বাংলা নিউজ > বায়োস্কোপ > Pankaj Tripathi-Hrithik Roshan: হৃতিকের ছুরির আঘাতে সত্যিই জ্ঞান হারিয়ে ফেলেন পঙ্কজ ত্রিপাঠি! বলতে পারবেন কোন ছবির সেটে?

Pankaj Tripathi-Hrithik Roshan: হৃতিকের ছুরির আঘাতে সত্যিই জ্ঞান হারিয়ে ফেলেন পঙ্কজ ত্রিপাঠি! বলতে পারবেন কোন ছবির সেটে?

হৃতিকের ছুরির আঘাতে জ্ঞান হারান পঙ্কজ ত্রিপাঠি। 

সেটে অজ্ঞান হয়ে পড়েন। যখন জ্ঞান ফেরে দেখেন সবাই ঘিরে রেখেছে তাঁকে। জানালেন মির্জাপুর অভিনেতা। কোন সিনেমার শ্যুটে ঘটেছিল এমনটা?

আপাতত হলে রমরমিয়ে চলছে পঙ্কজ ত্রিপাঠি-র সিনেমা ‘ওহ মাই গড ২’। প্রশংসাও পাচ্ছে সমালোচকদের কাছে। এর আগে মির্জাপুর সিনেমায় তাঁর চরিত্র একইভাবে জনপ্রিয়তা পেয়েছিল। তার আগে ২০১২ সালে অগ্নিপথ ছবিতে হৃতিক রোশনের নেমেসিসের ভূমিকায় অভিনয় করে খ্যাতি পান। ভয়ঙ্কর ভিলেন ওরফে সঞ্জয় দত্তের সহকারীর ভূমিকায় অভিনয় করেছিলেন। আর সেটেই ঘটে গিয়েছিল মারাত্মক এক কাণ্ড।

Mashable India-র সঙ্গে সাক্ষাৎকারের সময় পঙ্কজ ত্রিপাঠি জানান, অগ্নিপথে তার মৃত্যুর দৃশ্যের শুটিংয়ের সময়কার কথা। বলেন, ‘ওই দৃশ্যে আমাকে ৩-৪বার ছুরি দিয়ে আঘাত করা হয়েছিল। সেই সময় আমি দম আটকে রেখেছিলাম। কারণ জানতাম না ছুরি দিয়ে আঘাত করলে কেমন লাগে। আপনি যদি সেই দৃশ্য ভালো করে দেখেন দেখতে পারবেন আমার চোখ সম্পূর্ণ লাল।’

‘দ্বিতীয় বা তৃতীয় টেকের সময় জ্ঞান হারিয়ে ফেলি। এতক্ষণ শ্বাস ধরে রাখায় ব্ল্যাক আউট হয়ে গিয়েছিল। আমি পড়ে গিয়েছিলাম অজ্ঞান হয়ে। যখন জ্ঞান ফেরে, দেখি সবাই আমাকে ঘিরে রয়েছে।’ আরও পড়ুন: হিট তকমা জুটল অক্ষয়ের কপালে! ওএমজি ২ দেখে হল থেকে বেরিয়ে কী বলছে দর্শকরা?

২০১২ সালের সিনেমা অগ্নিপথ ১৯৯০ সালের মুক্তিপ্রাপ্ত একই নামের সিনেমাটির রিমেক, যাতে মুখ্য চরিত্রে ছিলেন অমিতাভ বচ্চন। এই সিনেমার জন্য সেরা অভিনেতা বিভাগে জাতীয় পুরস্কার পেয়েছিলেন বিগ বি। ২০১২ সালের ছবিতে পঙ্কজ ও হৃতিক ছাড়াও অভিনয় করেন প্রিয়াঙ্কা চোপড়া। 

পঙ্কজ ত্রিপাঠি একই বছরে অনুরাগ কাশ্যপের ‘গ্যাংস অফ ওয়াসেপুর’-এ সুলতান কুরেশির চরিত্রে অভিনয় করেন। সেটাও একইভাবে জনপ্রিয়তা পেয়েছিল। 

আপাতত হলে চলছে ওএমজি ২। শিব ভক্তের চরিত্রে অভিনয় করেছেন পঙ্কজ এই সিনেমায়। তাঁর চরিত্রের নাম কান্তি শরণ মুগদল। শিক্ষাব্যবস্থার বিরুদ্ধে গিয়ে কোর্টে কেস করবে মনোজ ত্রিপাঠির চরিত্রটি। শিবের চরিত্রে অক্ষয় কুমার। ছবিতে থাকা সামাজিক বার্তা ও গল্পের বুনোটের কারণে এই সিনেমা মন জয় করে নিয়েছে দর্শক থেকে সিনেমা সমালোচকদের। প্রথম দিনে ব্যবসা করেছে ৯ কোটির সামান্য বেশি। 

বন্ধ করুন