বাংলা নিউজ > বায়োস্কোপ > Prosenjit Chatterjee: কপালে লাল তিলক, গলায় রুদ্রাক্ষের মালা, গেরুয়া বসনে প্রকাশ্যে ‘ভবানী পাঠক’ প্রসেনজিৎ

Prosenjit Chatterjee: কপালে লাল তিলক, গলায় রুদ্রাক্ষের মালা, গেরুয়া বসনে প্রকাশ্যে ‘ভবানী পাঠক’ প্রসেনজিৎ

ভবানী পাঠক রূপে সামনে এলেন প্রসেনজিৎ চট্টোপাধ্যায় (ছবি সৌজন্যে-ফেসবুক)

Prosenjit Chatterjee as Bhavani Pathak: দেবী চৌধুরানীর শ্যুটিং শুরু করলেন প্রসেনজিৎ চট্টোপাধ্যায়। প্রথম দিন ফ্লোর থেকে ভবানী পাঠকের লুক শেয়ার করলেন নায়ক। 

দীর্ঘদিনের অপেক্ষার পালা শেষ এবার ‘ভবানী পাঠক’ হয়ে সামনে এলেন প্রসেনজিৎ চট্টোপাধ্যায়। বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়ের কালজয়ী উপন্যাস ‘দেবী চৌধুরাণী’কে বড় পর্দায় আনছেন ‘অভিযাত্রিক’ খ্যাত পরিচালক শুভ্রজিৎ, এই খবর প্রকাশ্যে আসবার পর থেকেই উন্মাদনার পারদ তুঙ্গে। এই ছবিতে বাংলার দোর্দণ্ডপ্রতাপ ডাকাত-সম্রাজ্ঞী হিসাবে দেখা যাবে শ্রাবন্তী চট্টোপাধ্যায়কে। দেবী চৌধুরানীর গুরু হিসাবে কেমন দেখাবে ‘ইন্ডাস্ট্রি’কে? সেই কৌতুহল অবশেষে মিটল।

এদিন প্রসেনজিৎ চট্টোপাধ্যায়ের দেখা মিলল গেরুয়া বসনে। কপালে রক্ততিলক, মাথায় লাল ফেট্টি, গলায় রুদ্রাক্ষের মালা, গাল ভর্তি চাপ দাড়ি-গোঁফ আর তীক্ষ্ম চাউনি! শ্যুটিং-এর ফাঁকে তোলা ছবি শেয়ার করে নিয়েছেন প্রসেনজিৎ। ভাবনী পাঠকের লুক শেয়ার করে সুপারস্টার লেখেন, ‘ ঐতিহাসিক চরিত্র ভবানী পাঠক হয়ে উঠতে প্রস্তুত’। আজই দেবী চৌধুরানীর শ্যুটিং-শুরু করলেন প্রসেনজিৎ। তাঁর মুখে এদিন ‘জয় ভৈরবী’ ধ্বনি। 

ছবিতে প্রসেনজিৎ-এর পাশেই দেখা গেল পরিচালক শুভ্রজিৎ-কে। খুব সম্ভবত নায়ককে শট বোঝাচ্ছেন পরিচালক। বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়ের আইকনিক উপন্যাসকে রুপোলি পর্দায় নিয়ে আসছেন পরিচালক শুভ্রজিৎ মিত্র। এই ছবি  জুড়ে থাকবে ব্রিটিশদের বিরুদ্ধে দেবী চৌধুরানী ও ভবানী পাঠকের বিদ্রোহের আগুন। বাংলার সন্ন্যাসী ও ফকির বিদ্রোহও তুলে ধরবেন পরিচালক। 

প্রসেনজিৎ চট্টোপাধ্যায়কে ‘ভবানী পাঠক’-এর বেশে দেখে ভক্তরা। একজন লেখেন, ‘তোমার এই ছবি টা দেখে ওই গান টার কথা মনে পড়ে গেল- ছদ্মবেশী নায়ক আমি এ্যান্টনি ফিরিঙ্গি হীরক দেশের রাজা তোমায় ডাকে নন্দিনী’। আরেক গুণমুগ্ধ লেখেন, ‘অসাধারণ লাগছে, অপেক্ষায় রইলাম’। 

২০২৩ সালের কান চলচ্চিত্র উৎসবে দেবী চৌধুরাণী ছবির পোস্টার উন্মোচিত হয়েছিল, যা বাংলা ছবির জন্য বিরাট প্রাপ্তি। দীর্ঘ অপেক্ষার পর আপাতত শ্যুটিং ফ্লোরে এই ছবি। দেবী চৌধুরানী হয়ে ওঠত বেজায় পরিশ্রম করেছেন শ্রাবন্তী। ঘোড়সওয়ারি, তলোয়ার চালনা সবের ট্রেনিং নিয়েছেন। জানুয়ারি মাসে এই ছবির শ্যুটিং শুরু করেন শ্রাবন্তী। প্রথম শেডিউল সেরে ফেলেছেন নায়িকা। আজ থেকে শুরু নতুন পর্বের কাজ। 

