শহর জুড়ে যেন প্রেমের মরসুম! প্রেম দিবস কেটেছে মাস ঘুরতে চলল, কিন্তু প্রসেনজিৎ পুত্রের জীবনে ঘোর বসন্ত। অন্তত তারকা-পুত্রের সোশ্যাল মিডিয়ায় ঢুঁ মারলে সেই ছবিই উঠে এসেছে। বলিউডে স্টারকিডদের নিয়ে কাটাছেঁড়া অনেকদিনের। এখন টলিগঞ্জের তারকা-সন্তানরাও হামেশাই সংবাদ শিরোনামে। আরও পড়ুন-‘মা ফোন করে জানতে চাইছে…’, বয়সে ছোট শোভনের গলাতেই মালা দেবেন সোহিনী?
টলিউড ইন্ডাস্ট্রির একমাত্র পুত্র তৃষাণজিৎ চট্টোপাধ্যায়। প্রসেনজিৎ ও তাঁর তৃতীয় স্ত্রী অর্পিতার ছেলে তিনি। জানুয়ারিতেই ১৯-এ পা দিয়েছেন মিশুক (ইন্ডাস্ট্রি এই নামেই চেনে তৃষাণজিৎ-কে)। প্রাপ্ত-বয়স্ক হতে না হতেই কি প্রেমে ইস্তেহার দিয়ে দিলেন মিশুক? ইন্টারনেট সেনসেশন তিনি। তাঁর রিল ভিডিয়োতে ভিউ হয় কয়েক লাখ। মিশুকের অভিনয়ে পা রাখার চর্চাও মাস কয়েকে জোরালো হয়েছে। শাহরুখ খানের অন্ধভক্ত তৃষাণজিৎ বছর কয়েক বিদেশে পড়াশোনা করেছে, আপতত তামিলনাড়ুর এক কলেজে পড়াশোনা করছেন। টলিপাড়ার পার্টিতে এখন নিয়মিত দেখা মেলে তাঁর।
ক্যালেন্ডারের পাতা মিলিয়ে মিশুকের জীবনেও নাকি বসন্ত এসে গেছে! ইনস্টাগ্রাম স্টোরিতে এক রহস্যময়ীর সঙ্গে আদুরে ছবি পোস্ট করেন তৃষাণজিৎ। সেখানে দেখা গেল সবুজ মাঠের উপর দাঁড়িয়ে, খুব সম্ভবত কলেজ ক্যাম্পাসে সুন্দরীর গালে চুমু আঁকছেন তৃষাণজিৎ। প্রসেনজিৎ-অর্পিতা পুত্রকে বাহুডোরে আগলে রয়েছে ওই তরুণী। তবে প্রেম নিয়ে খোলাখুলিভাবে কিছুই জানাননি তিনি। লিতিকা তাঁর জীবনের ‘সামওয়ান স্পেশ্যাল’ এইটুকুই।

তৃষাণজিৎ-এর প্রেমিকার সঙ্গে পরিচয় করুন (ছবি-ইনস্টাগ্রাম, তৃষাণজিৎ)
মিশুকের পরনে কালো রঙের পুলওভার জ্যাকেট। সঙ্গে ম্যাচিং ট্রাউজার। প্রেমিকার গন্ধে মাতোয়ারা তিনি, পাশে রহস্যময়ী পরে আছেন লাল রঙা ক্রপ টপ এবং ডেনিম। জানা যায়, এই সুন্দরীর নাম লিতিকা প্রসাদ। একসঙ্গে পড়াশোনা করেন দুজনে। সেইসূত্রেই আলাপ। বেশ কয়েক বছর ধরেই প্রেম সম্পর্কে রয়েছেন তাঁরা। ইনস্টায় পরস্পরকে ফলো করেন তাঁরা। তবে লিতিকার প্রোফাইলটি প্রাইভেট। মাঝেমধ্যেই একসঙ্গে হ্যাংআউট করতে দেখা যায় দুজনকে।

তৃষাণজিৎ-লিতিকার প্রেম নিয়ে চর্চা জারি (ছবি সৌজন্যে-ইনস্টাগ্রাম)
বাবার মতোই সুদর্শন মিশুক, লম্বায় প্রসেনজিৎ-কে ছাপিয়ে গিয়েছেন অনেকদিন আগেই। বছর কয়েক আগও অভিনয়ের জগতে পা দেওয়ার কোনও পরিকল্পনা ছিল না মিশুকের। বরং মিশুকের যাবতীয় ধ্যান-জ্ঞান ছিল ফুটবল। তবে সময়ের সঙ্গে সঙ্গে তাঁর মনের রং খানিক পালটেছে বলেই জানা যায়। কলেজের নাটকে অংশ নিয়েছেন। ছেলেকে নিয়ে কী ভাবনা প্রসেনজিতের?
হিন্দুস্তান টাইমসকে অভিনেতা পুরোনো এক সাক্ষাৎকারে বলেন, ‘ও (তৃষাণজিৎ) যেটাই করবে, সেটাই যেন নম্বর ওয়ান হয়। ওঁর যা ইচ্ছা সেটাই করুক। আসলে এই বয়সটা-ই তো খুব চঞ্চল।’ প্রসেনজিৎ আরও জানান, ‘ও (তৃষাণজিৎ) খেলে দারুণ, ক্যাপ্টেন। ফুটবলও ভালো খেলে, এখন আবার শেক্সপিয়ার নাটকও করছে। আবার মাঝে মাঝেই দেখছি, ফোন নিয়ে ছোট ছোট ছবি বানাচ্ছে। ও কী করবে, তাই ও নিজেই ঠিক করুক। আমরা ওর পাশে আছি। তবে আমি ওকে এটা বলে দিয়েছি সিনেমা করলে আমি কিন্তু প্রোডিউস করব না, তৈরি করে দেব। তারপর লড়াই করতে হবে। কারণ আমাকে কেউ করে দেননি। নিজেই নিজের জায়গা তৈরি করতে হয়েছে।’