বালিকা বধূ নেহা মারদা কিছুদিন আগেই মা হয়েছেন। তাঁদের সংসারে এসেছে শিশুকন্যা। মা হওয়ার পরই নেহা জনসমক্ষে সন্তানকে স্তন্যপান করানো উচিত কিনা না সেই বিষয়ে কথা বললেন। অভিনেত্রীর কথা অনুযায়ী পাবলিকলি কোনও শিশুকে স্তন্যপান করানো কোনও অপরাধ নয়। বরং এটা একটা খুব সুন্দর দৃশ্য।
৭ এপ্রিল নেহা মা হয়েছেন। নেহার জনসংযোগ আধিকারিক এই খবর সকলের সঙ্গে ভাগ করেন। জানান নেহা এবং আয়ুষ্মান আগরওয়ালের পরিবারে এই একরত্তি শিশুটির আসার কথা। একই সঙ্গে তিনি সেই শিশুটির একটি ছবিও শেয়ার করেন।
টাইমস অব ইন্ডিয়াকে দেওয়া একটি সাক্ষাৎকারে নেহা বলেন, 'পাবলিকলি যদি স্তন্যপান করানোর বিষয়ে কথা বলেন তাহলে বলব আমার কোথাও বেরোনোর থাকলে মেয়েকে বাড়ি থেকে খাইয়ে নিয়েই বের হই। কিন্তু যদি রাস্তায় ওর খিদে পেয়ে যায়, আমি ওকে ক্ষুধার্ত রাখব না। আমি ঠিক কোনও না কোনও উপায়ে ওকে খাইয়ে দেব। তবে হ্যাঁ, আমি এটা নিশ্চিত করি যে বেরোনোর আগে যেন ওকে ভালো করে খাইয়ে নিই।'
অভিনেত্রীর কথা অনুযায়ী পাবলিকলি সন্তানকে স্তন্যপান করানোয় কোনও অপরাধ নেই। বরং একদম ঠিক বিষয়টা। তাঁর কথায়, 'এটা কোনও ক্রাইম নয়। আপনি তো কেবল আপনার ক্ষুধার্ত সন্তানকে খাওয়াচ্ছেন। এটা দৃষ্টিকটূ হতে যাবে কেন? ওড়না জাতীয় কিছু দিয়ে ঢেকে নিলেই হল। একজন মাকে বাচ্চাকে খাওয়াতে দেখার মতো সুন্দর দৃশ্য আর কিছুতেই হয় না।'
প্রসঙ্গত নেহা মারদার প্রেগন্যান্সিতে বেশ জটিলতা দেখা গিয়েছিল। অভিনেত্রী নিজেই সেই বিষয়ে জনসমক্ষে কথা বলেছেন। গত বছর নভেম্বর মাসে তিনি জানান যে তিনি সন্তানসম্ভবা। একটি ছবি পোস্ট করে লিখেছিলেন 'এটা এত সুন্দর 'আমরা' যা ভাষায় আমি বলতে পারব না। আমরা কখনই তোমার জন্য ডেসপারেট ছিলেন না। কিন্তু আজ বুঝছি তোমার প্রয়োজন ছিল।'
গত ২০১২ সালে আয়ুষ্মান আগরওয়ালের সঙ্গে গাঁটছড়া বাঁধেন নেহা। বালিকা বধূ, মহাদেব, লাল ইশক সিরিয়ালে তাঁকে দেখা গিয়েছে।