বাংলা নিউজ > বায়োস্কোপ > Rani Mukerji: জীবনের নতুন অধ্যায় শুরু হতে চলেছে রানির! আগামী বছরের অপেক্ষায় বঙ্গতনয়া

Rani Mukerji: জীবনের নতুন অধ্যায় শুরু হতে চলেছে রানির! আগামী বছরের অপেক্ষায় বঙ্গতনয়া

লেখিকা হিসেবে সফর শুরু করছেন রানি।

বলিউডে ২৫ বছর পার। নেহাত কম সময় নয়। এতগুলি বছরে নানা ওঠাপড়ার সাক্ষী থেকেছেন রানি। পেশাগত জীবনের সাফল্য, ব্যর্থতা, পরিচালক-প্রযোজকদের সঙ্গে তাঁর সমীকরণ— শব্দ দিয়ে জীবনের নানা অধ্যায়ের ছবি আঁকবেন তিনি।

বলা হয়, তিনি যাতেই হাত দেন, সোনা ফলে। দীর্ঘ আড়াই দশক বলিউডে কাটিয়েও তিনি এখনও প্রাসঙ্গিক। এ হেন রানি মুখোপাধ্যায় অভিনেত্রী হিসেবে কতটা সফল, তা আর নতুন করে বলে দিতে হয় না। তবে এ বার নতুন ভূমিকায় সামনে আসছেন তিনি। পর্দায় নয়, বাস্তবে। লেখিকা হিসেবে নিজের সফর শুরু করছেন বঙ্গতনয়া। নিজের জীবনের নানা গল্পই উঠে আসবে তাঁর কলমে। ২১ মার্চ রানির জন্মদিন। সেই বিশেষ দিনেই মুক্তি পাবে তাঁর আত্মজীবনী।

বলিউডে ২৫ বছর পার। নেহাত কম সময় নয়। এতগুলি বছরে নানা ওঠাপড়ার সাক্ষী থেকেছেন রানি। পেশাগত জীবনের সাফল্য, ব্যর্থতা, পরিচালক-প্রযোজকদের সঙ্গে তাঁর সমীকরণ— শব্দ দিয়ে জীবনের নানা অধ্যায়ের ছবি আঁকবেন তিনি। উঠে আসবে তাঁর অগুনতি অনুভূতির কথাও। রানি বললেন, 'দেখতে দেখতে ২৫টা ইন্ডাস্ট্রিতে কাটিয়ে দিলাম। ভারতীয় সিনেমা আমাকে অনেক কিছু দিয়েছে। কিন্তু এখনও পর্যন্ত আমি আমার মনের কথা কাউকে বলিনি। ইন্ডাস্ট্রিতে প্রতিটি মুহূর্তে চুলচেরা বিশ্লেষণের মধ্যে দিয়ে হয় মহিলাদের। এই বিশ্লেষণ আমার উপরেও প্রভাব ফেলেছিল। সেই সব অভিজ্ঞতার কথাও রয়েছে থাকবে এই বইতে।'

রানির ব্যক্তিজীবনের একাধিক সিদ্ধান্ত নিয়ে চর্চা হয়েছে অতীতে। তবে নিজেকে আগাগোড়াই বিতর্ক থেকে দূরে রেখেছেন তিনি তবে এ বার মনের কথা বলার পালা। সাদা পাতায় আবেগের ঝাঁপি উপুড় করবেন রানি!

বন্ধ করুন