বাংলা নিউজ > বায়োস্কোপ > Priyanka-Rana: প্রিয়াঙ্কার হাসপাতালের বিল মিটিয়েছেন কুন্তল? নায়িকার পাশে দাঁড়িয়ে কী বললেন রানা

Priyanka-Rana: প্রিয়াঙ্কার হাসপাতালের বিল মিটিয়েছেন কুন্তল? নায়িকার পাশে দাঁড়িয়ে কী বললেন রানা

প্রিয়াঙ্কার পাশে রানা সরকার

Priyanka-Rana: ‘প্রিয়াঙ্কা বেআইনি ভাবে কোনো টাকা নেওয়ার মানুষ নয়, উদ্দেশ্যপ্রনোদিত ভাবে ওকে ফাঁসানোর চেষ্টা হচ্ছে’, জানালেন রাণা সরকার। 

বছর খানেক আগে অভিনেত্রী প্রিয়াঙ্কা সরকারের সঙ্গে তাঁর প্রেমের গুঞ্জন মাথাচাড়া দিয়েছিল টলিপাড়ায়। সেইসময় ফুৎকারে সেই গুজব অস্বীকার করে করেছিলেন রাণা সরকার। তবে ‘মানবজমিন’ নায়িকার নাম নিয়োগ দুর্নীতি বিতর্কে জড়াতেই তাঁর পাশে দাঁড়ালেন প্রযোজক। ইডির তরফে এখনও নিয়োগ দুর্নীতি বিতর্কে প্রিয়াঙ্কা সরকারের নাম উল্লেখ করা হয়নি, তবে একাধিক মিডিয়া রিপোর্টে দাবি করা হয়েছে, প্রিয়াঙ্কাকে নাকি ফ্ল্য়াট উপহার দিয়েছেন কুন্তল, এমনকী দুর্ঘটনার পর হাসপাতালে ভর্তি নায়িকার যাবতীয় মেডিক্যাল বিল চুকিয়েছেন ধৃত তৃণমূলের বহিষ্কৃত যুবনেতা।

এদিন ফেসবুকে প্রিয়াঙ্কার সমর্থনে খোলা চিঠি লেখেন রাণা সরকার। তাঁর স্পষ্ট কথা, ‘প্রিয়াঙ্কার নামে সব অভিযোগ মিথ্যে। তাঁর হাসপাতাল খরচ নাকি সব কুন্তল দিয়েছে। সেই দুর্ঘটনার রাতে আমি উপস্থিত ছিলাম।’ গুজব, টলিউডের চার অভিনেত্রী কুন্তল-ঘনিষ্ঠ। সেই তালিকায় নাম উঠে আসছে প্রিয়াঙ্কারও। এই প্রসঙ্গে প্রিয়াঙ্কার ‘স্বামী’ রাহুল বলেছেন, সব সময় নায়িকার পাশে আছেন তিনি। গোটা বিতর্ক নিয়ে এখনও চুপ প্রিয়াঙ্কা, তবে রাহুলের পর এবার খোলাখুলিভাবে প্রিয়াঙ্কার সমর্থনে গলা ফাটালেন রাণা সরকার।

প্রযোজক জানান, ‘প্রিয়াঙ্কা প্রমান করে দেবে ও কোনো অন্যায়ের সঙ্গে নেই’। সংবাদমাধ্যমকে নিয়ে প্রিয়াঙ্কাকে নিয়ে যে লেখালেখি হচ্ছে তাঁর কোনও সারবত্তা নেই, দাবি রাণার। তিনি লেখেন, ‘রটানো হচ্ছে, প্রিয়াঙ্কার অ্যাক্সিডেন্টের হাসপাতাল খরচ কুন্তল ঘোষ দিয়েছে যা সর্বৈব মিথ্যা। আমি জানি কারণ ওই অ্যাক্সিডেন্টের রাতে আমি উপস্থিত ছিলাম এবং এরকম কোনো ঘটনা আমার চোখে পড়েনি। দরকার পড়লে এই বিষয়ে আমি সাক্ষ্য দিতে পারি।’

অভিনেত্রী প্রিয়াঙ্কা সরকারের প্রশংসায় পঞ্চমুখ রাণা। তাঁকে ‘সংবেদনশীল, ভদ্র ও ডিসিপ্লিনড’ অভিনেত্রী বলে অভিহিত করেন প্রযোজক। সঙ্গে যোগ করেন, ‘প্রিয়াঙ্কা একজন অত্যন্ত প্রতিভাবান অভিনেত্রী, ভালো মনের মানুষ, সুপারমম এবং নিজের শর্তে বেঁচে থাকা একজন নারী।’

সবশেষে রাণা সরকার যোগ করেন, ‘আমি যতকাছ থেকে প্রিয়াঙ্কা সরকারকে চিনি আমি জোর গলায় বলতে পারি প্রিয়াঙ্কা বেআইনি ভাবে কোনো টাকা নেওয়ার মানুষ নয়, উদ্দেশ্যপ্রনোদিত ভাবে ওকে ফাঁসানোর চেষ্টা হচ্ছে। প্রিয়াঙ্কা প্রমান করে দেবে ও কোনো বেআইনি টাকা নেয়নি।’

নিয়োগ-দুর্নীতি বিতর্কে সরসারি নাম জড়ানো বনি সেনগুপ্তরও পাশে দাঁড়িয়েছিলেন রাণা। ইতিমধ্যেই কুলন্তের কাছ থেকে গাড়ি কেনবার জন্য নেওয়া ৪০ লক্ষ টাকা ইডিকে ফিরত দিয়েছেন বনি। 

বন্ধ করুন