বাংলা নিউজ > বায়োস্কোপ > RRR gets Oscar nominations: অস্কার নমিনেশন পকেটে পুরল RRR, টুইটারে উচ্ছ্বাস প্রকাশ রাম চরণ-জুনিয়র এনটিআরের

RRR gets Oscar nominations: অস্কার নমিনেশন পকেটে পুরল RRR, টুইটারে উচ্ছ্বাস প্রকাশ রাম চরণ-জুনিয়র এনটিআরের

অস্কার নমিনেশন পকেটে পুরল RRR

RRR gets Oscar nominations: আরআরআর পেল অস্কারের মনোনয়ন। বাঁধ ভাঙা আনন্দে ভাসছে গোটা টিম। এই ছবির দুই নায়ক, রাম চরণ এবং জুনিয়র এনটিআর টুইট করে খুশি প্রকাশ করলেন। বাদ গেলেন না দক্ষিণী অভিনেতা চিরঞ্জীবী। 

আরআরআরের সামনে আরও একটি আন্তর্জাতিক খেতাব জয়ের হাতছানি। এই ছবির হাত ধরেই কি ফের ভারতে আরও একটি অস্কার আসবে? আপাতত গোটা ভারতের প্রার্থনা তাই। আজ, ২৪ জানুয়ারি প্রকাশ্যে এল ৯৫তম অস্কারের পূর্ণ মনোনীত তালিকা। আর সেখানে জায়গা করে নিয়েছে এসএস রাজামৌলির আরআরআর ছবিটি। সেরা অরিজিন্যাল গান বিভাগে মনোনয়ন পেল এই ছবির গান নাটু নাটু।

এই গানটির কম্পোজিশন করেছেন এমএম কিরাবাণী। গানটি গেয়েছেন রাহুল সিপ্লিগুঞ্জ এবং কাল ভৈরব। প্রেম রক্ষিত কোরিওগ্রাফি করেছেন আর লিরিক্স লিখেছেন চন্দ্রবোস।

এই খবর পাওয়ার পর স্বাভাবিকভাবেই আনন্দ বাঁধ মানছে না এই ছবির সঙ্গে যাঁরা যুক্ত তাঁদের। অভিনেতা রাম চরণ এই বিষয়ে টুইট করে লেখেন, 'কী দারুণ খবর! নাটু নাটুকে অস্কারের মনোনয়ন পেতে দেখে সত্যিই অত্যন্ত গর্ব হচ্ছে। আরও একটি গর্বের মুহূর্ত আমাদের জন্য, গোটা দেশের জন্য।' তিনি এসএস রাজামৌলি, এমএম কিরাবাণী, সহ গোটা আরআরআর টিমকে শুভেচ্ছা জানিয়েছেন।

বাদ যাননি জুনিয়র এনটিআর। তিনি তাঁর টুইটারে এই ছবির গোটা টিমকে ধন্যবাদ জানান। তিনি লেখেন, 'শুভেচ্ছা এমএম কিরাবাণী। এই গানটি আমার জীবনে চিরকাল একটা বিশেষ জায়গা অর্জন করে থাকবে।'

এই খবর প্রকাশ্যে আসার পর টুইটারে চিরঞ্জীবী লেখেন, 'আর এক ধাপ বাকি। সেরা অরিজিন্যাল গান বিভাগে মনোনয়ন পাওয়ার জন্য অনেক অনেক শুভেচ্ছা এমএম কিরাবাণী এবং এসএস রাজামৌলি সহ গোটা টিমকে।' কিরাবাণীও এই খবর শোনার পর টুইটারে লেখেন 'আমার টিমকে অনেক শুভেচ্ছা। সবাইকে অনেক শুভেচ্ছা।'

আরআরআর ছবিটি একটি সত্য ঘটনা অবলম্বনে তৈরি করা হয়েছে যার প্রেক্ষাপট প্রাক স্বাধীনতা সময়। দুই স্বাধীনতা সংগ্রামীর জীবনের ঘটনা তুলে ধরা হয়েছে এখানে। মূল চরিত্রে অভিনয় করেছেন রাম চরণ এবং জুনিয়র এনটিআর। সঙ্গে আলিয়া ভাট এবং অজয় দেবগনকেও দেখা গিয়েছিল। এই ছবিটি ইতিমধ্যে একটি গোল্ডেন গ্লোবস, দুটি ক্রিটিক্স চয়েজ অ্যাওয়ার্ড পেয়েছে।

Haryana and JNK Election Haryana and JNK Election
বায়োস্কোপ খবর

Latest News

ফের ভারতের ক্যাপ্টেন হচ্ছেন সচিন তেন্ডুলকর! কবে নামবেন মাঠে? এবার‌ পশ্চিমবঙ্গ রাষ্ট্রীয় বিশ্ববিদ্যালয়ে র‌্যাগিংয়ের অভিযোগ, চরম নিগ্রহ রাজের চোখে ডুব শুভশ্রীর, পাওয়ার কাপলের পঞ্চমী লুকে মুগ্ধ পার্নো-অদ্রিজারা মহাষষ্ঠীর দিনটি কেমন যাবে? পাবেন কোনও ভালো খবর? জানুন ৯ অক্টোবরের রাশিফল তৃণমূল সাংসদের সন্তান সম্পর্কে কুকথা, হাততালি দিয়ে ধৃত ২ তরুণী, তদন্তে সিবিআই পুজোর কলকাতায় মিছিল চিকিৎসকদের, ঠাকুর দেখতে বেরিয়ে উঠল স্লোগান,উই ওয়ান্ট জাস্টিস রাত পোহালেই মহাষষ্ঠী, প্রিয়জনকে পাঠিয়ে দিন দিনটির শুভেচ্ছাবার্তা, কী লিখবেন? 'ব্রা ঢেকে রাখো', কেন আলানাকে বকা দিলেন বাবা চিক্কি পান্ডে? ব্যাটারিই কালপ্রিট! হাতের মুঠোয় থাকা হরিয়ানায় হেরে দাবি কংগ্রেসের, ‘আমরা হারিনি’ নিজের বাড়িতেই খুন অবসরপ্রাপ্ত সেনাকর্মী, ব্যারাকপুরে তদন্তে পুলিশ, কারণ কী?

Copyright © 2024 HT Digital Streams Limited. All RightsReserved.