বাংলা নিউজ > বায়োস্কোপ > স্বাধীনতার শুভেচ্ছা জানাতেই নুসরতকে ‘চোর’ কটাক্ষ, সাড়ম্বরে উদযাপন টলি-তারকাদের

স্বাধীনতার শুভেচ্ছা জানাতেই নুসরতকে ‘চোর’ কটাক্ষ, সাড়ম্বরে উদযাপন টলি-তারকাদের

স্বাধীনতা দিবসেও রেহাই নেই নুসরতের! 

Bengali Celebs celebrates Independence Day 2023: স্বাধীনতার ৭৬তম পূর্তি উপলক্ষ্যে গোটা দেশ আনন্দে মাতোয়ারা, পিছিয়ে নেই টলিউডের নায়ক-নায়িকারা। কিন্তু আনন্দ-সেলিব্রেশনের মাঝেই ট্রোলারদের হাত থেকে রেহাই নেই নুসরত জাহানের। 

৭৭তম স্বাধীনতা দিবসে সেলিব্রেশনের মুডে গোটা দেশ। ১৯৪৭ সালের আজকের দিনেই প্রায় ২০০ বছরের ব্রিটিশ দাসত্ব থেকে মুক্তি লাভ করেছিল ভারত। শত-সহস্র ভারতীয়র রক্তে রাঙানো এই স্বাধীনতার ইতিহাস, এর সঙ্গে মিশে রয়েছে অসংখ্য বলিদানের গল্প। দেশভক্তি ৩৬৫ দিন বুকে থাকলেও এদিন তা বহিঃপ্রকাশের হিড়িক সবার মধ্যে, বাদ নেই সেলেবরাও।

স্বাধীনতার রঙে মেতেছেন টলিগঞ্জের তারকারা। সোশ্যাল মিডিয়ায় শুভেচ্ছা বার্তা জানিয়েছেন অভিনেত্রী-সাংসদ নুসরত জাহান। এদিন নিজের ইনস্টাগ্রামের দেওয়ালে একটি ভিডিয়ো পোস্ট করে দেশবাসীকে এই বিশেষ দিনের শুভেচ্ছা জানান নুসরত। পরনে সাদা চুড়িদার, সঙ্গে তেরঙ্গা ওড়না। হাতে গেরুয়া-সাদা-সবুজ চুড়ি। একদম স্নিগ্ধ সাজে পাওয়া গেল নায়িকাকে। কিন্তু কটাক্ষ পিছু ছাড়ল না তাঁর। সদ্য ফ্ল্যাট-দুর্নীতি বিতর্কে নাম জড়িয়েছে তৃণমূলের তারকা সাংসদের। সেই প্রসঙ্গে টেনেই ট্রোল হলেন অভিনেত্রী। তাঁকে ‘চোর’ তকমা দিয়ে একজন লেখেন, ‘চোরেদের আবার স্বাধীনতার শুভেচ্ছা…’।

 

নুসরতের বোনুয়া মিমি জাতীয় পতাকা হাতে ছবি দিয়ে ভক্তদের উদ্দেশে লেখেন- ‘জয় হিন্দ… স্বাধীনতা দিবসের শুভেচ্ছা’। মিমির পরনে সাদা সালোয়ার, একদম স্নিগ্ধ রূপে ধরা দিয়েছেন যাদবপুরের তারকা সাংসদ। অন্যদিকে শুভশ্রী গঙ্গোপাধ্যায় ছেলে ইউভানের মিষ্টি ভিডিয়ো পোস্ট করে জানালেন স্বাধীনতা দিবসের শুভেচ্ছা। 

নিজেদের আবসনের পতাকা উত্তোলনের ঝলক শেয়ার করেন অন্তঃসত্ত্বা শুভশ্রী। সাদা পাঞ্জাবি আর পাজামায় সেজেছে খুদে ইউভান। বুকে তেরঙ্গা ব্যাজ। হাতে জাতীয় পতাকা।

নিজের আলিশান মহলের অন্দরেই পতাকা উত্তোজন করেছেন দেব। ব্যোমকেশ' দেবের বহুতলের সুইমিং পুল লাগোয়া ব্যাকলনিতে পতপত করে উড়ছে তেরাঙ্গা। প্রসঙ্গত, এইদিনই মুক্তি পেয়েছে দেবের পুজো রিলিজ ‘বাঘাযতীন’-এর হিন্দি টিজার। 

বাড়ির ছাদে উত্তোলিত পতাকার ভিডিয়ো পোস্ট করে অনুরাগীদের এই বিশেষ দিনের শুভেচ্ছা জানান টলিউডের বস জিৎ। পিছিয়ে ধিলেন না তাঁর সহকর্মী-বন্ধু কোয়েল মল্লিকও।

স্বাধীনতা দিবসের শুভেচ্ছা জানাতে ভোলেননি প্রসেনজিৎ, ঋতুপর্ণা, অপরাজিতা আঢ্য, শাশ্বত চট্টোপাধ্যায়, মধুমিতা সরকাররা। 

সব মিলিয়ে দেশপ্রেমের জোয়ারে ভাসছে গোটা টলিপাড়া। 

 

বন্ধ করুন