বাংলা নিউজ > বায়োস্কোপ > Nusrat-Yash: প্রতিশোধ নিতে গিয়ে যশের এ কী হাল করলেন নুসরত! ভিডিয়ো দেখে চোখ কপালে নেটিজেনদের

Nusrat-Yash: প্রতিশোধ নিতে গিয়ে যশের এ কী হাল করলেন নুসরত! ভিডিয়ো দেখে চোখ কপালে নেটিজেনদের

যশের উপর জমিয়ে প্রতিশোধ নিলেন নুসরত। 

নুসরত-যশের প্রেমের ছাপ সোশ্যাল মিডিয়াতে। দুজনের দুষ্টুমিষ্টি প্রেম দেখে চোখ ছানাবড়া নেটপাড়ার। দেখে নিন আপনিও-

বসন্ত গিয়ে চৈত্র এসেছে। তাতে কি! নুসরত আর যশের প্রেমের রঙে সোশ্যাল মিডিয়ায় যেন বাহার এসেছে। প্রকাশ্যে পিডিএ করার সুযোগই ছাড়ছেন না। এই তো দেলে যখন রাজস্থানে ছিলেন যখন নুসরতের সঙ্গে একটা একটা ছোট্ট প্র্যাঙ্ক করেছিলেন যশ। এবার সুযোগ মিলতেই অভিনেত্রী সব হিসেব মিটিয়ে নিলেন।

নুসরতের অ্যাকাউন্ড থেকে শেয়ার হয়েছে ভিডিয়োটি। যেখানে ক্যাপশনে লেখা ‘অবশেষে প্রতিশোধ নেওয়া গেল। মেয়েরাও এরকমই। আশা করি ফোটো তোমার পছন্দ হয়েছে যশ?’ ভিডিয়োতে দেখা যাচ্ছে পুলের ধারে একটার পর একটা ফোটোর জন্য পোজ দিয়ে চলছেন। আর অপেক্ষা করে করে বিরক্ত নুসরত চলে এলেন যশের ফোটো নষ্ট করতে। সটান দাঁড়িয়ে পড়লেন যশের মুখের সামনে। আরও পড়ুন: প্রেমে শিলমোহর দিয়েছেন আগেই, এবার বিয়ে নিয়ে মুখ খুললেন আদৃত!

এর আগে যশ রাজস্থান থেকে যে রিলটি শেয়ার করেছিলেন তাতে দেখা গিয়েছিল সাজুগুজু করে বেশ ছবির জন্য পোজ দিচ্ছিলেন নুসরত। আর ছবি তুলে দিচ্ছিলেন যশ। ওমা হঠাৎই ফ্রন্ট ক্যামেরা অন করে নিজের সেলফি নিতে শুরু করে দেন। এদিকে নুসরত তো এসব না জেনেই পোজ দিতে ব্যস্ত। খানিক পরে যেই না ছবি কেমন উঠেছে দেখতে আসেন, দেখেন গ্যালারিতে যশের ছবি। আর ক্যাপশনে লিখেছিলেন, ‘বয়েজ উইল বি বয়েজ। তা @nusratchirps কেমন লাগল ছবিটা?’ আরও পড়ুন: ৩.৬০ লাখের সোনা-হিরের গয়না চুরি ঐশ্বর্যর চেন্নাইয়ের বাড়ি থেকে, হল থানায় ডায়েরি

‘মাস্টারমশাই আপনি কিছু দেখেননি’ ছবিতে একসঙ্গে কাজ করেছেন নুসরত জাহান আর যশ দাশগুপ্ত। এর আগে এসওএস কলকাতা-তেও একসঙ্গে স্ক্রিন শেয়ার। আবারও বড় পর্দায় একসঙ্গে আসতে চলেছেন ‘শিকার’ দিয়ে। সেই ছবিতে তাঁদের সঙ্গে দেখা যাবে ঋতুপর্ণা সেনগুপ্তও। খুব তাড়াতাড়ি শুরু হবে ছবির শুটিং। চলতি বছরের শেষে বা ২০২৪ সালে ছবির মুক্তি পাওয়ার কথা। 

 

(এই খবরটি আপনি পড়তে পারেন HT App থেকেও। এবার HT App বাংলায়। HT App ডাউনলোড করার লিঙ্ক https://htipad.onelink.me/277p/p7me4aup)

বন্ধ করুন