দীর্ঘদিনের অপেক্ষার পালা শেষ এবার ‘ভবানী পাঠক’ হয়ে সামনে এলেন প্রসেনজিৎ চট্টোপাধ্যায়। বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়ের কালজয়ী উপন্যাস ‘দেবী চৌধুরাণী’কে বড় পর্দায় আনছেন ‘অভিযাত্রিক’ খ্যাত পরিচালক শুভ্রজিৎ, এই খবর প্রকাশ্যে আসবার পর থেকেই উন্মাদনার পারদ তুঙ্গে। এই ছবিতে বাংলার দোর্দণ্ডপ্রতাপ ডাকাত-সম্রাজ্ঞী হিসাবে দেখা যাবে শ্রাবন্তী চট্টোপাধ্যায়কে। দেবী চৌধুরানীর গুরু হিসাবে কেমন দেখাবে ‘ইন্ডাস্ট্রি’কে? সেই কৌতুহল অবশেষে মিটল।
এদিন প্রসেনজিৎ চট্টোপাধ্যায়ের দেখা মিলল গেরুয়া বসনে। কপালে রক্ততিলক, মাথায় লাল ফেট্টি, গলায় রুদ্রাক্ষের মালা, গাল ভর্তি চাপ দাড়ি-গোঁফ আর তীক্ষ্ম চাউনি! শ্যুটিং-এর ফাঁকে তোলা ছবি শেয়ার করে নিয়েছেন প্রসেনজিৎ। ভাবনী পাঠকের লুক শেয়ার করে সুপারস্টার লেখেন, ‘ ঐতিহাসিক চরিত্র ভবানী পাঠক হয়ে উঠতে প্রস্তুত’। আজই দেবী চৌধুরানীর শ্যুটিং-শুরু করলেন প্রসেনজিৎ। তাঁর মুখে এদিন ‘জয় ভৈরবী’ ধ্বনি।
ছবিতে প্রসেনজিৎ-এর পাশেই দেখা গেল পরিচালক শুভ্রজিৎ-কে। খুব সম্ভবত নায়ককে শট বোঝাচ্ছেন পরিচালক। বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়ের আইকনিক উপন্যাসকে রুপোলি পর্দায় নিয়ে আসছেন পরিচালক শুভ্রজিৎ মিত্র। এই ছবি জুড়ে থাকবে ব্রিটিশদের বিরুদ্ধে দেবী চৌধুরানী ও ভবানী পাঠকের বিদ্রোহের আগুন। বাংলার সন্ন্যাসী ও ফকির বিদ্রোহও তুলে ধরবেন পরিচালক।
প্রসেনজিৎ চট্টোপাধ্যায়কে ‘ভবানী পাঠক’-এর বেশে দেখে ভক্তরা। একজন লেখেন, ‘তোমার এই ছবি টা দেখে ওই গান টার কথা মনে পড়ে গেল- ছদ্মবেশী নায়ক আমি এ্যান্টনি ফিরিঙ্গি হীরক দেশের রাজা তোমায় ডাকে নন্দিনী’। আরেক গুণমুগ্ধ লেখেন, ‘অসাধারণ লাগছে, অপেক্ষায় রইলাম’।
২০২৩ সালের কান চলচ্চিত্র উৎসবে দেবী চৌধুরাণী ছবির পোস্টার উন্মোচিত হয়েছিল, যা বাংলা ছবির জন্য বিরাট প্রাপ্তি। দীর্ঘ অপেক্ষার পর আপাতত শ্যুটিং ফ্লোরে এই ছবি। দেবী চৌধুরানী হয়ে ওঠত বেজায় পরিশ্রম করেছেন শ্রাবন্তী। ঘোড়সওয়ারি, তলোয়ার চালনা সবের ট্রেনিং নিয়েছেন। জানুয়ারি মাসে এই ছবির শ্যুটিং শুরু করেন শ্রাবন্তী। প্রথম শেডিউল সেরে ফেলেছেন নায়িকা। আজ থেকে শুরু নতুন পর্বের কাজ।
শ্রাবন্তী-প্রসেনজিৎ ছাড়াও এই পিরিয়ড সিনেমায় অভিনয় করছেন বিবৃতি চট্টোপাধ্যায়, দর্শনা বণিক, সব্যসাচী চক্রবর্তী, অর্জুন চক্রবর্তীরা। ‘দেবী চৌধুরাণী’র অ্যাকশন দৃশ্য কোরিওগ্রাফ করছেন বলিউডের শ্যাম কৌশল অর্থাৎ ভিকি কৌশলের বাবা। এর আগে ‘বাজিরাও মাস্তানি’, ‘গ্যাংস অফ ওয়াসেপুর’-এর মতো ছবির অ্যাকশন দৃশ্যের দায়িত্ব সামলেছেন তিনি।