সুখবর মিলেছিল গত মাসেই আর এবার একফ্রেমে ধরা দিলেন দুজনে। ৩৩ বছর পর রুপোলি পর্দায় একসঙ্গে দেখা যাবে অমিতাভ বচ্চন ও রজনীকান্তকে। পরিচালক টিজে জ্ঞানভেলের আসন্ন ছবিতে জুটি বেঁধেছেন বিগ বি এবং রজনী। দক্ষিণী সুপারস্টার রজনীকান্তের কেরিয়ারের ১৭০ নম্বর ছবির অংশ হচ্ছন অমিতাভ। এদিন লাইকা প্রোডাকশনের তরফে শ্য়ুটিংয়ের ফাঁকের একটি ছবি শেয়ার করা হয় সোশ্যাল মিডিয়ায়। সঙ্গে সুখবরও মেলে। বিনোদনের ডবল ডোজ নিয়ে হাজির হবেন দুই মহারথী যা ঝলকেই স্পষ্ট।
‘থালাইভার ১৭০’ (ছবির ওয়ার্কিং টাইটেল)-র মুম্বই শেডিউল ইতিমধ্যেই শেষ, জানাল প্রযোজনা সংস্থা। ছবিতে দেখা গেল মোবাইল ফোন নিয়ে মশগুল অমিতাভ, কোনও অফিসের প্রেক্ষাপটে চেয়ারে বসে রয়েছেন তিনি। পিছনে দাঁড়িয়ে অমিতাভের হাতের মুঠোফোনেই নজর থালাইভার। ছবির ক্যাপশনে লেখা- ‘যখন থালাইভার ১৭০-এর সেটে সুপারস্টার ও শাহেনশার সাক্ষাৎ হয়। স্ক্রিনে এই জুটির রিইউনিয়ন ৩৩ বছর পর। নিঃসন্দেহে থালাইভার ১৭০ বিনোজনের ডবল ডোজ নিয়ে হাজির হবে। একদিকে অমিতাভ, অন্যদিকে রজনীকান্ত…. মুম্বই শেডিউল শেষ হল’।
‘হাম’ ছবিতেই শেষবার একসঙ্গে দেখা গিয়েছিল দুই মেগাস্টারকে। দীর্ঘ তিন দশকে একসঙ্গে কাজ না করলেও তাঁদের বন্ধুত্ব ছিল অটুট। রজনীকান্তের কাজের প্রশংসায় হামেশাই পঞ্চমুখ অমিতাভ। এমনকি রোবট ছবির সাংবাদিক বৈঠকেও সামিল হয়েছিলেন বিগ বি। এই ছবিতে রজনীকান্তের নায়িকা ছিলেন বচ্চন-বধূ ঐশ্বর্য রাই বচ্চন। ‘অন্ধা কানুন’ (১৯৮৩), ‘গ্রেফতার’ (১৯৮৫) এবং ‘হাম' (১৯৯১) ছবিতে এর আগে একসঙ্গে কাজ করেছেন দুজনে।
এখনও ঠিক হয়নি ‘জয় ভীম’ পরিচালক টিজে জ্ঞানভেলের নতুন ছবির নাম। রজনীকান্তের কেরিয়ারের ১৭০তম ছবি এটি। সেইসূত্রেই আপতত ছবির ওয়ার্কিং টাইটেল ‘থালাইভার ১৭০’। ৭২ বছর বয়সী রজনীকান্ত সম্প্রতি এক্স হ্যান্ডেলে অমিতাভের সঙ্গে একটি ছবি পোস্ট করে লেখেন-'৩৩ বছর পর আমি নিজের মেন্টর, শ্রী অমিতাভ বচ্চনের সঙ্গে কাজ করছি। যিনি কোনও বিস্ময়ের চেয়ে কম নন। থালাইভার ১৭০, পরিচালনায় টিজে জ্ঞানভেল। আমার হৃদয় আনন্দে লাফাচ্ছে'।
এই তামিল ছবির সঙ্গীতের দায়িত্বভার সামলাবেন ‘জওয়ান’-এর কম্পোজার অনিরুদ্ধ রবিচন্দর। এই ছবিতে অমিতাভ-রজনীকান্ত ছাড়াও দেখা মিলবে রানা দগ্গুবতি, ফাহাদ ফাসিলের মতো নামী তারকাদের। সঙ্গে থাকছেন, মঞ্জু ওয়ারিয়ার, ঋত্বিকা সিং।
বক্স অফিসে দারুণ সাড়া ফেলেছে রজনীকান্তের শেষ রিলিজ ‘জেলর’। তামান্না-রজনী ‘কাভালা’ গানে নেচেছে গোটা দেশ। এই ছবির সাফল্যে বেজায় উত্তেজিত রজনীকান্ত। ৭২ বছর বয়সেও দাপটের সঙ্গে নায়কের ভূমিকায় অভিনয় করে চলেছেন তিনি। সত্যি! এটা বোধহয় শুধু থালাইভার পক্ষেই সম্ভব।
বক্স অফিসে গত বছর সাড়া ফেলেছিল অমিতাভের ‘ব্রহ্মাস্ত্র’। তবে এই ছবির প্রচার থেকে নিজেকে গুটিয়ে নিয়েছিলেন বিগ বি। সম্প্রতি ‘গণপথ’ ছবিতে দেখা মিলেছে তাঁর। এছাড়াও কেবিসির নয়া সিজন নিয়ে ব্য়স্ত বিগ বি।