কান ফিল্ম ফেস্টিভ্যাল শুরু হলেই সেখান থেকে শেয়ার করা হয় রেড কার্পেটের ছবি। রেড কার্পেটে মুগ্ধতা ছড়াতে দেখা যাবে ভারতীয় অভিনেত্রীদের। ১৬ মে থেকে ২৭ মে পর্যন্ত চলবে ৭৬তম কান চলচ্চিত্র উৎসব। বলিউড অভিনেত্রীরা কেন কান চলচ্চিত্র উৎসবে অংশগ্রহণ করেন জানেন?
1/8১৬ মে থেকে ফ্রান্সে শুরু হচ্ছে বিশ্বের সবচেয়ে বড় চলচ্চিত্র উৎসব কান। বিশ্বের অনেক তারকা এই চলচ্চিত্র উৎসবে অংশগ্রহণ করেন। এর বাইরে বি-টাউনের অনেক অভিনেত্রীও কানে-এর সঙ্গে যুক্ত রয়েছেন।
2/8ঐশ্বর্য রাই বচ্চন এবং দীপিকা পাড়ুকোন এই চলচ্চিত্র উৎসবে যোগ দিচ্ছেন। মিডিয়া রিপোর্ট অনুযায়ী, এবার বলিউড অভিনেত্রী অনুষ্কা শর্মা এবং প্রাক্তন মিস ওয়ার্ল্ড মানুষী চিল্লারও অংশ নিতে চলেছেন এই উৎসবে।
3/8কান ফিল্ম ফেস্টিভ্যাল শুরু হলেই সেখান থেকে শেয়ার করা হয় রেড কার্পেটের ছবি। রেড কার্পেটে মুগ্ধতা ছড়াতে দেখা যাবে ভারতীয় অভিনেত্রীদের। ১৬ মে থেকে ২৭ মে পর্যন্ত চলবে ৭৬তম কান চলচ্চিত্র উৎসব।
4/8এখানেই প্রশ্ন আসতে পারে, বছরে একটিও ছবি করেন না এমন বলিউড অভিনেত্রীরা কীভাবে কান উৎসবে অংশ নিচ্ছেন? জানিয়ে রাখি, বলিউড অভিনেত্রীরা কোনও ছবির প্রচারের জন্য এই উৎসবে অংশ নিতে যান না, বরং এই অভিনেত্রীরা এই উৎসবে অংশ নিতে যান ব্র্যান্ডের প্রচারের জন্য।
5/8আন্তর্জাতিক কসমেটিক ব্র্যান্ড ল'রিয়াল প্যারিস গত কয়েক বছর ধরে কান চলচ্চিত্র উৎসবের সৌন্দর্যের অংশীদার। যার ব্র্যান্ড অ্যাম্বাসেডর মূলত বলিউড অভিনেত্রী সোনম কাপুর ও ঐশ্বর্য রাই বচ্চন।
6/8জানিয়ে রাখি, এই চলচ্চিত্র উৎসবে অংশগ্রহণকারী অভিনেত্রীরা বিভিন্ন ব্র্যান্ডের হয়ে সেখানে যান। সেই ব্র্যান্ডগুলির প্রচারে তাঁরা হাজির হন।
7/8এই বছর অনুষ্কা শর্মাকে এক নামী ব্র্যান্ডের হয়ে প্রচারে দেখা যাবে কান-এর রেড কার্পেটে। তিনি ওই ব্র্যান্ডের অ্যাম্বাসেডর এবং কোম্পানির প্রতিনিধিত্ব করবেন।
8/8এ বছর ফ্রান্সের উপকূলীয় এলাকা ফ্রেঞ্চ রিভেরায় এই উৎসবের আয়োজন হয়েছে।