Zee Bangla Sonar Sansar Award 2023: রেড কার্পেটে তারকার মেলা। জি বাংলা সোনার সংসারে ঝলমলে ‘মিঠাই’ পরিবার। কেমন সাজলেন সৌমিতৃষা-আদৃতরা?
1/8বৃহস্পতিবার রাতে বসেছিল জি বাংলা সোনার সংসার অ্য়াওয়ার্ড ২০২৩-এর মেইন ইভেনট। গত দু-দিন ধরে তারকাদের পারফরম্য়ান্সের শ্যুটিং মিটেছে। আজ ছিল পুরস্কার হাতে তুলে দেওয়ার দেওয়ার দিন। (ছবি-ইনস্টাগ্রাম)
2/8এদিনের অনুষ্ঠানের মধ্যমণি ছিল মিঠাই পরিবার। জি বাংলার সবচেয়ে পুরোনো এই মেগার হাতে কটা পুরস্কার উঠেছে তা তো সময় বলবে। তবে সাদা ট্রান্সপারেন্ট শাড়িতে এদিন গর্জাস লুকে ধরা দিলেন সৌমিতৃষা। অন্যদিকে উচ্ছেবাবুর ‘দিদিয়া’ কৌশাম্বি সাজলেন ফ্লোরাল প্রিন্টেট লেহেঙ্গায়। (ছবি-ইনস্টাগ্রাম)
3/8সরু স্ট্র্যাপের ব্লাউজ আর ফিনফিনে সাদা শাড়িতে মোহময়ী সৌমিতৃষা। কো-স্টার সৌরভের সাথে লেন্সবন্দি মিঠাই। (ছবি-ইনস্টাগ্রাম)