Jagaddhatri Actress Ritu Rai Acharya: ছুটির মুডে ধরা দিলেন জগদ্ধাত্রী ধারাবাহিকের মেহেন্দি। নীল সাগর পারে বরের সঙ্গে রোম্যান্টিক মুডে ঋতুরাই আচার্য। কালো বিকিনি টপ আর গোলাপি সারং পরে সোশ্যাল মিডিয়ার উত্তাপ বাড়ালেন ঋতুরাই।
1/6এই মুহূর্তে বাংলা টেলিভিশনের সবচেয়ে জনপ্রিয় সিরিয়াল ‘জগদ্ধাত্রী’। ধীরে ধীরে এই মেগার অবিচ্ছেদ্য অঙ্গ হয়ে উঠেছেন ঋতুরাই আচার্য। মেহেন্দি চরিত্রে সঞ্চারীর পরিবর্ত হিসাবে যোগ দেন অভিনেত্রী। (ছবি-ইনস্টাগ্রাম)
2/6পর্দায় শাড়িতেই সঞ্চারীকে দেখতে অভ্যস্ত সকলে। তবে এবার শাড়ি ছেড়ে বিকিনি বোল্ড লুকে ধরা দিলেন মেহেন্দি।
3/6পর্দায় উৎসব-মেহেন্দির জোড়ি সুপারহিট। কিন্তু বাস্তবে ঋতুরাইয়ের জীবনের বিশেষ মানুষটিকে চেনেন কী?
4/6২০১৮ সালের অক্টোবরে ব্যবসায়ী অরুণ কুমার মুখোপাধ্যায়ের সঙ্গে আইনি বিয়ে সেরেছিলেন অভিনেত্রী। ওই বছর ডিসেম্বরেই সাত পাকে বাঁধা পড়েন তাঁরা। মাঝেমধ্যেই ইনস্টায় স্বামীর সঙ্গে রোম্য়ান্সের টুকরো ঝলক তুলে ধরেন ঋতুরাই। (ছবি-ইনস্টাগ্রাম)
5/6সমুদ্র সৈকতে কালো রঙা বিকিনি টপ আর গোলাপি রঙা সারং পরে পোজ দিলেন পর্দার মেহেন্দি। সাদা শর্টস আর আদুর গায়ে দাঁড়িয়ে রয়েছেন তাঁর হ্যান্ডসাম বর। ছবির ক্যাপশনে অভিনেত্রী লেখেন,'বর-বউয়ের যুগলবন্দি কেমন হল?'
6/6কড়ি খেলা সিরিয়ালে তন্নীর চরিত্রে অভিনয় করে ব্যাপক জনপ্রিয়তা পান ঋতুরাই। এছাড়াও ‘স্ত্রী’, ‘হৃদয়হরণ বিএ পাশ’-এর মতো অসংখ্য হিট সিরিয়ালে দেখা মিলেছে তাঁর।