সদ্য শ্রীলঙ্কা ঘুরতে গিয়েছিলেন অভিনেত্রী পার্নো মিত্র। প্রতিবেশী রাষ্ট্রের নীল জলে গা ডুবিয়ে একাধিক ছবি-ভিডিয়ো পোস্ট করেছেন নায়িকা। সেখানে পার্নোর বিকিনি লুক থেকে হাঁ অনেকেই। কখনও সমুদ্রের নোনা জলে নিজেকে ভিজিয়ে নিয়েছেন নায়িকা, কখনও আবার সৈকতের ধারে রোদ পোহাতে দেখা গিয়েছে তাঁকে। আরও পড়ুন-'বাংলা ছবিতে তো আমায় গ্রামের মেয়ে ছাড়া রোল দেয় না', কেন অভিমানী ‘সুজি’ পার্নো?
শ্রীলঙ্কার সৈকতে বিকিনিতে সাহসিনী পার্নো, ঠিকরে বেরোচ্ছে ক্লিভেজ! সফরসঙ্গী হুইলচেয়ার
শ্রীলঙ্কা ট্রিপের ঢালাও ছবি-ভিডিয়ো জ্বলজ্বল করছে পার্নোর ইনস্টাগ্রামের দেওয়ালে। কিন্তু সেই পোস্টের কমেন্ট বক্সে কাটক্ষের বন্যা। পার্নোর বোল্ড লুক ঘিরে আপত্তি জানিয়েছেন কেউ, আবার কেউ লিখেছেন, কাজ না পাওয়ার জেরেই ‘নোংরামি’ করছেন নায়িকা।
শ্রীলঙ্কা ট্রিপ ঠিক কোথায় কোথায় ছিলেন নায়িকা, সেই তালিকা ইনস্টায় তুলে ধরেছেন তিনি। জানিয়েছেন দ্বীপরাষ্ট্রে তাঁর দুর্দান্ত অভিজ্ঞতার কথা। সেই পোস্টেও একজনের প্রশ্ন, ‘এত টাকা কোথায় পান আপনি?’ আরেকজন লেখেন ‘বিকিনি মোটেই ভারতীয় পোশাক নয়, এই অশালীন পোশাক কেন পরেন?’ অনেকে আবার কটাক্ষ করে লিখেছেন, ‘বাপের জন্মে প্রথমবার মনে হয় কোথাও ঘুরতে গেছে, এত ছবি দিচ্ছে’। অনেকে আবার ‘বুড়ি’ বলেও ট্রোল করেছে।
বান্ধবীর হাত ধরেই শ্রীলঙ্কায় বেড়াতে গিয়েছিলেন অভিনেত্রী পার্নো মিত্র। সঙ্গে ছিল হুইলচেয়ারও। হ্যাঁ, আসলে ডিসেম্বরে দুবাই বেড়াতে গিয়ে পায়ে চোট পান নায়িকা। সেই চোট সারার আগেই পৌঁছে যান শ্রীলঙ্কায়। শ্রীলঙ্কা ট্রিপে কখনও হলুদ বিকিনিতে উষ্ণতা ছড়িয়েছেন পার্নো, কখনও আবার কালো-সাদা স্নানপোশাকে দেখা মিলেছে তাঁর।
গত মাসে কলকাতা আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবে প্রদর্শিত হয়েছে পার্নোর দুটি ছবি- ‘বনবিবি’ এবং ‘সুজি কিউ’। চন্দন রায় সন্যাল পরিচালিত ‘সুজি কিউ’ পার্নোর কেরিয়ারের প্রথম হিন্দি ছবি। এই ছবি নিয়ে বেজায় আশাবাদী অভিনেত্রী। হিন্দুস্তান টাইমস বাংলাকে এই ছবি নিয়ে অভিনেত্রী জানান, 'আমার নামে ছবি, তাই সেটা দারুণ ব্যাপার। খুব মজা পেয়েছি এই কাজটা করে। এক টাইপের চরিত্র করছিলাম, গ্রামের মেয়ে হয়ে গিয়েছিলাম। এটা একদম উল্টো- খুব গ্ল্যামারাস চরিত্র। ইন্ডিপেনডন্ট ছবিতে গ্ল্যামারাস চরিত্র যেমন হয় আর কী! ছবি উৎসবে বনবিবিও দেখানো হয়েছে, তার চেয়ে এটা অন্য মেরুর ছবি। অভিনেত্রী হিসাবে এক্সাইটিং যখন আপনি ভিন্ন ভিন্ন রকমের চরিত্রে অভিনয় করতে পারেন।'