বাংলা নিউজ > বায়োস্কোপ > Oppenheimer Costliest Tickets: ২,৪৫০ টাকায় বিক্রি হচ্ছে ক্রিস্টোফার নোলানের ছবির টিকিট! মুক্তির আগেই হিট ‘ওপেনহাইমার’

Oppenheimer Costliest Tickets: ২,৪৫০ টাকায় বিক্রি হচ্ছে ক্রিস্টোফার নোলানের ছবির টিকিট! মুক্তির আগেই হিট ‘ওপেনহাইমার’

মুক্তির আগেই হিট ‘ওপেনহাইমার’

Oppenheimer Costliest Tickets: ২,৪৫০ টাকায় বিক্রি হচ্ছে ‘ওপেনহাইমার’-এর টিকিট! ক্রিস্টোফার নোলানের আগামী ছবি মুক্তি পাওয়ার আগেই রীতিমত শোরগোল ফেলে দিয়েছে ভারতে!

মুক্তি পাওয়ার আগেই রীতিমত চর্চায় রয়েছে ক্রিস্টোফার নোলানের নতুন ছবি ‘ওপেনহাইমার’।একই দিনে মুক্তি পাচ্ছে মার্গট রবি এবং রায়ান গসলিংয়ের ছবি ‘বার্বি’। ফলে সবটা মিলিয়েই এই দুই বিদেশি ছবি নিয়ে ভারতে উন্মাদনা তুঙ্গে। তবে ইতিমধ্যেই ‘ওপেনহাইমার’ ছবিটির প্রি বুকিং শুরু হয়ে গিয়েছে। আর দর্শকদের থেকে বেশ ভালোই সাড়া পাচ্ছে এটি। শুধু সাড়া নয়, রীতিমত চমকে দেওয়ার মতো সাড়া পাচ্ছে এটি।

‘ওপেনহাইমার’ ছবিটির প্রথম দিনের কিছু শোয়ের টিকিট একাধিক হলে ২,০০০ -এরও বেশি দামে বিক্রি হচ্ছে। এমনকি ২,৪৫০ টাকাতেও বিক্রি হয়েছে এই ছবির টিকিট।

হ্যাঁ, এটা ঠিক এক একটি শহরে এক একটি দামে এই ছবির টিকিট বিক্রি হচ্ছে, কিন্তু সব থেকে বেশি দামে বোধহয় ২,৪৫০ টাকাতেই বিক্রি হয়েছে এটির টিকিট। মুম্বইয়ের লোয়ার প্যারেলের PVR ICON -এর IMAX স্ক্রিনের জন্য সব থেকে বেশি দামে টিকিট বিক্রি হচ্ছে ‘ওপেনহাইমার’ -এর। ২১ জুলাই মুক্তি পাচ্ছে এই ছবি। এদিনের সন্ধ্যা ৭টা এবং রাত ১০টার শোয়ের টিকিটের দাম ২,৪৫০ টাকা রাখা হয়েছে উল্লিখিত হলে।

‘১২৩ তেলুগু ডট কম’ -এর রিপোর্ট অনুযায়ী এই ছবিটি ভারতে প্রথমদিন ১০ থেকে ১৫ কোটি টাকা আয় করবে। ফলে প্রথমদিন যে এই ছবি বক্স অফিসে ভালোই সাড়া পাবে সেটা বলাই বাহুল্য। প্রসঙ্গত গত সপ্তাহে টম ক্রুজের ‘মিশন ইম্পসিবল’ মুক্তি পেয়েছে। সেটা প্রথম দিন ১২.৫০ কোটি টাকা আয় করেছে। এবার দেখার পালা এটাই যে এই ক্রিস্টোফার নোলানের ‘ওপেনহাইমার’ সেই রেকর্ড ভাঙতে পারে কিনা।

‘ওপেনহাইমার’ ছবিতে মুখ্য চরিত্রে অভিনয় করবেন সিলিয়ন মার্ফি। এটি পরমাণু বোমার জনক জে রবার্ট ওপেনহাইমারের জীবনীর উপর বানানো হয়েছে। তাঁর উত্থান এবং পরমাণু বোমা বানানোর পর মনে চলতে থাকা টালমাটাল পরিস্থিতির কথা তুলে ধরা হবে।

Haryana and JNK Election Haryana and JNK Election
বায়োস্কোপ খবর

Latest News

বৃষ্টি থেকে রেহাই নেই ষষ্ঠীতেও, ৯ জেলায় কিছুটা বেশি বর্ষণ, পুজোর মধ্যেই কমবে? 'ভারতের বিরুদ্ধে আন্তর্জাতিক ষড়যন্ত্র চলছে', 'পরজীবী' কংগ্রেসকে তুলোধোনা মোদীর ময়নাতদন্তে কারচুপি নেই, RG করের চার্জশিটে বলল CBI, ডাক্তারদের চরম কটাক্ষ কুণালের ত্রিপুরায় দুই গোষ্ঠীর মধ্যে সংঘর্ষ, মৃত ১, শান্তি মিটিং করল প্রশাসন '…তোর বাবা করেছে’, জুনিয়র ডাক্তারদের কটাক্ষ তৃণমূল নেতার, ট্রোলড লেখিকা স্ত্রী জয়নগরে বালিকার 'ধর্ষণ-খুনে'র তদন্ত করতে গঠিত হল ৭ সদস্যের সিট দশমী পর্যন্ত ধর্নায় নির্যাতিতার মা-বাবা, প্রতীকী মূর্তি নিয়ে বেরোবেন জুনিয়ররা শোয়েবের তৃতীয় বউয়ের প্রাক্তনও এবার দ্বিতীয় বিয়ে সারল! সানিয়াও কি সেই পথে হাঁটবেন ভারতকে সুবিধা করে দিল অজিরা! মহিলা T20 বিশ্বকাপে নিউজিল্যান্ডকে হারাল ৬০ রানে! TMC'র স্ট্যাম্প দেওয়া কুপনে লেখা, মদ একটা( বাংলা),নেতার জন্মদিন নাকি বন্যাত্রাণ!

Copyright © 2024 HT Digital Streams Limited. All RightsReserved.