বাংলা নিউজ > বায়োস্কোপ > Non Fiction TRP: ফের এল রিপোর্ট কার্ড! রচনার ‘দিদি নম্বর ১’ নাকি সৌরভের 'দাদাগিরি', কে করল বাজিমাত? আর 'জলসা'র নম্বর কত

Non Fiction TRP: ফের এল রিপোর্ট কার্ড! রচনার ‘দিদি নম্বর ১’ নাকি সৌরভের 'দাদাগিরি', কে করল বাজিমাত? আর 'জলসা'র নম্বর কত

দাদাগিরি বনাম দিদি নম্বর ওয়ান

বহু দিন ধরেই স্টার জলসায় নন ফিকশন শো প্রায় নেই বললেই চলে। আর তাই সেক্ষেত্রে এই নন ফিকশন শোয়ের TRP-তে সাধারণত Zee বাংলার শোগুলিরই রমরমা। বহুদিন ধরেই জি বাংলার নিজস্ব দুই নন ফিকশন শো দাদাগিরি ও দিদি নম্বর ওয়ানের মধ্যেই এই নন ফিকশন TRPর লড়াইটা জারি রয়েছে। 

আজ আরও একটা বৃহস্পতিবার (৮ ফেব্রুয়ারি)। আজ টেলিভিশনের শোগুলির মার্কশিট আসার আরও একটা দিন। বৃহস্পতিবার এলেই TRP- কত হল, খোঁজ পড়ে যায়। হবে নাই বা কেন! সারা সপ্তাহ পরিশ্রমের ফল কী হল, কমবেশি সকলেই তা জানতে চান বৈকি। এখন শুধু অভিনেতা, চ্যানেল, পরিচালক, প্রযোজকরা নন, TRP কত হল, কে কত নম্বর পেল, কে প্রথম, কে দ্বিতীয়, এগুলি জানতে চান দর্শক থেকে অনুরাগীরাও।

TRP-র খবর, আমাদের তরফে তো আগেই পেয়েছেন। চলুন এবার বেশি হেঁয়ালি না করে জেনে নেওয়া যাক নন ফিকশন TRP-র তালিকা।

আরও পড়ুন-পার্টিতে যান না কেন? প্রশ্ন উঠতেই কিরণ বললেন, ‘আমির ও আমি আদপে খুবই সাধারণ, গ্ল্যামারাস মানুষ নই’

আরও পড়ুন-‘আমার ছবিতে প্রেম রঙিন, গান আর গ্লিসারিনেই সমস্যা সমাধান করে ফেলি, বাস্তবে তেমনটা হয় না’, নিজের সিনেমার সমালোচনায় করণ

বহু দিন ধরেই স্টার জলসায় নন ফিকশন শো প্রায় নেই বললেই চলে। আর তাই সেক্ষেত্রে এই নন ফিকশন শোয়ের TRP-তে সাধারণত Zee বাংলার শোগুলিরই রমরমা। বহুদিন ধরেই জি বাংলার নিজস্ব দুই নন ফিকশন শো দাদাগিরি ও দিদি নম্বর ওয়ানের মধ্যেই এই নন ফিকশন TRPর লড়াইটা জারি রয়েছে। বেশ কয়েক সপ্তাহ ধরে এই লড়াইয়ে দাদার থেকে এগিয়ে ছিল দিদি। তবে এই সপ্তাহের রিপোর্ট কী বলছে?

নন ফিকশন টিআরপি

ঘরে ঘরে জি বাংলা ১.৫

দিদি নং ওয়ান (সানডে) ৬.৫

দাদাগিরি ৫.৩

অর্থাৎ এই সপ্তাহেও লড়াইয়ে সেই একইভাবে সৌরভের 'দাদাগিরি'কে হারিয়ে দিয়েছে রচনার ‘দিদি নম্বর ১’। এদিকে শোনা যাচ্ছে, আপাতত লড়াইয়ে না থাকলেও খুব শীঘ্রই নন ফিকশন শো আনতে চলেছে স্টার জলসাও। তখনই জমবে আসল লড়াই। তবে আপাতত শনি-রবিবারও জলসায় সপ্তাহের আর পাঁচ দিনের মতোই ফিকশন চলে।

এদিকে এই সপ্তাহে ফিরশন TRP-তেও টপার স্থান দখলে রেখেছে জি বাংলা। ১ম ও ২য়, দুই স্থানেই রয়েছে জি বাংলার জগদ্ধাত্রী এবং ফুলকি। এর মধ্যে ‘জগদ্ধাত্রী’ পেয়েছে ৮.৫ নম্বর। অর্থাৎ এই ধারাবাহিকটিই এবার বেঙ্গল টপার। আর মাত্র .২ পেয়ে পিছিয়ে পড়েছে ‘ফুলকি’। তবে তৃতীয় স্থান দখল করে স্টার জলসাকে বাঁচিয়ে রেখেছে গীতা এলএলবি। ৪র্থ হয়েছে জি-র নিম 'ফুলের মধু', আর ৫ম 'অনুরাগের ছোঁয়া'।

 

Haryana and JNK Election Haryana and JNK Election
বায়োস্কোপ খবর

Latest News

ভারতের ভাগ্য এখন পাকিস্তানের হাতে, কোন অঙ্কে সেমিফাইনালে যেতে পারেন হরমনপ্রীতরা? অস্ত্র 'মাস্টার কি'! পর্যটকদের টাকা হাতিয়ে, গাড়ি নিয়ে হুল্লোড় হোটেল কর্মীর 'তুমি সাগরের ঢেউয়ে....', অনশনমঞ্চে মৌসুমী ভৌমিকের গান ভাইরাল, কাঁদলেন ডাক্তারা ফের অনশনে অসুস্থ জুনিয়র ডাক্তার, অবস্থার অবনতি, ভর্তি করা হল এনআরএসে থার্ড আম্পায়ারের ভুল সিদ্ধান্তে হারল ভারত? আসলে আউট ছিলেন অজি? কী বলছে আইন? ট্রাস্টের নামে ৫ একর জমি পেয়েও আবেদন প্রত্যাহার খাড়্গে পুত্রের অস্ট্রেলিয়ার কাছে হেরে ঘোর বিপদে ভারত, শেষ চারে অজিরা, এ-গ্রুপের পয়েন্ট তালিকা দুরন্ত ফিল্ডিং ভারতের, ইম্প্যাক্ট ফিল্ডার অফ দ্য সিরিজ হলেন এই ভারতীয় স্পিনার 'এই জোর করিস না, না না, জোর করিস না…' কাতর অনুরোধ মিমির, শুনতে নারাজ অনিন্দ্য সোহাগে রাঙা শ্রীময়ী! কচি বউকে নিয়ে সিঁদুর খেলায় মাতলেন কাঞ্চন

Copyright © 2024 HT Digital Streams Limited. All RightsReserved.