জন্মদিনের দিন ফাটিয়ে আনন্দ করলেন নোরা ফাতেহি। পরিবার এবং ঘনিষ্ঠদের সঙ্গে এই জন্মদিনটা সেলিব্রেট করলেন নৃত্যশিল্পী। ইয়টে কেকে কেটে সকলের সঙ্গে নাচ-গান, খাওয়া-দাওয়া, আনন্দ করে কাটালেন তিনি। কেক কাটার আগেই নিজের সিগনেচার স্টেপে নেচে ওঠেন নোরা, সোশ্যাল মিডিয়ায় ছড়িয়ে পড়েছে সেই ভিডিয়ো।
অভিনয়ে পোক্ত না হলেও নাচে দক্ষতার সুবাদে বলিউডে নিজের জায়গা তৈরি করেছেন নোরা। বলিউডি ছবির আইটেম গানেই বেশি নাচতে দেখা যায় নোরাকে। আইটেম গানে তিনি প্রায় অদ্বিতীয়। সেই গানগুলোর জনপ্রিয়তাও কিছু কম নয়। ভালো ডান্সার হিসেবে নিজেকে প্রমাণ করলেও, অভিনেত্রী হিসেবে নিজেকে প্রমাণ করার তেমন সুযোগ পাননি তিনি। তাঁর নাচ আর সৌন্দর্যে মুগ্ধ হাজার হাজার অনুরাগী। আরও পড়ুন: ‘বেশিরভাগ বঙ্গভাষীর বিশ্বাস চরিত্র থাকে জননেন্দ্রিয়ে’, হাসপাতাল থেকে ফিরে বোমা ফাটালেন কবীর সুমন
কিছু দিন আগে ‘ডান্স প্লাস প্রো’র মঞ্চে সিলভার রঙের মেটালিক স্কিন টাইট শর্ট পোশাকে বোল্ড লুকে দেখা যায় নোরাকে। সেখানে 'ডান্স মেরি রানি' গানের সঙ্গে নাচতে দেখা যায় নোরাকে। তবে সেই নাচ সিনেমার পর্দায় দেখা নাচের মতো নয়। নাচের সঙ্গে নিতম্বে জল ঢেলে শরীর দোলাতে দেখা যায় নোরাকে। আবার কখনও সামনে ফিরে শরীর থেকে কোমরে জল ঢালতে থাকেন নোরা। তাঁর এমন কাণ্ডে 'হাঁ' হয়ে যান বিচারক, প্রতিযোগী ও দর্শকরা। তবে নোরার এমন শরীর প্রদর্শন ও নাচের ভঙ্গিমায় খুশি নন বহু দর্শক। নেটপাড়ায় এধরনের শোকে 'অশালীন' বলে দাবি করেছেন বহু নেটিজেন।
অনেকেই টেলিপর্দায় এমন অনুষ্ঠান, নাচ নিয়ে তীব্র নিন্দা করেছেন। এক নেটিজেন লিখেছেন, ‘এই সব আজকাল টেলিপর্দায় সম্প্রচার হচ্ছে!’ আরও একজন লিখেছেন, ‘একসময় আমিও নোরা ফতেহির প্রতিভার জন্য তাঁর অনুরাগী ছিলাম, কিন্তু জাতীয় টিভিতে তাঁর এই সাম্প্রতিক নাচ আমাকে হতাশ করেছে। এই ধরনের শরীর প্রদর্শনের জন্য এটা কি সঠিক প্ল্যাটফর্ম? আমি হতাশ এবং বিরক্ত।’ আরও এক ব্যক্তি লিখেছেন, ‘এটা দেখতে মোটেও ভালো লাগছে না, বিষয়টা সত্যিই অশালীন ও বিব্রতকর।’
আগামীকে নোরাকে ফারহান আখতার প্রযোজিত ‘মারগাও এক্সপ্রেস’ ছবির মূল চরিত্রে দেখা যাবে। এই ছবির মাধ্যমে পরিচালক হিসেবে হাতেখড়ি হতে চলেছে অভিনেতা কুনাল খেমুর। কমেডি ছবিতে নোরাকে এক রোমাঞ্চকর চরিত্রে অভিনয় করতে দেখা যাবে। ছবিটিতে তাঁর সঙ্গে প্রতীক গান্ধী, দিব্যেন্দু শর্মা, অবিনাশ তিওয়ারির মতো অভিনেতারা আছেন। আগামী ২২ মার্চ বড় পর্দায় মুক্তি পাবে ছবিটি।
এছাড়াও বিদ্যুৎ জামওয়ালের সঙ্গে ‘ক্র্যাক’ ছবিতে দেখা যাবে নোরা ফাতেহিকে। ছবিতে রয়েছেন রুক্মিণী মৈত্রও। ‘ক্র্যাক’ পরিচালনা করছেন আদিত্য দত্ত, যিনি এর আগে হিমেশা রেশামিয়া-অভিনীত ২০০৫ সালের রোম্যান্টিক থ্রিলার ‘আশিক বানায়া আপনে’ পরিচালনা করেছিলেন।