রাখি সাওয়ান্ত অন্তঃসত্ত্বা ছিলেন। তবে মাঝে ঘটে যায় দুর্ঘটনা। সম্প্রতি, তাঁর গর্ভপাত হয়েছে। বুধবার একটি সোশ্যাল মিডিয়া পোস্টে এমনটাই দাবি করা হয়। মুহূর্তের মধ্যে ভাইরাল হয় সেই খবর। ভাইরাল সেই পোস্ট, ছড়িয়ে পড়া গর্ভপাতের খবরে এবার মুখ খুললেন রাখি সাওয়ান্ত। রাখিল ও তাঁর স্বামী আদিল দুরানি নিজের বক্তব্য একত্রে সোশ্যাল মিডিয়ার মাধ্যমেই জানিয়েছেন।
রাখি ও আদিল জানিয়েছেন, তাঁর গর্ভপাতের খবর সম্পূর্ণ মিথ্যে, ভুয়ো। সকলের কাছে অনুরোধ করেছেন, দয়া করে এইধরনের খবর ছড়াবেন না।
আদিল দুরানির সঙ্গে রাখির বিয়ের খবর ছড়িয়ে পড়ার পর তাঁর অন্তঃসত্ত্বা হওয়ার খবর ছড়িয়ে পড়েছিল। এবিষয়ে সংবাদমাধ্যমের তরফে রাখিকে প্রশ্ন করা হলে তিনি সেই খবর স্বীকারও করেননি, আবার অস্বীকারও করেননি। রাখির মৌনতার কারণেই তাঁর মা হতে চলার জল্পনা ছড়িয়ে পড়ে। বুধবার জানা যায়, রাখি নাকি মারাঠি বিগবসে তাঁর মা হতে চলার কথা জানিয়েও ছিলেন, তবে কেউ তাঁর কথা আমল দেননি। একথাও শোনা যায় গর্ভপাত নিয়ে রাখি তাঁর এক ঘনিষ্ঠের কাছে কান্নাকাটি করেন। তবে নাহ, এই সমস্ত খবরই মিথ্যে, রটানো, এমনটাই জানিয়েছেন রাখি ও আদিল।
সম্প্রতি, রাখির বিয়ের সার্টিফিকেট সামনে এসেছে, সেখান থেকে জানা যায়, তিনি নিকাহর নিয়ম মেনে আদিলের সঙ্গে পরিণয় বদ্ধ হয়েছেন। নিকাহ-র আগে ধর্মান্তরিতও হয়েছেন রাখি তাঁর নাম এখন রাখি সাওয়ান্ত ফতিমা। তবে রাখির সঙ্গে বিয়ের কথা সামনে আসতেই বেঁকে বসেছিলেন আদিল খান। তবে আচমকাই ভোলবদল। রাখিকে বিয়ের কথা স্বীকার করে নিয়েছেন আদিল। রাখির কথায়, আদিল প্রথমে চাননি বিয়ের কথা প্রকাশ্যে আসুক। তবে তাঁদের নিকাহ, কোর্ট ম্যারেজ দুটোই হয়েছে। আদিল লুকোতে চেয়েছিলেন, কারণ ওঁর মনে হয়েছিল, তাঁর সঙ্গে বিয়ের কথা সামনে আসলে আদিলের বোনের বিয়েতে সমস্যা হতে পারে। তাঁর সঙ্গে বিয়ের কথা আদিলের মেনে নেওয়া প্রসঙ্গে রাখি জানিয়েছেন ভাইজান সলমন আদিলের সঙ্গে কথা বলাতেই কাজ হয়েছে। তাঁর বিয়ে সলমনই বাঁচিয়েছেন।