বাংলা নিউজ > বায়োস্কোপ > Mrs Chatterjee Vs Norway-Zwigato: 'মিসেস চ্যাটার্জি ভার্সেস নরওয়ে' নাকি 'জুইগাটো' প্রথমদিনে বক্স অফিসে কে এগিয়ে?

Mrs Chatterjee Vs Norway-Zwigato: 'মিসেস চ্যাটার্জি ভার্সেস নরওয়ে' নাকি 'জুইগাটো' প্রথমদিনে বক্স অফিসে কে এগিয়ে?

'মিসেস চ্যাটার্জি ভার্সেস নরওয়ে' বনাম 'জুইগাটো'

জানা যাচ্ছে ৪০ কোটি টাকা খরচ করে তৈরি হয়েছে 'মিসেস চ্যাটার্জি ভার্সেস নরওয়ে' ছবিটি। অন্যদিকে 'জুইগাটো' বানাতে খরচ হয়েছে মাত্র ১০-১৫ কোটি টাকা। দুট ছবির বাজেট-ই অন্যান্য হিন্দি ছবির তুলনায় অনেকটাই কম।

১৭ মার্চ, শুক্রবার মুক্তি পেয়েছে রানি মুখোপাধ্যায়, অনির্বাণ ভট্টাচার্য অভিনীত 'মিসেস চ্যাটার্জি ভার্সেস নরওয়ে'। মুক্তির প্রথমদিনে ছবিটি বক্স অফিসে বেশ ভালোই সাড়া ফেলেছে। তবে বক্স অফিসে প্রথমদিনে কত টাকার ব্যবসা করল ছবিটি? বক্স অফিস রিপোর্ট বলছে, শুরুর দিনে ১.২৭ কোটি টাকা আয় করেছে রানি মুখোপাধ্যায়ের এই ছবি। এদিকে এই একই দিনে মুক্তি পেয়েছে নন্দিতা দাস পরিচালিত কপিল শর্মার ছবি 'জুইগাটো'। জানা যাচ্ছে, মুক্তির প্রথমদিনে 'জুইগাটো'র বক্স অফিস কালেকশন ৪২ লক্ষ।

ফিল্ম বিশ্লেষকদের আশা, যেহেতু রানির 'মিসেস চ্যাটার্জি ভার্সেস নরওয়ে' ছবিটি নিয়ে দর্শকদের প্রতিক্রিয়া বেশ ভালো, তাই এটির ব্যবসা শনিবার হয়তবা ২ কোটি ছাড়াবে। মুক্তির প্রথম সপ্তাহে সব মিলিয়ে ছবিটি বেশ ভালোই ব্যবসা করবে বলে আশা করা হচ্ছে। এদিকে কপিলের 'জুইগাটো' নিয়ে তরণ আদর্শ টুইটে লিখেছেন, যেগেতু খুব কম প্রেক্ষাগৃহেই (৪০৯টি) মুক্তি পেয়েছে 'জুইগাটো', তাই প্রথম দিনে ছবির ৪২ লক্ষ টাকার ব্যবসা মোটেও মন্দ নয়। এদিকে রানির মিসেস চ্যাটার্জি ভার্সেস নরওয়ে মুক্তি পেয়েছে ৫৩৫টি প্রেক্ষাগৃহে।

আরও পড়ুন-পিতৃতন্ত্রের গালে সপাট চড়! মায়ের লড়াইয়ের গল্পে রানির চোখ দিয়ে কাঁদল দর্শক

আরও পড়ুন-রাজেশ খান্না, কিংবা বাপ্পি লাহিড়ি, মীরের রঙ্গরসে হাসিতে কাবু ইমন ও শ্রীকান্ত…

প্রসঙ্গত অসীমা ছিব্বর পরিচালিত 'মিসেস চ্যাটার্জি ভার্সেস নরওয়ে'র গল্পে উঠে এসেছে এক মাসের বুক থেকে সন্তানকে ছিনিয়ে নেওয়ার গল্প। ছবির গল্পে দেখা যায় স্বামী অনিরুদ্ধ চট্টোপাধ্যায়ের (অনির্বাণ) হাত ধরে নরওয়েতে গিয়ে সংসার পেতেছিলেন দেবিকা (রানি)। সেথানে দুই সন্তানকে নিয়ে দিব্যি কাটছিল তাঁদের। হঠাৎই সবকিছু এলোমেলো হয়ে যায়। চ্যাটার্জি পরিবার নাকি তাঁদের সন্তানদের ঠিকমত দেখাশোনা করতে পারছেন না, এমনই অভিযোগে দুই সন্তানকে ছিনিয়ে নিয়ে যায় নরওয়ে সরকারের প্রতিনিধিরা। তারপরই শুরু হয় এক মায়ের লড়াই। জানা যাচ্ছে ৪০ কোটি টাকা খরচ করে তৈরি হয়েছে 'মিসেস চ্যাটার্জি ভার্সেস নরওয়ে' ছবিটি।

অন্যদিকে 'জুইগাটো' লকাউনে কাজ হারিয়ে খাবার ডেলিভারি বয়ের কাজ নিতে দেখা যায় কপিল শর্মাকে। তাঁর জীবন সংগ্রামের গল্পই ছবিতে উঠে এসেছে। অন্যদিকে 'জুইগাটো' বানাতে খরচ হয়েছে মাত্র ১০-১৫ কোটি টাকা। দুট ছবির বাজেট-ই অন্যান্য হিন্দি ছবির তুলনায় অনেকটাই কম।

(এই খবরটি আপনি পড়তে পারেন HT App থেকেও। এবার HT App বাংলায়। HT App ডাউনলোড করার লিঙ্ক https://htipad.onelink.me/277p/p7me4aup)

বন্ধ করুন