বাংলা নিউজ > বায়োস্কোপ > Athiya-Rahul: বিয়ের পর প্রথমবার ডিনার ডেটে গেলেন রাহুল-আথিয়া, কী কী করলেন নব দম্পতি

Athiya-Rahul: বিয়ের পর প্রথমবার ডিনার ডেটে গেলেন রাহুল-আথিয়া, কী কী করলেন নব দম্পতি

বিয়ের পর প্রথমবার ডিনার ডেট, ক্যাজুয়াল আউটফিটে রাহুল-আথিয়া

Athiya-Rahul: বিয়ের পর প্রথমবার ডিনার ডেট, ক্যাজুয়াল আউটফিটে ধরা দিলেন রাহুল-আথিয়া। বান্দ্রার এক বিলাসবহুল রেস্তোরাঁর বাইরে নব দম্পতিকে লেন্সবন্দি করেন পাপারাৎজ্জো। দেখুন ভিডিয়ো-

বিয়ের দিনের পর স্বামী-স্ত্রী হিসেবে প্রথমবার জনসম্মুখে এলেন কেএল রাহুল এবং আথিয়া শেট্টি। সোমবার রাতে বিয়ের পর প্রথমবার ডিনার ডেটে গিয়েছিলেন নব দম্পতি। বান্দ্রায় এক রেস্তোরাঁয় প্রবেশের মুখে পাপারাৎজ্জির লেন্সবন্দি হন তাঁরা। এ দিন খুব ক্যাজুয়া আউটফিটে ধরা দেন নব দম্পতি।

এক পাপারাৎজ্জোর শেয়ার করা ইনস্টাগ্রাম ভিডিয়োতে দেখা গিয়েছে, এ দিন ব্লু রঙের প্রিন্টেড শার্টের সঙ্গে ডেনিম জিনস পরে আথিয়া। সাদা টি-শার্টের সঙ্গে নীল রঙের ডেনিম জিনস পরে রাহুল। দুজনেই হাসিমুখে পাপারাৎজ্জির উদ্দেশ্যে পোজ দেন। নবদম্পতির ভিডিয়োতে ভালোবাসা উজাড় করেছেন নেটিজেনরা।

গত ২৩ জানুয়ারি সাত পাকে বাঁধা পড়েছেন বলিউড অভিনেত্রী আথিয়া শেট্টি এবং ভারতীয় তারকা ক্রিকেটার কেএল রাহুল। ২২ জানুয়ারি ছিল তাঁদের সঙ্গীত এবং মেহেন্দি অনুষ্ঠান। অভিনেতা সুনীল শেট্টির খান্ডালার ফার্ম হাউসে বসেছিল নবদম্পতির বিয়ের আসর। বিয়ের পর প্রাক বিয়ের অনুষ্ঠানের একাধিক ছবি নেটমাধ্যমের পাতায় ধীরে ধীরে শেয়ার করছেন আথিয়া। আরও পড়ুন: ‘নিজেকে সেরা বললে লোকে আমায় অহংকারী ভাবে’, মিডিয়ার সামনে অকপট ‘পাঠান’ শাহরুখ

বিয়ের পর রবিবার প্রথমবার জনসম্মুখে দেখা যায় সুনীল শেট্টি কন্যা আথিয়াকে। এক পাপারাজ্জো অ্যাকাউন্ট থেকে শেয়ার করা ছবিতে দেখা গেল স্যালোঁতে প্রবেশ করছেন বলিউড অভিনেত্রী। ভিডিয়োতে দেখা গেল স্যালোঁ থেকে বেরিয়েই গাড়ির দিকে সোজা হাঁটা শুরু করেন আথিয়া। পাপারাৎজ্জি ছবির জন্য পোজ দেওয়ার অনুরোধ জানালেও শোনেননি। তবে বিয়ের জন্য শুভেচ্ছাবার্তা জানানোয় তাঁকে ধন্যবাদ বলতে শোনা গিয়েছে।

দীর্ঘ ৪ বছর প্রেমের পর পরিণতি পেল আথিয়া-রহুলের সম্পর্ক। মেয়ের সাত পাক ঘোরার পরই আবেগপ্রবণ হয়ে পড়েন বাবা সুনীল শেট্টি। ২৩ জানুয়ারি, ঘরোয়া অনুষ্ঠানের মধ্যে দিয়ে চার হাত এক হয় নব দম্পতির। আথিয়ার বিয়ের একদিন পরই নেটমাধ্যমের পাতায় মেয়ে এবং জামাইকে নিয়ে পোস্ট করেন অভিনেতা।

দম্পতির বিয়ের অতিথি সংখ্যা ছিল মাত্র ১০০ জন। হাজির ছিলেন ডায়না পেন্টি, কৃষ্ণা শ্রফ, অংশুলা কাপুর এবং আনুষ্কা রঞ্জন স্বামী আদিত্য সিলের সঙ্গে। স্ত্রী প্রতিমা সিং-এর সঙ্গে ক্রিকেটার বরুণ অ্যারন ও ইশান্ত শর্মাও উপস্থিত ছিলেন।

২০১৯ থেকে প্রেমের সম্পর্কে ছিলেন রাহুল-আথিয়া। বিকাল ৪.১৫-তে সাত পাক ঘুরেছেন এই তারকা জুটি। সন্ধ্যাবেলায় বিয়ের প্রথম ছবি শেয়ার করলেন রাহুল-আথিয়া। বিয়েতে হালকা গোলাপি লেহেঙ্গায় সেজেছিলেন আথিয়া, সঙ্গে পরেছিলেন কুন্দনের নকশা কাটা জড়োয়া হার। কেএল রাহুলকে দেখা গেল সাদা রঙা শেরওয়ানিতে। আপাতত নতুন জীবনের শুভেচ্ছায় ভাসছেন দম্পতি।

 

Haryana and JNK Election Haryana and JNK Election
বায়োস্কোপ খবর

Latest News

সিংহ-কন্যা-তুলা-বৃশ্চিকের কেমন কাটবে মহাষষ্ঠী? জানুন রাশিফল মেষ-বৃষ-মিথুন-কর্কট রাশির কেমন কাটবে মহাষষ্ঠী? জানুন রাশিফল বৃষ্টি থেকে রেহাই নেই ষষ্ঠীতেও, ৯ জেলায় কিছুটা বেশি বর্ষণ, পুজোর মধ্যেই কমবে? 'ভারতের বিরুদ্ধে আন্তর্জাতিক ষড়যন্ত্র চলছে', 'পরজীবী' কংগ্রেসকে তুলোধোনা মোদীর ময়নাতদন্তে কারচুপি নেই, RG করের চার্জশিটে বলল CBI, ডাক্তারদের চরম কটাক্ষ কুণালের ত্রিপুরায় দুই গোষ্ঠীর মধ্যে সংঘর্ষ, মৃত ১, শান্তি মিটিং করল প্রশাসন '…তোর বাবা করেছে’, জুনিয়র ডাক্তারদের কটাক্ষ তৃণমূল নেতার, ট্রোলড লেখিকা স্ত্রী জয়নগরে বালিকার 'ধর্ষণ-খুনে'র তদন্ত করতে গঠিত হল ৭ সদস্যের সিট দশমী পর্যন্ত ধর্নায় নির্যাতিতার মা-বাবা, প্রতীকী মূর্তি নিয়ে বেরোবেন জুনিয়ররা শোয়েবের তৃতীয় বউয়ের প্রাক্তনও এবার দ্বিতীয় বিয়ে সারল! সানিয়াও কি সেই পথে হাঁটবেন

Copyright © 2024 HT Digital Streams Limited. All RightsReserved.