পরমব্রত চট্টোপাধ্যায় টলিউডের সঙ্গে বলিউডেও দাপিয়ে কাজ করছেন। নিজের স্বাক্ষর তৈরি করেছেন বাণিজ্যনগরীতেও। এবার আরও একবার নতুন একটি বলিউড প্রজেক্টে দেখা যেতে চলেছে। ইতিমধ্যেই তিনি সেই নতুন ছবিটির শ্যুটিং শুরু করে দিয়েছেন। তাঁর সঙ্গে এখানে দেখা যাবে হুমা কুরেশিকে। মিথ্যে সিরিজের পর আবারও তাঁরা এখানে একসঙ্গে কাজ করবেন।
পরমব্রত চট্টোপাধ্যায় এবং হুমা কুরেশির নতুন ছবি
পরমব্রত চট্টোপাধ্যায় এবং হুমা কুরেশি অভিনীত এই নতুন সিরিজের নাম গুলাবি। গুজরাটে চলছে এই ছবিটির শ্যুটিং। বিপুল মেহতা ছবিটির পরিচালনা করছেন। তবে এখানে পরমব্রত ছাড়াও আছেন আরেক বাঙালি অভিনেতা, দিব্যেন্দু ভট্টাচার্য।
আরও পড়ুন: 'আরও রিসার্চ প্রয়োজন ছিল...' ভুলে ভরা অজয়ের ময়দান! তথ্য বিকৃতির অভিযোগ ফুটবলারদের পরিবারের
জিও স্টুডিওজের প্রযোজনায় তৈরি হচ্ছে ছবিটি। গত ১৪ এপ্রিল থেকে শুরু হয়েছে ছবির শ্যুটিং। এটি একটি সোশ্যাল কমেডি ঘরানার ছবি হতে চলেছে। এই ছবির প্রসঙ্গে আনন্দবাজারকে দেওয়া একটি সাক্ষাৎকারে পরমব্রত জানিয়েছেন, তিনি এই ছবির চিত্রনাট্য পাওয়ার পরই রাজি হয়ে গিয়েছেন। আরও জানান, 'এর আমি যে ধরনের কাজ করেছি বলিউডে সেটার থেকে এই ছবিটা অনেকটাই আলাদা। খুবই মিষ্টি ছবিটা।'
প্রসঙ্গত হুমা কুরেশি এবং পরমব্রত চট্টোপাধ্যায় এক সঙ্গে এর আগেও কাজ করেছেন। তাঁদের এর আগে মিথ্যে সিরিজে দেখা গিয়েছে। হুমার সঙ্গে কাজের অভিজ্ঞতা জানাতে গিয়ে অভিনেতা বলেন, 'ওর আর আমার খুবই বন্ধুত্বপূর্ণ সম্পর্ক। হুমা খুব মজার মানুষ।'
আরও পড়ুন: অস্কার পেলেও স্লামডগ মিলিয়নিয়ারের জয় হো কম্পোজ করেননি রহমান! ১৬ বছর পর কোন সত্য ফাঁস করলেন রাম গোপাল?
পরমব্রত চট্টোপাধ্যায়ের অন্যান্য কাজ
পরমব্রত চট্টোপাধ্যায়, রুদ্রনীল ঘোষ অভিনীত হওয়া বদল ২ ছবিটি শীঘ্রই মুক্তি পেতে চলেছে। এছাড়া তাঁর অঞ্জন দত্ত এবং অপর্ণা সেনকে নিয়ে তৈরি করা ছবি এই রাত তোমার আমার আসছে। অন্যদিকে হিন্দি ছবির কাজ তো আছেই। এছাড়া বাংলা ছবির পাশাপাশি তিনি এবার হিন্দি ছবিরও শ্যুটিং শুরু করলেন।