প্রাক্তনের সঙ্গে কোনও তিক্ততা নেই, বরং প্রাক্তন স্বামী নতুন করে ঘর বাধাঁয় খুশি তিনি। অনুপম রায়ের তৃতীয় বিয়ের পর এমনটাই জানিয়েছিলেন পিয়া চক্রবর্তী। নেটপাড়ার নীতি-পুলিশেরা গত কয়েক মাসে কম প্রশ্নের জর্জরিত করেননি পিয়াকে। তাঁর চরিত্র নিয়ে কাটাছেঁড়া চলেছে, তবে সব প্রশ্নবাণ সামাল দিয়েছেন পরম-ঘরণী।
প্রাক্তন স্বামীর বন্ধুকে বিয়ে করায় ট্রোলড হয়েছেন পিয়া। এতকিছুর পরেও অনুপম রায়ের সঙ্গে যোগাযোগের পথ পুরোপুরি বন্ধ করেননি তিনি। ভার্চুয়াল মাধ্যমে আজও অনুপমকে ফলো করেন পিয়া। কিছুদিন আগে গায়কের পোস্টে লাইক দিয়ে ‘ভার্চুয়াল’ পাড়ায় ‘ভাব’-এর বহিঃপ্রকাশও করেছিলেন। দোলের সময় ঢাকা গিয়েছিলেন অনুপম, আর ঢাকাই খাবারের পোস্টেই এসেছিল পিয়ার লাইক। এবার বরের হাত ধরে নিজেই ঢাকায় পৌঁছে গেলেন পিয়া।
ঢাকা সফরের টুকরো ঝলক সোশ্যাল মিডিয়ায় তুলে ধরেছেন পরমব্রত-পিয়া। বিয়ের পর হানিমুনে আয়ারল্যান্ড গিয়েছিলেন দুজনে। এবার প্রতিবেশি দেশে ঝটিকা সফরে তাঁরা। কী জন্য ঢাকা সফরে দুজনে? উত্তর জানা নেই। তবে ওপার বাংলায় গিয়ে ইফতারের দাওয়াতের স্বাদ চেটেপুটে নিলেন নবদম্পতি।
পবিত্র রমজান মাস ঘিরে সাজো সাজো রব ওপারে। ঢাকার বন্ধুদের আমন্ত্রণেই ইদের আগের শেষ জুম্মার ইফতারে সামিল হলেন পরমব্রত-পিয়া। নায়কের দেখা মিলল প্রিন্টেট হাফ শার্ট আর ডেনিমে, পিয়ার পরনে খাদি কুর্তা আর প্যান্ট। কাছের মানুষদের সঙ্গে জমিয়ে পোজ দিলেন। চলল দেদার খানাপিনা, গল্প-আড্ডা। ইফতারির মেনু দেখতে চোখ ছানাবড়া হওয়ার জোগাড়।
স্টাটার থেকে মেন কোর্স পেরিয়ে ডেজার্ট, সবেতেই চমক। হালিম, বিরিয়ানি থেকে চিকেন ও মটনের নানান পদ, সিঙ্গারা, পকোড়া থেকে জিলিপি, হরেক রকমের মিষ্টি সাজানো টেবিল জুড়ে। এক নেটিজেনের প্রশ্নের উত্তরে পিয়া জানান, ‘আমি প্রায় সবই খেয়েছি’। পরম-পিয়ার পোস্টে প্রশংকের সংখ্যাই বেশি, তবে অনেকে ধর্ম টেনে কটাক্ষ করে লেখেন- ‘রোজাও রেখেছেন নাকি?’ ট্রোলারদের চুপ করাতে ওস্তাদ পিয়া। তবে এখনও কটাক্ষের জবাব দেননি তিনি।
গত ২৭শে নভেম্বর চুপিসাড়ে বিয়ের পর্ব সারেন পরমব্রত-পিয়া। ২০২১-এর নভেম্বরে অনুপমের সঙ্গে ছ বছরের দাম্পত্যে ইতি টেনেছিলেন পিয়া চক্রবর্তী। পেশায় মানসিক স্বাস্থ্যকর্মী ও সমাজকর্মী পিয়া। সঙ্গে গানও গান তিনি। গত সপ্তাহ শেষেই পরমব্রতর সঙ্গে পিয়ার যুগলবন্দির ঝলক দেখেছে নেটপাড়া। গিটার বাজালেন নায়ক,আর পিয়া গাইলেন- ‘আমি কান পেতে রই’। স্বামী-স্ত্রীর সেই ভিডিয়ো রীতিমতো ভাইরাল।