অভিনয় তাঁর রক্তে। তবে রুপোলি পর্দা থেকে দূরেই থেকেছেন ঋষি কাপুর ও নীতু কাপুরের কন্যা, ঋদ্ধিমা কাপুর সাহানি। নিন্দকদের মতে সৌন্দর্যে তুতো বোন করিনা, করিশ্মাদের চেয়ে অনেক এগিয়ে তিনি, তবুও গ্ল্যামার দুনিয়ার চাকচিক্য কোনওদিন টানেনি তাঁকে। কিন্তু ৪৩ বছর বয়সে অনস্ক্রিন ডেবিউ সারছেন ঋদ্ধিমা কাপুর সাহানি।
রণবীরের দিদিকে দেখা যাবে নেটফ্লিক্সের আসন্ন ওয়েব সিরিজ ‘দ্য ফ্যাবুলাস লাইভস অফ বলিউড ওয়াইভস’-এর নতুন সিজনে। তিন নম্বরবার ফিরছে নেটফ্লিক্সের এই বহুবিতর্কিত আর চর্চিত রিয়্যালিটি সিরিজ। তবে এবার নামে সামান্য টুইস্ট। ৩য় সিজনে এটির নাম রাখা হয়েছে ‘ফ্যাবুলাস লাইভস ভার্সেস বলিউড লাইভস’। নেটফ্লিক্সের জনপ্রিয় এই রিয়্যালিটি সিরিজের নয়া চমক ঋদ্ধিমা। এর পাশাপাশি আরও দুই বিবাহিতা নারীর দেখা মিলবে। যাঁদের স্বামীরা নিজ নিজ ক্ষেত্রে সফল। রয়েছেন শালিনী পাসি (পাসকো গ্রুপের চেয়ারম্যান সঞ্জয় পাসির স্ত্রী) এবং কল্যাণী সাহা চাওলা (বিশাল চাওলার প্রাক্তন স্ত্রী)। এর পাশাপাশি আগের দুই সিজনের চার মুখ- মাহিপ কাপুর, নীলম কোঠারি সোনি, সীমা সাজদেহ ও ভাবনা পাণ্ডে তো থাকছেনই
শোয়ের এক্সিকিউটিভ প্রোডিউসার করণ জোহর জানান, ‘প্রথম দুটি সিজনের সাফল্যের পরে, ধর্মাটিক এবং নেটফ্লিক্সে উভয় দলের জন্যই চ্যালেঞ্জ ছিল ভক্তদেকে পছন্দসই অথচ নতুন কিছু উপহার দেওয়া। তাদের পছন্দসই সমস্ত কিছু রয়েছে এবং তাদের অবাক করে দেওয়ার ব্যবস্থাও থাকছে। তাই এই মরসুমে, বলিউড স্ত্রীরা তাদের কমফোর্ট জোন থেকে বেরিয়ে নতুন শহরে প্রবেশ করবেন এবং দিল্লির সর্বাধিক পরিচিত ডিভাদের মুখোমুখি হবেন। বলিউড তারকা শক্তির সোয়্যাগের বিরুদ্ধে দিল্লির সফল-সুন্দরী স্ত্রীরা যখন মুখোমুখি হবেন, তখন কী ঘটবে?’ করণের কথায়, এই সিজন হতে চলেছে বিনোদনমূলক, মজাদার, সংবেদনশীল, নাটকীয়, এক কথায়- ওভার দ্য টপ।
মুম্বাইয়ে নেটফ্লিক্সের একটি বিশেষ ইভেন্টে এক স্টেজে দেখা মিলল সিরিজের সুন্দরী ‘ওয়াইভস’দের।
বলিউডের তারকা পত্নীদের জীবনের অন্দরমহলটা ঠিক কেমন সেই নিয়েই গড়ে উঠেছিল এই সিরিজের প্রথম দুই সিজন। যেখানে মুখ্য ভূমিকায় থাকছেন সীমা সাজদেহ (সোহেল খানের প্রাক্তন স্ত্রী), মাহীপ কাপুর (সঞ্জয় কাপুরের স্ত্রী), ভাবনা পাণ্ডে (চাঙ্কি পান্ডের স্ত্রী) এবং নীলম কোঠারি সোনি (সমীর সোনির স্ত্রী)।
হাই ক্লাস জীবনের চাকচিক্যের মাঝেও কতটা সমস্যা আর জটিলতা জড়িয়ে রয়েছে বলিউডের তারকা পত্নীদের জীবন তার ঝলক দর্শক দেখেছে। এবার দিল্লির হাই-ক্লাস সোসাইটির বউদের মুখোমুখি তাঁরা। কেমন হবে সেই আলাপ? আপাতত সেটা দেখার অপেক্ষা।