিকের কেমন কাটবে বুধবার? জানুন রাশিফল মেষ-বৃষ-মিথুন-কর্কট রাশির কেমন কাটবে বুধবার? জানুন রাশিফল প্রাইভেট গাড়িতে GNSS থাকলে হাইওয়ে-সফরে বড় ছাড়! বুধে ৭ জেলায় সতর্কতা, বৃহস্পতিতে ভারী বৃষ্টি ৪টিতে, শুক্র ও শনিতে কোথায় হবে? বাবরের সঙ্গে সেলফি তুলতে গিয়ে বিপত্তি! ভক্তের সঙ্গে দুর্ব্যবহার পাক তারকার ইংল্যান্ড সিরিজে ভালো খেলতে পারাই বাড়তি আত্মবিশ্বাস জুগিয়েছে: শুভমন গিল প্যারালিম্পিক্স পদকজয়ীদের মোটা আর্থিক পুরস্কার,রুপো জিতে ৫০ লক্ষ, সোনাজয়ীদের কত? এপার বাংলায় ইলিশ পাঠান, বাংলাদেশ সরকারকে চিঠি, পুজোয় মিলবে পদ্মার রুপোলি শস্য়? এইডস আক্রান্ত নায়কের চরিত্রে রাজি হয়নি কোনও বলিউড হিরো, ১টাকায় কাজ করেন সলমন! প্রখ্যাত শিক্ষাবিদ ও দুন স্কুলের প্রধান শমী দাস প্রয়াত, প্রথম চাকরি কলকাতায়

Copyright © 2024 HT Digital Streams Limited. All RightsReserved.