সদ্যই শেষ হল প্রেমের সপ্তাহ। চলে গিয়েছে ভ্যালেন্টাইন্স ডেও। তারপর সকলের উদ্দেশ্যে একটি ভালোবাসার বার্তা ভাগ করে নিলেন বলিউডের দেশি গার্ল প্রিয়াঙ্কা চোপড়া। সোশ্যাল মিডিয়ায় তিনি তাঁর ভক্তদের সঙ্গে ভাগ করলেন যে এই বিশেষ দিনটি কীভাবে কাটিয়েছেন তিনি। পোস্টে দেখা মিলল বর নিক জোনাস এবং মেয়ে মালতি ম্যারিকেও।
ভ্যালেন্টাইন্স ডে নিয়ে প্রিয়াঙ্কার পোস্ট
এদিন প্রিয়াঙ্কা চোপড়া তিনি কীভাবে ভ্যালেন্টাইন্স ডে কাটিয়েছেন সেটা সকলের সঙ্গে ভাগ করে নেন। নিক এবং মেয়ের সঙ্গে তিনি এই বিশেষ দিনটি কীভাবে কাটিয়েছেন সেটার কিছু ঝলক পোস্ট করেন সোশ্যাল মিডিয়ায়। প্রিয়াঙ্কা এদিন যে ছবিগুলো পোস্ট করেছেন সেখানে প্রথম ছবিতে প্রিয়াঙ্কা এবং নিককে আদুরে অবস্থায় দেখা যাচ্ছে। তাঁরা রোম্যান্টিক ভাবে এই সেলফিটি তুলেছিলেন।
পরের ছবিতেই দেখা যায় ছোট্ট মালতি ম্যারিকে। তার পরনে ছিল লাল সাদা জামা। জামা নিয়ে খেলতে খেলতেই সেই ক্যামেরার জন্য পোজ দিয়েছিল। পরিশেষে তাঁদের বিয়ের একটি ছবি পোস্ট করেছেন প্রিয়াঙ্কা। সেখানে শপথ গ্রহণের সময় তাঁদের একে অন্যের চোখে ডুবে থাকতে দেখা যাচ্ছে।
এই ছবিগুলো পোস্ট করে প্রিয়াঙ্কা এদিন লেখেন, 'আমার চিরকালের ভ্যালেন্টাইন্সরা। তোমার হৃদয় পথ জানে, সেই পথ ধরেই ছুটে চলো।'
প্রিয়াঙ্কা চোপড়ার আগামী প্রজেক্ট
প্রিয়াঙ্কা চোপড়াকে আগামীতে হেডস অব স্টেট ছবিতে দেখা যাবে জন সেনা এবং ইদ্রিস এলবার সঙ্গে। এছাড়া ফারহান আখতারের জি লে জারা ছবিতেও দেখা যাবে তাঁকে। তাঁর সঙ্গে সেই ছবিতে থাকবেন ক্যাটরিনা কাইফ এবং আলিয়া ভাট।