যাঁরা বেশরম রং গানটির সমালোচনা করেছিলেন তাঁদের একহাত নিয়েছিলেন সিনেমা নির্মাতা ওনির। কিন্তু একি! মাস ঘুরতে না ঘুরতেই তাঁর সুর বদলে গেল! এখন জানাচ্ছেন তাঁর নাকি শাহরুখ খানের আগামী ছবি পাঠানের বেশরম রংটি মোটেই ভালো লাগেনি! এপিজে কলকাতা লিটারারি ফেস্টিভ্যালে তিনি জানান যে কোনও এক অজানা কারণে ভোপাল লিটারারি ফেস্টে তাঁর বক্তব্য বাতিল করে দেওয়া হয়। তিনি মনে করছেন এই বক্তব্য বাতিল হয়ে যাওয়ার নেপথ্যে বেশরম রং নিয়ে তিনি যে মন্তব্য করেছিলেন টুইটারে সেটাই রয়েছে।
২০২২ সালের ১২ ডিসেম্বর মুক্তি পেয়েছিল বেশরম রং। আর মুক্তি পাওয়ার পরই ছবিটি বিতর্কের কেন্দ্রবিন্দুতে উঠে এসেছিল। একদল মানুষের কাছে এই ছবির পোশাক এবং পোশাকের রং অত্যন্ত আপত্তিকর মনে হয়েছে। পাঠান ছবির একটি গানটিতে শাহরুখ খান এবং দীপিকা পাড়ুকোনকে স্পেনে রোম্যান্স করতে দেখা গিয়েছে।
পিটিআইকে দেওয়া একটি সাক্ষাৎকারে ওনির জানান, 'ভোপাল লিটারারি ফেস্টে আমার বক্তব্য যে বাতিল করে দেওয়া হল সেটার নেপথ্যে যে পাঠান ছবির বেশরম রং গানটিকে নিয়ে আমার মন্তব্য রয়েছে তেমনটা অনেকেই মনে করছেন। আমার গানটি মোটেই ভালো লাগেনি। কিন্তু যেটা ভুল সেটা নিয়ে কথা বলবই। আমার কোনও সহকর্মী আমার পোস্টে মন্তব্য জানাননি। কিন্তু কিছু মানুষ ইনবক্সে আমায় সমর্থন করেছেন। কিন্তু এই মেসেজগুলো অর্থহীন যদি না তাঁরা সবার সামনে এসে আমার পাশে দাঁড়াতে পারেন।'
গত ডিসেম্বর যখন এক ব্যক্তি এক গানের একাধিক স্ক্রিনশট পোস্ট করে সেটাকে ট্রোল করতে চান, তখন টুইটারে ওনির তাঁকে উত্তর দেন। সেই ব্যক্তি তাঁর পোস্টে লিখেছিলেন, 'সেই পুরুষ কেমন যিনি মাত্র কিছু টাকার জন্য নিজের স্ত্রীর এই শ্লীলতাহানি সহ্য করছেন বা শ্লীলতাহানি হতে দিচ্ছেন!'
ওনির তাঁর সেই পোস্টে লিখেছিলেন, 'ছি! নিম্ন মানসিকতা। অ্যালাউ, সহ্য ইত্যাদি শব্দগুলো ব্যবহার করে উনি বুঝিয়ে দিলেন উনি সেই পুরুষ সম্প্রদায়ের মধ্যে পড়েন যাঁরা ভাবেন যে একজন পুরুষ একজন মহিলার মালিক বা অধিকারী! নিম্ন মানসিকতার একজন মানুষই এমন ধরনের মন্তব্য করতে পারেন। এভাবে ছবির মাধ্যমে ঘৃণা ছড়ানো ছাড়া এঁদের আর কোনও কাজ থাকে না।'
তিনি আরও লেখেন, 'ভাবতেই পারছি না কিছু রাজনৈতিক নেতা এবং সংবাদমাধ্যমের তর্কের বিষয় কিনা শেষপর্যন্ত একটি গানে দুজন অভিনেতা কী পোশাক পরেছেন সেটা হয়ে দাঁড়িয়েছে!' তিনি তাঁর এই বক্তব্যে একাধিক হ্যাশট্যাগ ব্যবহার করেন। তিনি লেখেন, বেকারত্ব, ক্লাইমেট ক্রাইসিস, ইত্যাদি।
একটি নিউজ চ্যানেলের তরফে পোস্ট করা এমএলএ সাধ্বী প্রজ্ঞার একটি ভিডিয়ো তিনি শেয়ার করেন। এবং লেখেন, 'ফিল্ম সার্টিফিকেশন বোর্ড, আইন, ইত্যাদির কোনও প্রয়োজনীয়তা নেই। এখন গুন্ডারা ঠিক করে দেবেন যে মানুষ কোনটা দেখবেন আর কোনটা নয়। ভয়াবহ সময়!'
আগামী ২৫ জানুয়ারি সিদ্ধার্থ আনন্দ পরিচালিত ছবি পাঠান প্রেক্ষাগৃহে মুক্তি পেতে চলেছে। এই ছবিতে গুরুত্বপূর্ণ ভূমিকায় দেখা যাবে শাহরুখ খান, দীপিকা পাড়ুকোন এবং জন আব্রাহামকে।