আজ ২১ ফেব্রুয়ারি, ৪৮-এ পা রাখলেন রাজ চক্রবর্তী। তবে তার কিছু আগেই উদযাপন করা হয়েছে রাজের জন্মদিন। আর সেটা রাজ-শুভশ্রীর আগামী ছবি 'বাবলি'র সেটে। রাজের পরিচালনা ও প্রযোজনায় তৈরি 'বাবলি'র শ্যুটিং শেষ। সেই শেষদিনেই কেক কেটে উদযাপন করা হয় রাজের জন্মদিন।
শুভশ্রীর ফ্যানক্লাবে উঠে আসা ভিডিয়োতে দেখা যাচ্ছে, টেবিলের উপর রাখা একাধিক কেক। তারই একটা কেটে প্রথমে আবির চট্টোপাধ্যায়কে খাওয়াতে যান রাজ। তবে আবির প্রথমে কেকটি শুভশ্রীকে খাওয়ানোর অনুরোধ করেন, আর তখনই পাশে দাঁড়িয়ে থাকা অভিনেত্রী স্ত্রী শুভশ্রীকে কেক খাইয়ে দেন রাজ। সেসময় মুখে আঙুল পুরে সিটি দিতে থাকেন আবির।
এদিকে শুভশ্রীকে খাইয়ে তারপর সেই কেক নিজের মুখে পোড়েন রাজ। তারপর সেটি ফের পৌঁছোয় আবিরের কাছে। আবির কেক খাওয়ার পর আরও একটু কেক নিজে খেয়ে সৌরসেনীকে দেন পরিচালক। সৌরসেনীকেও সেই কেক ফের রাজকে খাইয়ে দিতে দেখা যায়। চারপাশে দাঁড়িয়ে থাকা অন্যান্য কলাকুশলীরা তখন উল্লাস করছেন, বেশিরভাগ লোকজনের হাতেই তখন ক্যামেরা। কেউ আবার বললেন প্যাক আপ বলা হোক। পাশ থেকে আরেকজন বলে উঠলেন এখনও প্যাক আপ হয়নি তো…। আবার অনুরোধ হল, পাশের কেকটিও কেটে ফেলা হোক। রাজ বললেন…'কেটে দিচ্ছি'।
আরও পড়ুন-পিঙ্কি, শ্রীময়ী কে তো চেনেন! কাঞ্চনের প্রথম স্ত্রীও পরিচিত অভিনেত্রী, চেনেন নাকি?
আরও পড়ুন-এত্ত প্রেম, তবু নাকি সুচিত্রা সেনের নাম নিয়ে তাঁকে খোঁটা দেন দীপঙ্কর! বলেই ফেললেন দোলন…
তবে এদিন শুভশ্রীকে চাদর মুড়ি দিয়ে রাজের পাশে দাঁড়িয়ে থাকতে দেখা যায়। হতে পারে তাঁর শরীর খারাপ ছিল। সেকারণেই এসি থেকে বাঁচতে চাদরে মাথা থেকে শরীর ঢেকে নিয়েছিলেন তিনি।
প্রসঙ্গত, গত বছর রাজের প্রযোজনায় তৈরি 'গোধুলি আলাপ' সিরিয়ালের সেটে রাজের জন্মদিন উদযাপন করা হয়েছিল। সেসময় রাজ জানিয়েছিলেন, তিনি যেবছর জন্মেছিলেন, সেবছর ২১ ফেব্রুয়ারি ছিল শিবরাত্রি। আর তাই তাঁর বাবা-মা তাঁকে শিবু বলে ডাকেন। ওটাই তাঁর বাড়ির নাম। রাজ বলেন, ‘বাবা-মা আমার জন্মদিনের তারিখ মনে রাখতে পারেন না, তাই শিবরাত্রির দিন আমার জন্মদিন পালন করতেন। তবে আদপে ২১ তারিখ আমার জন্ম। মা শিবের কাছে বর চেয়ে আমায় পেয়েছিলেন, তাই আমায় শিবু বলে ডাকেন।’
এদিকে এদিন 'বাবলি'র সেটে জন্মদিন উদযাপনের ভিডিয়ো ইনস্টাস্টোরিতে পোস্ট করে রাজকে জন্মদিনের শুভেচ্ছা জানিয়েছেন শুভশ্রী। প্রসঙ্গত, রাজের আগামী ছবিতে ‘বাবলি’ হয়ে ফিরছেন শুভশ্রী। তাঁর বিপরীতে দেখা যাবে আবির চট্টোপাধ্যায়কে। ছবিতে রয়েছেন সৌরসেনী মৈত্রও।