ব্যক্তিগত জীবন নিয়ে হালে একের পর এক বেফাঁস মন্তব্য করেছেন প্রিয়াঙ্কা চোপড়া। শ্যুটিং সেটে বলিউড পরিচালকের ‘অন্তর্বাস দেখাতে হবে’ এমন দাবি থেকে সহ-অভিনেতাদের সঙ্গে প্রেম ও ব্রেক আপ, সব নিয়েই আনকাট প্রিয়াঙ্কা। মিস ওয়ার্ল্ডের খেতাব জয়ের পর ২০০৩ সালে রুপোলি দুনিয়ায় পা রেখেছিলেন অভিনেত্রী। বলিউডে পিগি চপসের দ্বিতীয় ছবি ছিল ‘আন্দাজ’। ওই বছর এপ্রিলে মুক্তি পায় নায়িকার প্রথম ছবি ‘হিরো: লাভ স্টোরি অফ এ স্পাই’। এক মাসের ব্যাবধানেই মুক্তি পায় ‘আন্দাজ’।
প্রিয়াঙ্কার কেরিয়ারের শুরুর দিনের গল্প এবার ফাঁস করেন ‘আন্দাজ’ প্রযোজক। এই ছবিতে অক্ষয় কুমার এবং লারা দত্তের সঙ্গে স্ক্রিন শেয়ার করেছিলেন প্রিয়াঙ্কা। মিস ইন্ডিয়ার মঞ্চেও একসঙ্গে প্রতিযোগিতায় নেমেছিলেন লারা-প্রিয়াঙ্কা। লারার কাছে হার মানতে হয় তাঁকে। ‘আন্দাজ’ ছবিতে লারা ছিলেন মেইন লিড, আর দ্বিতীয় নায়িকা হিসাবে দেখা মিলেছিল প্রিয়াঙ্কার। এই ছবির ‘আল্লাহ করে দিল না লাগে’ গানটি শ্যুট হয়েছিল দক্ষিণ আফ্রিকার কেপ টাউন শহরে। তবে শ্যুটিং-এর সময় বলিউড স্টাইল ডান্স কোরিওগ্রাফি কিছুতেই রপ্ত করতে পারছিলেন না প্রিয়াঙ্কা।
বারবার চেষ্টা সত্ত্বেও প্রিয়াঙ্কা সন্তুষ্ট করতে পারেননি পরিচালক রাজ কনওয়ার, সুনীল দর্শন শেষমেশ ছবির শ্যুটিং সাময়িকভাবে স্থগিত করে দেন। এই ব্যাপারে প্রযোজক সুনীল দর্শন ই-টাইমসকে জানান, ‘হ্যাঁ, কথাটা একদম সত্যি। প্রিয়াঙ্কা শত চেষ্টা সত্ত্বেও ওই নাচ সঠিকভাবে ফুটিয়ে তুলতে পারছিল না। ওই সময় অক্ষয় কুমারের স্ত্রী টুইঙ্কল খান্না অন্তঃসত্ত্বা ছিলেন। তাঁর প্রসবের তারিখও চলে এসেছিল। অক্ষয় আমাদের বুদ্ধি দেয় যে একটা বিরতি নেওয়া প্রয়োজন। এবং মাসখানেক পর আমরা দক্ষিণ আফ্রিকা ফিরে এসে গানের শ্যুটিং সারব’।
প্রযোজক জানান, এরপর তিনি গোটা ইউনিট নিয়ে ফিরে আসেন। এবং মুম্বইয়ে এসে প্রিয়াঙ্কাকে সঁপে দেন বিখ্যাত ডান্স কোরিওগ্রাফার বীরু কৃষ্ণানের হাতে। তাঁর কাছেই একমাস যাবত নাচের ট্রেনিং নেন প্রিয়াঙ্কা। এবং দক্ষিণ আফ্রিকা ফিরে অতি সহজে এবং সাবলীলভাবে গানের শ্যুটিংয়ের কাজ শেষ করেন। ২০০৩ সালে মুক্তি পেয়েছিল ‘আন্দাজ’। পরবর্তীতে প্রিয়াঙ্কার ডান্স স্টেপে মজেছে গোটা দেশ, কিন্তু কেরিয়ারের শুরুতে নাচ নিয়ে রীতিমতো স্ট্রাগল করেছেন ‘দেশি গার্ল’ তা অনেকেরই অজানা।
আপতত স্বামী-সন্তানকে নিয়ে লস অ্যাঞ্জেলসে থাকেন অভিনেত্রী। পরবর্তী হলিউড প্রোজেক্ট ‘হেডস অফ স্টেট’ নিয়ে আপতত ব্যস্ত প্রিয়াঙ্কা। এছাড়াও রুশো ব্রাদার্সের ওয়েব সিরিজ ‘সিটাডেলে’ দেখা মিলছে মালতি-জননীর। শীঘ্রই ফারহান আখতারের ‘জি লে জারা’র সঙ্গে বলিউডে ফিরবেন দেশি গার্ল।