ইরফান খানের ছেলে বাবিল খান যে কেবল তাঁর অভিনয় দিয়ে সবাইকে মুগ্ধ করেছেন এমনটা মোটেই নয়। বরং তিনি তাঁর বুদ্ধি, কথা দিয়ে মন জয় করে নিয়েছেন অনেকেরই। সম্প্রতি তাঁর একটি ভিডিয়ো দারুণ ভাইরাল হয়েছে সোশ্যাল মিডিয়ায়। নেট দুনিয়া তাঁর সেই কথায় যে কেবল মুগ্ধ সেটাই নয়, অকুণ্ঠ প্রসংশা করে চলেছে সকলে তাঁর।
বাবিল খানের ভাইরাল ভিডিয়ো
বাবিল খানের যে ভিডিয়ো সম্প্রতি ভাইরাল হয়েছে সেখানে অভিনেতাকে ভালবাসা নিয়ে কথা বলতে শোনা যায়। এমনকি তিনি একটি প্রচলিত ধারণাও ভেঙে দেন। বাবিল এদিন বলেন, ' আমরা (পুরুষরা) নারীদের পাই না। নারীদের পাওয়া যায় না। তাঁদের অর্জন করা যায় না। সে তোমার সঙ্গী হয়। এতদিন সবাই এই কথা বলে এসেছেন, কিন্তু এটা ভুল।'
তিনি এদিন এই ভাইরাল হওয়া সাক্ষাৎকারে বলেন, 'আমার কছে ভালোবাসার সংজ্ঞা হল আমি তোমার কাছে, তোমার অন্তরের সৌন্দর্যের প্রতি নিজেকে আত্ম সমর্পন করলাম।'
কে কী বলছেন?
বাবিল খানের এই কথায় মুগ্ধ হয়ে গিয়েছেন সকলেই। বহুবার রিটুইট করা হয়েছে এই টুইট। চলছে তাঁর গুণগান। এক ব্যক্তি লেখেন, ' সমাজের গালে একটা কষিয়ে চড় মারল।' আরেকজন লেখেন, 'কী সুন্দর করে বোঝালেন।' 'ইস, এভাবে কেউ বলে! কী সুন্দর' মন্তব্য তৃতীয়জনের। 'প্রেমে পড়ে গেলাম' লেখেন আরেকজন।