সালটা ২০১৩, মুক্তি পেয়েছিল ‘ভাগ মিলখা ভাগ’। দেখতে দেখতে সেই ছবির ১০ বছর পূর্ণ হয়ে গেল। এই স্পোর্টস ড্রামা ঘরানার ছবিটি যে বায়োপিকের ক্ষেত্রে একটা বড়সড় বদল এনেছিল সেটা বলাই যায়। এখানে মুখ্য ভূমিকায় দেখা গিয়েছিল ফারহান আখতারকে। কিন্তু ছবিটা বক্স অফিসে যতই সাড়া পাক, যতই দর্শকদের মনে দাগ কাটুক, ছবিটা বানাতে কিন্তু প্রাথমিক ভাবে পরিচালককে যথেষ্ট বেগ পেতে হয়েছিল। এই এক দশক পর স্মৃতিচারণায় একাধিক কথা মনে করলেন পরিচালক রাকেশ ওমপ্রকাশ মেহরা।
রাকেশ ওমপ্রকাশ মেহরা তাঁর আত্মজীবনী ‘দ্য স্ট্রেঞ্জার ইন দ্য মিরর’ বইতে লিখেছেন যে ‘উড়ি: দ্য সার্জিক্যাল স্ট্রাইক’ খ্যাত পরিচালক আদিত্য ধর একবার তাঁকে মিলখা সিংয়ের উপর একটি বই উপহার দিয়েছিলেন। সেই বই থেকে মিলখা সিংয়ের জীবনী পড়ে তিনি এতটাই অভিভূত হন যে তিনি তৎক্ষণাৎ পঞ্জাবে উড়ে যান এবং খোদ এই অ্যাথলিটের সঙ্গে দেখা করে সিনেমার স্ক্রিপ্ট লিখতে শুরু করেন।
এরপর এই ছবিতে আমরা সবাই মিলখা সিংয়ের চরিত্রে দেখতে পাই ফারহান আখতারকে। কিন্তু জানেন কি ফারহান কিন্তু মোটেই প্রথম পছন্দ ছিলেন না পরিচালকের। অফার কিন্তু একাধিক হাত ঘুরে সব শেষে তাঁর কাছে এসে পৌঁছেছিল। পরিচালক এই ছবির জন্য আগে হৃতিক রোশনকে বেছে ছিলেন। এই প্রসঙ্গে কথা বলতে গিয়ে রাকেশ ওমপ্রকাশ মেহরা বলেন, 'স্ক্রিপ্ট শোনাই ওকে আমি। আমার চোখে ও অন্যতম সেরা অভিনেতা। কিন্তু হৃতিক আমায় একটি দুর্দান্ত মেসেজ পাঠালেও জানিয়ে দেয় সে এই ছবি করতে পারবে না। কৃষ ফ্র্যাঞ্চাইজির ছবি নিয়ে তখন সে ব্যস্ত।' এরপর এই অফার তিনি আমির খানের কাছে নিয়ে গেলে মিস্টার পারফেকশনিস্ট সেই অফার প্রত্যাখ্যান করে বলেন, 'এটা আমার জন্য নয় মেহরা।' তাঁরা দুজনই একত্রে ‘রং দে বসন্তী’ ছবিতে কাজ করলেও আমির এই ছবির জন্য মোটেই রাজি হন না। রণবীর সিংয়ের কাছেও এই প্রস্তাব পাঠানো হলেও তিনি কোনও অজ্ঞাত কারণে রাজি হন না। অবশেষে ফারহানকে প্রস্তাব দেওয়া হয় তিনি মাত্র ১৫ মিনিটের মধ্যেই জানিয়ে দেন তিনি এই ছবি করবেন।
আরও পড়ুন: 'জওয়ান'-এর প্রথম টিকিট বুক সলমনের, ধন্যবাদ জানিয়ে শাহরুখ লিখলেন, 'এই জন্যই তো আপনাকে...'
মিলখা সিংয়ের জীবনের উপর ভিত্তি করে বানানো ‘ভাগ মিলখা ভাগ’ ছবিতে ফারহান আখতার ছাড়াও সোনম কাপুর, দিব্যা দত্ত, প্রমুখকে দেখা গিয়েছিল। বক্স অফিসে ছবিটি ২০০ কোটির উপর ব্যবসা করেছিল সেই সময়। পেয়েছিল একাধিক পুরস্কার।