প্রিয়াঙ্কা চোপড়ার মেয়ে মালতি মেরি চোপড়া জোনাস সময়ের আগেই জন্মেছিল। প্রিম্যাচিওর হওয়ার জন্য নাকি নানা সমস্যা দেখা দিয়েছিল ওই সময়। সম্প্রতি একটি সাক্ষাৎকারে তেমনটাই জানালেন অভিনেত্রী। প্রিয়াঙ্কা তাঁর দেওয়া একটি সাক্ষাৎকারে বলেন তাঁর জীবনের সব ঠিক কঠিন সময়টা তখন ছিল যখন তিনি তাঁর মেয়েকে প্রায় হারিয়ে ফেলতে বসেছিলেন।
অভিনেত্রী জানান তাঁর এবং নিকের মেয়ে মালতি প্রিম্যাচিওর বেবি। সময়ের আগে জন্ম হওয়ায় তাকে প্রায় ১০০ দিন NICU -তে রাখতে হয়েছিল। প্রিয়াঙ্কা জানান তাঁর মেয়ে সমস্ত বাধা বিপত্তি কাটিয়ে উঠবে কারণ তিনি ট্যাব মেয়ের আঙুল ধরে রেখেছেন।
গত বছর অর্থাৎ ২০২২ সালের জানুয়ারি মাসে সারোগেসির মাধ্যমে সন্তান সুখ পান নিক এবং প্রিয়াঙ্কা। এই তারকা জুটি তাঁদের সন্তানের নাম পর্যন্ত প্রকাশ্যে এনেছিলেন না তার জন্মের পর। কিন্তু যখন মালতির বার্থ সার্টিফিকেট প্রকাশ্যে এল তখনই তাঁদের সন্তানের নাম জানা যায়। প্রিয়াঙ্কা এবং নিক তাঁদের মায়েদের নামেই নিজের সন্তানের নাম রাখেন। মালতির জন্মের প্রায় এক বছর পর একটি ইভেন্টে শিশুটির মুখ দেখান তাঁরা।
এলি ম্যাগাজিনকে দেওয়া একটি সাক্ষাৎকারে প্রিয়াঙ্কা জানান তিনি তাঁর প্রথম মাতৃদিবস পালন করতে পারেননি মেয়ের সঙ্গে। অভিনেত্রী জানান, 'আমি বহুদিন আমার মাতৃত্বকে উদযাপন করতে পারিনি। কিন্তু মাদারস ডেতে আমি আমার জীবনে মায়েদের ভূমিকা উদযাপন করতে ভালোবাসি।' তিনি আরও বলেন, 'ও যেন এসে আমাকে ওর ছোট আঙুলগুলো দিয়ে জড়িয়ে ধরল। আমি ওকে এতবার হারাতে হারাতে ফিরে পেয়েছি যে আমি ওকে আমার সবটুকু দিয়ে কেবল ভালো রাখতে চাই। আমি চাই সব থেকে খুশি থাক। ও খুব হাসিখুশি বাচ্চা। আমার জীবনের একটাই লক্ষ্য ওকে ভালো রাখা। খুশি দেখা। ও যখনই হাসে আমার জীবনটা যেন আলোকময় হয়ে ওঠে।'
মালতির জন্মের পর প্রথম মাতৃ দিবসে প্রিয়াঙ্কা একটা খুব দরদি পোস্ট করেছিল। 'এই মাতৃ দিবসে গত কয়েক মাসে আমরা যে রোলার কোস্টার পেরিয়ে এসেছি সেটার প্রতিফলন যেন দেখতে পাচ্ছি। ১০০ দিন NICU -তে থাকার পর আমাদের ছোট্ট মেয়েটা অবশেষে বাড়ি এল।'
প্রসঙ্গত অভিনেত্রীকে আগামীতে সিটাডেল সিরিজে দেখা যাবে। তাঁর সঙ্গে এই সিরিজে রিচার্ড ম্যাডেনকে দেখা যাবে। এছাড়া স্যাম হিউগেনের সঙ্গে তাঁকে লাভ এগেন ছবিতেও দেখা যাবে। জি লে জারা ছবিতে তিনি ক্যাটরিনা কাইফ, আলিয়া ভাট, প্রমুখের সঙ্গে কাজ করতে চলেছেন।