Suhana Khan: নিউ ইয়র্কে রয়েছেন শাহরুখ খান এবং গৌরী খান কন্যা সুহানা খান। কেমন কাটছে তাঁর দিনগুলি? টুকরো ঝলক নেটমাধ্যমের পাতায় তুলে ধরেছেন বলিউডের বাদশা কন্যা-
1/5বাবা শাহরুখ খানের পদাঙ্ক অনুসরণ করে গুটি গুটি পায়ে গ্ল্যামার জগতে পা রেখেছেন সুহানা খান। তাঁর বলিউডে ডেবিউ শুধুমাত্র সময়ের অপেক্ষা। অন্যদিকে, নামী প্রসাধনী ব্র্যান্ডের এখন মুখ সুাহানা। সদ্য নিউ ইয়র্ক উড়ে গিয়েছেন তিনি। (ছবি ইনস্টাগ্রাম)
2/5সুহানার নিউ ইয়র্কের দিনগুলি কেমন কাটছে? ইনস্টাগ্রামের পাতায় টুকরো ঝলক শেয়ার করেছেন শাহরুখ কন্যা। একটি ছবিতে কালো পোশাক পরে কাউচে বসে তিনি. হাসিমুখে ক্যামেরার দিকে তাকিয়ে পোজ দিচ্ছেন।
3/5পরের ছবিগুলিতে দেখা গিয়েছে, কোনও এক বুক স্টোরে গিয়েছেন সুহানা। তাকে রাখা সারি সারি বই। ‘হ্যাপি প্লেস’ নামের একটি বই হাতে নিয়ে ছবি পোস্ট করেছেন তিনি। সুহানা যে বই পোকা তা বলাই যায়। সুহানার পোস্টে ভালোবাসায় ভরিয়ে দিয়েছেন শুভানুধ্যায়ীরা।
4/5কয়েকমাস পরেই সুহানাকে দেখা যাবে নেটফ্লিক্সের সিনেমায় জোয়া আখতারের পরিচালনায় ‘দ্য অর্চিস’-এ। এই ছবি দিয়েই বলিউডে ডেবিউ করবেন শ্রীদেবীর ছোট মেয়ে খুশি কাপুর এবং অমিতাভের নাতি ও শ্বেতা বচ্চনের ছেলে অগস্ত্য নন্দা।
5/5অন্যদিকে, নামী প্রসাধনী সংস্থার ব্র্যান্ড অ্যাম্বাসাডর হয়েছেন সুহানা খান। বলিউডের বড় বড় পার্টিতে, অনুষ্ঠানে দেখা মিলছে তাঁর। শাহরুখ কন্যার ফটোশ্যুট নিয়েও চলছে জোর চর্চা। বলাই যায়. বলিউডে পা রাখার জন্য এক্কেবারে প্রস্তুত সে।