শ্রাবন্তী-প্রসেনজিৎ ছাড়াও এই পিরিয়ড সিনেমায় অভিনয় করছেন বিবৃতি চট্টোপাধ্যায়, দর্শনা বণিক, সব্যসাচী চক্রবর্তী, অর্জুন চক্রবর্তীরা। ‘দেবী চৌধুরাণী’র অ্যাকশন দৃশ্য কোরিওগ্রাফ করছেন বলিউডের শ্যাম কৌশল অর্থাৎ ভিকি কৌশলের বাবা। এর আগে ‘বাজিরাও মাস্তানি’, ‘গ্যাংস অফ ওয়াসেপুর’-এর মতো ছবির অ্যাকশন দৃশ্যের দায়িত্ব সামলেছেন তিনি। 

 

বায়োস্কোপ খবর

Latest News

ইস্টবেঙ্গলের টার্গেটে প্রীতম কোটাল! বাগানের ‘ঘরের ছেলে’ কী করবেন? কোচ নিয়োগে বিরাট চমক পাকিস্তানের, ভারতকে বিশ্বকাপ জেতানো কার্স্টেনের হাতে বাগডোর পড়ুয়াদের কড়া ভাষায় বকুনি দিতেই পারেন শিক্ষক, জানিয়ে দিল হাইকোর্ট নুসরতের কোলে আস্ত ওরাংওটাং! অভিনেত্রীর গাল ধরে করে দিলেন আদরও! হেসে খুন নেটপাড়া Gujarat Titans বনাম Royal Challengers Bengaluru ম্যাচ শুরু হতে চলেছে, পাল্লা ভারি কোন দিকে? Bangladesh Women বনাম India Women ম্যাচ শুরু হতে চলেছে, পাল্লা ভারি কোন দিকে? শাড়ি পরে ৮০ কেজি ডেড লিফট! দুর্গাপুরের ‘সোনার মেয়ে’র সাথে ছবি তুলতে চাইলেন সৌরভ ‘প্রথমবার দেখেই বিরাট বলেছিল’…অভিজ্ঞতার কথা জানালেন ভারতীয় ক্রিকেটের প্রিন্স সামনে বিয়ে কিছু বললেই ইমোশনাল হয়ে পড়ছেন কৌশাম্বির মা! বলছেন, ‘আর তো কটা দিন…’ অস্ত্র কোথা থেকে এসেছে জানি না, শাহজাহানকেও চিনি না, দাবি আবু তালেবের স্ত্রীর

Latest IPL News

‘প্রথমবার দেখেই বিরাট বলেছিল’…অভিজ্ঞতার কথা জানালেন ভারতীয় ক্রিকেটের প্রিন্স নাচতে না জানলে উঠোন বাঁকা! ইডেনের পিচ নিয়ে নিন্দে শুনতে নারাজ কিউরেটর স্ট্যান্ডের দিকে তাকিয়ে স্যালুট, সেনাকর্মী বাবাকে অভিনব সম্মান ধ্রুব জুরেলের রাগে গজগজ করতে করতে কোচের সঙ্গেই তর্ক পৃথ্বীর, বাদ পড়েই কি ক্ষোভে ফেটে পড়লেন? কেন ভারতের বিশ্বকাপ দলে ১ম পছন্দের কিপার হওয়া উচিত সঞ্জুর, বলে দিচ্ছে পরিসংখ্যান IPL-এর নিয়ম ভেঙে শাস্তির মুুখে ইশান কিষান, ছেড়ে কথা বলল না BCCI দুই ক্যাপ্টেনের ডুয়েলে বাজিমাত সঞ্জুর, রাহুলের লড়াই ব্যর্থ করে দুরন্ত জয় RR-এর ২৫০ রান করার পরেও… ইমপ্যাক্ট প্লেয়ারের নিয়ম নিয়ে রোহিতদের সুরে সুর মেলালেন পন্ত রোহিতের সঙ্গেই দিল্লিতে নির্বাচকপ্রধান আগরকর! বিশ্বকাপের দল ঘোষণা কি একটু পরেই? পুরো পয়সা উসুল, আইপিএলে টানা তিন ইনিংসে উঠল ২৫০+ রান, একটুর জন্য মিস মুম্বইয়ের

Copyright © 2024 HT Digital Streams Limited. All RightsReserved.