বাংলা নিউজ > বায়োস্কোপ > Parambrata-Piya: ‘আমার বউ রান্নাটা ঠিক…’, পিয়াকে নিয়ে বেফাঁস পরম, বিয়ের পর জীবনে কী বদল এল নায়কের

Parambrata-Piya: ‘আমার বউ রান্নাটা ঠিক…’, পিয়াকে নিয়ে বেফাঁস পরম, বিয়ের পর জীবনে কী বদল এল নায়কের

‘আমার বউ রান্নাটা ঠিক…’, পিয়াকে নিয়ে বেফাঁস পরম, বিয়ের পর জীবনে কী বদল এল নায়কের

Parambrata-Piya: ‘এত বয়সে বিয়ে করার পর আশা করি আর এদিক ওদিক হবে না…’, দাম্পত্য সঙ্গী আসার পর পরমব্রত জীবন কতটা পালটে গিয়েছে? খোলসা করলেন নায়ক। 

গত বছর নভেম্বরে টলিউডের মোস্ট এলিজিবেল ব্যাচেলারের তালিকায় থেকে নাম বাদ যায় পরমব্রত চট্টোপাধ্যায়ের। ৪২ বছর বয়সী তারকা ঘর বাঁধেন অনুপম রায়ের প্রাক্তন স্ত্রী, পিয়া চক্রবর্তীর সঙ্গে। সেই বিয়ে নিয়ে কম বিতর্ক দানা বাঁধেনি। ‘বউ চোর’ কটাক্ষও পেতে হয়েছে পরমব্রতকে। অনুপমের তৃতীয় বিয়ের পর সেই বিতর্কের রেশ খানিক কমেছে। আরও পড়ুন-‘ইদে নিজের হাতে বিরিয়ানি রাঁধব’, যশ-ইশানকে নিয়ে আর কী পরিকল্পনা নুসরতের?

নিজের দাম্পত্য জীবন নিয়ে খুব বেশি কথা বলতে চান না পরমব্রত। তবে পড়শি দেশে গিয়ে বদল পরমের ভাবনায়। ইদের ঠিক আগে পিয়ার হাত ধরে বাংলাদেশে গিয়েছিলেন পরমব্রত। সেখানকার সংবাদমাধ্যমের মুখোমুখি হয়ে নিজের দাম্পত্য জীবনের খুঁটিনাটি ফাঁস করেছেন অভিনেতা। পরমব্রত জানান পিয়াকে বিয়ের পর গত চার মাসে কী কী বদল এসেছে তাঁর জীবনে, একইসঙ্গে বলেন পিয়ার হাতের রান্না খেতে তিনি মোটেই ভালোবাসেন না, কারণ পিয়া ভালো রান্না করতে পারেন না! 

পরমব্রতর কাজে বাংলাদেশি মিডিয়া জানতে চেয়েছিল, বিয়ের পরের জীবনে কী বদল এল? অভিনেতা বলেন, ‘আমি তো একটু বেশি বয়সে বিয়ে করেছি। এতদিন তো আমার সঙ্গে কেউ ছিল না। আমি তো পুরোটাই স্বাবলম্বী, নিজের জিনিস নিজেই গুছিয়ে রাখি। গতকাল থেকে আমার এয়ারপড খুঁজে পাচ্ছিলাম। ….. আজ বউ আমাকে বলল ওগুলো তো তাঁর ব্যাগে। পিয়া বলল, ‘কাল আমাকে তুমি রাখতে দিয়েছিলে’। তখন বুঝলাম এটা আমার রিফ্লেক্সেই কাজ করছে না, যে আমার সঙ্গে কেউ আছে যাকে কিছু রাখতে দেওয়া যায়। এটা আস্তে আস্তে বসছে’। 

 পিয়ার সঙ্গে তাঁর বন্ধুত্ব খুব বেশি দিনের নয়। স্পষ্ট করেন পরমব্রত। জানান, ‘কিছুদিনের বন্ধু ছিলাম। ধীরে ধীরে একে অপরের জীবনসঙ্গী হয়েছি। এত বয়সে বিয়ে করার পর আশা করি আর এদিক ওদিক হবে না সমস্যা খুব একটা’। বউয়ের হাতের কোন রান্না পছন্দ পরমের? অকপটে অভিনেতা বললেন,'আমার স্ত্রী খুব একটা রান্না করতে পছন্দ করে না। রান্না করাই তাঁর একমাত্র কাজ এমনটাও সে মনে করে না। আমি তাদের রান্না খেতে ভালোবাসি যারা ভালো রান্না করে। আমার বউ অন্য অনেক কাজ ভালো করেন…. তবে কখনও ইচ্ছে হলে আমার বউ বেক (bake) করে। ওর হাতে বানানো একটা কেক আমার ভালো লাগে। আমি আবার বেশকিছু খাবার ভালো রান্না করি, যেমন ডিমের ডালনা। আমার হাতের ডিমের ডালনা খেতে ও ভালোবাসে'। 

 

বায়োস্কোপ খবর

Latest News

সেন্সর বোর্ডের ছাড়পত্র পেল ইমার্জেন্সি, দেওয়া হল UA সার্টিফিকেট, কবে মুক্তি? ধনু-মকর-কুম্ভ-মীনের সোমবার কেমন কাটবে? জানুন রাশিফল সিংহ-কন্যা-তুলা-বৃশ্চিকের কেমন কাটবে সোমবার? জানুন রাশিফল মেষ-বৃষ-মিথুন-কর্কট রাশির কেমন কাটবে সোমবার? জানুন রাশিফল বিশাল কাইথের দস্তানাতেই ভরসা মোহনবাগানের, ২০২৯ পর্যন্ত চুক্তি বাড়িয়ে নিল ক্লাব ইগর স্টিম্যাচকে ছাঁটাই করে সমস্যায় AIFF, দিতে হবে বিপুল অঙ্কের ক্ষতিপূরণ 'শেখ হাসিনা দেশের বাইরে, তাঁকে ফিরিয়ে এনে বিচারের মুখোমুখি করব' ‘…ল্যাপেল লাগাতে গিয়ে শরীরে হাত দিচ্ছেন’, ইন্ডাস্ট্রিতে হেনস্থার শিকার সুদীপ্তাও ব্যাজবলের নেশায় ধৈর্য্যের অভাব, ১৫৬ রানে অল-আউট ইংল্যান্ড, জয়ের দরজায় শ্রীলঙ্কা ময়নাতদন্তের মেডিক্যাল বোর্ড নিয়ে উঠল প্রশ্ন, দাহ করার জন্য কেন এত তাড়াহুড়ো?

Copyright © 2024 HT Digital Streams Limited. All RightsReserved.