বাংলা নিউজ > বায়োস্কোপ > Mandakini: ‘কাজে গিয়ে শুনলাম, আমার বাবা নাকি আমায় গুলি করেছে’, গুজব এখনও ভোলেননি মন্দাকিনী

Mandakini: ‘কাজে গিয়ে শুনলাম, আমার বাবা নাকি আমায় গুলি করেছে’, গুজব এখনও ভোলেননি মন্দাকিনী

মন্দাকিনী

মন্দাকিনী বলেন, একবার খবর ছড়িয়ে যায়, তাঁর বাবা তাঁকে গুলি করেছেন। যদিও অভিনেত্রী নিজেই সেই গুজবের বিষয় জানতেন নাা। তিনি বলেন, ‘শ্যুটিং সেটে পৌঁছে দেখি সকলেই উদ্বিগ্ন। আমি তখন প্রশ্ন করি কী ঘটেছে? তখন জানতে পারি সেই গুজবের কথা।’

রাজ কাপুরের সেই বিখ্যাত ছবি ‘রাম তেরি গঙ্গা মইলি’, আর সেই ছবির সুবাদেই বেশ জনপ্রিয়তা পেয়েছিলেন মন্দাকিনী। ছবিতে সেসময় দাঁড়িয়ে 'সুপার বোল্ড' অবতারে দেখা গিয়েছিল মন্দাকিনীকে। যে কারণে তিনি ফিল্ম ফেয়ারে শ্রেষ্ঠ অভিনেত্রীর পুরস্কারও পান। সম্প্রতি সেই ছবি সহ ব্যক্তিগত জীবনের নানান বিষয় নিয়ে কথা বলেছেন মন্দাকিনী।

‘রাম তেরি গঙ্গা মইলি’তে মন্দাকিনীর সুপার বোল্ড অবতার আসমুদ্র হিমাচলের ঘুম কেড়ে নিয়েছিল। ছবিতে সন্তানকে স্তন্যপান করাতে দেখা গিয়েছিল। ছবির আরও একটি দৃশ্যে জলপ্রপাতের নিচে স্নান করতে দেখা গিয়েছিল মন্দাকিনীকে। পরবর্তী সময়ে উত্তরাখণ্ডের সেই জলপ্রপাতের নাম মন্দাকিনীর নামে নামকরণ করা হয়। সম্প্রতি কপিল শর্মার শোতে অভিনেত্রী সঙ্গীতা বিজলানির সঙ্গে এসেছিলেন মন্দিকিনী। সেখানে এসেই জীবনের নানান বিষয় নিয়ে কথা বলতে দেখা যায় অভিনেত্রীকে।

মন্দাকিনী বলেন, একবার খবর ছড়িয়ে যায়, তাঁর বাবা তাঁকে গুলি করেছেন। যদিও অভিনেত্রী নিজেও সেই গুজবের বিষয় জানতেন নাা। তিনি বলেন, ‘শ্যুটিং সেটে পৌঁছে দেখি সকলেই উদ্বিগ্ন। আমি তখন প্রশ্ন করি কী ঘটেছে? তখন জানতে পারি সেই গুজবের কথা।’

মন্দাকিনী জানান, ‘রাম তেরি গঙ্গা মইলি'র পর বেশকিছু ছবির প্রস্তাব তিনি পেয়েছিলেন। তার মধ্যে একচি ছবির শ্যুটিংও শুরু করেন তিনি। তবে প্রায় ১০ দিন শ্যুটিং করে ফেলার পর হঠাৎ পরিচালক অদৃশ্য হয়ে যান। মন্দিকিনী বলেন, ‘ভাগ্যিস ওই ছবির জন্য আমি অগ্রিম কিছু টাকা নিয়েছিলাম।’

প্রসঙ্গত, মন্দাকিনী এর আগে তাঁর ব্যক্তিগত জীবন নিয়ে বিশেষ কিছু খোলসা করেননি। কপিলের শোতে এসে অভিনেত্রী জানান, তিনি একজন প্রাক্তন বৌদ্ধ সন্ন্যাসী ডাঃ কাগিউর টি রিনপোচে ঠাকুরকে বিয়ে করেছিলেন। সে প্রসঙ্গে মন্দাকিনী বলেন, ‘আমার মা হিমাচলের ছিলেন, সেকারণেই আমরা প্রায়ই সেখানে যেতাম। যদিও আমি কখনও পাহাড়ে যাই নি। ওখানে গিয়েই ওঁর সঙ্গে দেখা হয়, আমরা বিয়ে করি। উনি হিন্দি জানতেন না, তাই প্রথমদিকে মাকে ট্রান্সলেট করে দিতে হত আমাদের কথাবার্তা। পরে হিন্দি শিখে নেন।’

(এই খবরটি আপনি পড়তে পারেন HT App থেকেও। এবার HT App বাংলায়। HT App ডাউনলোড করার লিঙ্ক https://htipad.onelink.me/277p/p7me4aup)

 

 

 

Haryana and JNK Election Haryana and JNK Election
বায়োস্কোপ খবর

Latest News

পিছিয়ে গেল আনোয়ার আলির মামলার শুনানি! ডার্বিতে খেলবেন মোহনবাগানের প্রাক্তনী ধনীর তালিকায় প্ৰথম মুকেশ আম্বানি, নাম নেই স্বর্গীয় রতন টাটার Salman Khan: চোখের জলে বাবা সিদ্দিকিকে বিদায় সলমনের! নিলেন বড় সিদ্ধান্ত ৯৯৯ কোটি টাকা জমা পড়ল অ্যাকাউন্টে, গ্রাহক ব্যাঙ্ককে জানাতেই হল এক কাণ্ড! বিকিনিতে শুভেন্দুর নাতনি! বালির সমুদ্র সৈকতে শরীরে উন্মুক্ত শরীরে ছ্যাঁকা দিলেন বৈদিক মন্ত্র পড়ে সমকামী বিয়ে মেনে নিল ভারতের এই প্রতিবেশী দেশ ধুলো জমবে ল্যাপটপে, ঘুরে বেড়াবেন কর্মীরা! ৯ দিনের লম্বা ছুটি দিল কোম্পানি Anti-aging Tips: ৫০ বছর বয়সেও আপনাকে ২৫ বছর বয়সী দেখাবে, এই টিপস মানুন প্রতিদিন গড়ে একজনকে মৃত্যুদণ্ড দেওয়া হয় পাকিস্তানে, শিউরে উঠছে বিশ্ব এবার পুজোয়ে রেকর্ড ভিড় কলকাতা মেট্রোতে, গতবারকেও ছাপিয়ে গেল হিসেব

Copyright © 2024 HT Digital Streams Limited. All RightsReserved.