'আদিপুরুষ' জ্বরে কাঁপছে দেশের বিভিন্ন প্রান্ত। শুরু থেকে প্রভাস-কৃতির এই ছবি ঘিরে যতই বিতর্ক থাক, মুক্তি পেতেই ছবিটা বদলে গেছে। 'আদিপুরুষ' দেখতে দেশের বিভিন্ন সিনেমাহলে ভিড় জমিয়েছেন বহু দর্শক। নানান ঘটনাও সামনে আসছে। তবে আদিপুরুষ মুক্তির দিন প্রভাস ভক্ত এক অনুরাগী যা করলেন, সেই ভিডিয়ো দেখে চমকে উঠল নেটপাড়া। ইতিমধ্যেই নেটদুনিয়ায় ভাইরাল সেই ভিডিয়ো।
কিন্তু কী আছে সেই ভিডিয়োতে?
ভিডিয়োতে দেখা যাচ্ছে 'আদিপুরুষ' নিয়ে সিনেমাহলের বাইরে দর্শকদের উন্মাদনা তুঙ্গে। পর্দার 'রাম' প্রভাস ভক্তরা সিনেমাহলের বাইরেই আতসবাজি ফাটাচ্ছেন, বাজনা বাজিয়ে নাচছেন, প্রভাসের ছবিতে মালাও ঝুলিয়েছেন। এই পর্যন্ত ঠিকই ছিল, হঠাৎই এক প্রভাস ভক্ত নিজের হাত বিয়ারের ভাঙা বোতল দিয়ে কেটে রক্তরক্তি কাণ্ড ঘটিয়ে বসেন। যদিও তাঁকে দেখে বিন্দুমাত্র কষ্ট হচ্ছে বলে মনে হল না। দিব্যি হাত কেটে সেই রক্ত দিয়ে প্রভাসের ছবিতে তিলক কাটলেন। এসবই যেন সাধারণ ঘটনা! এমনই একটা ভাব করে বাকি ভক্তদের মধ্যেও বিশেষ হেলদোল দেখা গেল না। শুধু একজন কতটা হাত কেটেছে তা দেখতে এগিয়ে এলেন।
আরও পড়ুন-বজরংবলীর জন্য সংরক্ষিত আসন, ‘আদিপুরুষ’-রামকে দেখা যেতেই সিনেমাহলে ঢুকল বানর…
আরও পড়ুন-'এত স্পর্ধা! বজরংবলীর আসনে বসেছেন কেন?' সিনেমাহলেই বেজায় মার খেলেন এক দর্শক
ইতিমধ্যেই নেটপাড়ায় ভাইরাল হয়েছে এই ভিডিয়ো। কমেন্টের বন্যা বয়ে গিয়েছে। অনেকেই এমন ভিডিয়োতে আতঙ্কিত হয়ে পড়েছেন। কেউ কেউ লিখেছেন, ‘এটা বড্ড বাড়বাড়ি!’
এদিকে আবার শুক্রবারই তেলেঙ্গানার হায়দরাবাদে ভ্রমরাম্বা সিনেমাহলে 'আদিপুরুষ' দেখতে গিয়ে এক দর্শক 'বজরংবলী'র সংরক্ষিত আসনে বসে পড়েন। আর তাতেই চটে যান অন্যান্যরা। সেই ‘বজরংবলী’ ভক্তদের কাছে বেজায় মার খেতে হয় সেই দর্শককে। এমনকি তাঁকে হুমকি দেওয়া হয় বলেও অভিযোগ। চলে অকথ্য় ভাষায় গালিগালাজ। কোথাও আবার মাল্টিপ্লেক্সে সিনেমা চলাকালীন কাকতালীয় ভাবেই হলে বানর ঢুকে পড়তে দেখা যায়। ঘটনাচক্রে সেসময় পর্দায় দেখা যাচ্ছিল 'রাম' প্রভাসকে। যা দেখে 'জয় শ্রীরাম' স্লোগান তুলতে থাকেন দর্শকরা।
১৬ জুন, শুক্রবার 'আদিপুরুষ' মুক্তি ঘিরে দেশের বিভিন্ন প্রান্তে সিনেমাহল গুলি ছিল ঘটনাবহুল।