বাংলা নিউজ > বায়োস্কোপ > Ranbir-Alia: বিবাহবার্ষিকীতে নতুন বাড়ির নির্মাণ কাজ দেখতে হাজির ‘রালিয়া’,আলিয়ার হাতে রণবীরের দেওয়া উপহার?

Ranbir-Alia: বিবাহবার্ষিকীতে নতুন বাড়ির নির্মাণ কাজ দেখতে হাজির ‘রালিয়া’,আলিয়ার হাতে রণবীরের দেওয়া উপহার?

রণবীর-আলিয়া

Ranbir-Alia: বিবাহবার্ষিকীতে বউকে সাড়ে আট লাখের উপহার দিলেন রণবীর? সেই প্রমাণই মিলল এই ভিডিয়ো-তে! 

শুক্রবার দাম্পত্যের এক বছর উদযাপন করছেন রণবীর-আলিয়া। বিবাহবার্ষিকীর দিনটা একসঙ্গেই কাটালেন রাহার বাবা-মা। এদিন নিজেদের ভালোবাসার নীড় দেখতে হাজির হলেন ‘রালিয়া’। মুম্বইয়ে তৈরি হচ্ছে রণবীর-আলিয়ার স্বপ্নের অ্য়াপার্টমেন্ট। তার নির্মাণকাজ দেখতে পৌঁছেছিলেন জুটি।

‘রালিয়া’কে দেখেই এদিন বিয়ের জন্মদিনের শুভেচ্ছায় ভরিয়ে দিলেন পাপারাৎজিরা। নিরাশ করেননি জুটি। সিমেন্টের বস্তা সাজানো কংক্রিটের দেওয়ালের সামনেই হাসিমুখে পোজ দিলেন। বউকে জাপটে ধরলেন রণবীর (Ranbir Kapoor), মুক্তো ঝরা হাসি রাহার মায়ের। রণবীরের দেখা মিলল একদম সাদামাটা ধূসর ফতুয়ো স্টাইল হাফ শার্ট ও একই রঙা প্যান্টে। সাদা টপ আর কালো প্যান্টে ধরা দিলেন আলিয়া (Alia Bhatt)। যদিও সবার নজর কাড়ল আলিয়ার হাতের হ্যান্ডব্যাগটি!

হ্য়াঁ, এদিন বিদেশি ব্র্যান্ডের লক্ষাধিক টাকার স্লিং ব্যাগ হাতে ধরা দিলেন আলিয়া। নেটিজেনদের ধারণা, এটাই স্ত্রীকে বিবাহবার্ষিকীতে উপহার হিসাবে দিয়েছেন রণবীর। বৃহস্পতিবার সন্ধ্য়ায় মুম্বই এয়ারপোর্টে পাপারাৎজিদের ক্যামেরা বন্দি হন ‘তু ঝুটি মেয় মক্কার তারকা’। এক্সিট গেটে রণবীরের হাতে দেখা মিলেছিল ‘চ্যানেল’ ব্র্যান্ডের গিফট বক্স। ডিজাইনার হ্যান্ডব্য়াগের জন্য সারা বিশ্বে নামডাক এই সংস্থার। আর এদিন সেই সংস্থার গোলাপি রঙা স্লিং ব্যাগ হাতেই দেখা মিলল আলিয়ার। তাই দুয়ে দুয়ে চার করতে অসুবিধা হয়নি ভক্তদের।

নেটিজেনদের ধারণা এই হ্যান্ডব্যাগটিই বউকে বিবাহবার্ষিকীতে উপহার হিসাবে দিয়েছেন আরকে। এই ফ্রেঞ্চ ডিজাইনার ব্য়াগের নাম ১০,২০০ মার্কিন ডলার অর্থাৎ ভারতীয় মুদ্রায় প্রায় ৮ লক্ষ ৩৫ হাজার টাকা।

<p>ফ্রেঞ্চ ডিজাইনার ব্যাগের মূল্য় প্রায় সাড়ে আট লক্ষ টাকা</p>

ফ্রেঞ্চ ডিজাইনার ব্যাগের মূল্য় প্রায় সাড়ে আট লক্ষ টাকা

বিবাহবার্ষিকী উপলক্ষ্য়ে রণবীরের সঙ্গে কাটানো আদুরে মুহূর্তের বেশকিছু পুরোনো ঝলক শেয়ার করে নেন আলিয়া। ক্যাপশনে লেখেন, ‘হ্যাপি ডে’। প্রথম ছবিটি তাঁদের গায়ে হলুদের। দ্বিতীয়টি দক্ষিণ আফ্রিকায় তোলা, যেদিন আলিয়াকে প্রেম প্রস্তাব দিয়েছিলেন রণবীর। তৃতীয়টি একটি পার্টিতে তোলা সাদা-কালো ছবি।

আরও পড়ুন- ‘আলিয়ার ভালো স্বামী হতে পারিনি’, বিবাহবার্ষিকীর দিন এ কেমন কথা রণবীরের?

২০১৭ সালে ‘ব্রহ্মাস্ত্র’-এর সেটে শুরু রণবীর-আলিয়ার ‘লাভ স্টোরিয়াঁ’। গত বছর ১৪ই এপ্রিল রণবীরের বাড়িতেই বসেছিল ‘রালিয়া’র বিয়ের আসর। হাতেগোনা অতিথিদের উপস্থিতিতে চার পাক ঘুরে বিয়ে সারলেন বলিউডের চর্চিত জুটি। ওইদিন পরিণতি পায় রণবীর-আলিয়ার পাঁচ বছরের প্রেম সম্পর্ক। অন্তঃসত্ত্বা অবস্থাতেই বিয়ের পিঁড়িতে বসেছিলেন আলিয়া। গত বছর ৬ই নভেম্বর রাহার জন্ম দেন অভিনেত্রী। স্বামী-কন্যাকে নিয়ে এখন ভরপুর সংসার আলিয়ার। 

 

বন্ধ করুন