জখবরটা আগেই প্রকাশ্যে এসেছিল যে ডন ছাড়াও রণবীর সিংকে এবার শক্তিমান রূপেও দেখা যাবে। একই সঙ্গে কানাঘুষোয় শোনা গিয়েছিল যে এই ছবিটির নাকি তিনটি পার্ট থাকবে, কিন্তু সেটা সত্যি নয়।
ট্রিলজি নয় একক ছবি হিসেবেই আসছে রণবীরের শক্তিমান
একটি রিপোর্টে জানানো হয় পরিচালক বেসিল জোসেফ নাকি প্রায় এক বছরের বেশি সময় ধরে এই প্রজেক্ট নিয়ে কাজ করছেন। তিনি মিনাল মুরালিতে যা দেখিয়েছিলেন তার থেকে একদম আলাদা কিছুই এই ছবিতে দেখাতে চাইছেন বলেই জানা গিয়েছে। রণবীরকে দিয়ে বিশেষ একটি কাজ করাতে চাইছেন। একই সঙ্গে জানানো হয়েছে এই সিনেমাটিতে অ্যাকশনের থেকে অনেক বেশি ইমোশন আছে।
আরও পড়ুন: 'এটা তোমাকেই শোভা পায়...' দিদি নম্বর ওয়ানে এসে ধামসা বাজালেন মমতা, নাচলেন রচনা-ডোনার হাত ধরে
সম্প্রতি একটি রিপোর্ট প্রকাশ্যে এসেছে। সেখানে জানানো হয়েছে শক্তিমান ছবিটির তিনটি ভাগ আসছে না। বরং আপাতত এই ছবিটি একটি একক ছবি হিসেবেই আসবে। তারপর এটি বক্স অফিসে কেমন ব্যবসা করে সেটার উপর নির্ভর করে বাকিটা ঠিক করা হবে।
শক্তিমান প্রসঙ্গে
ভারতের নিজস্ব সুপারহিরো বলা যায় শক্তিমানকে। এই চরিত্রটি ৮০-৯০ দশকের ছেলেমেয়েদের কাছে খুবই নপ্রিয়। ১৯৯৭ থেকে ২০০৫ সাল পর্যন্ত টিভিতে দেখা যেত এই সুপারহিরোর ধারাবাহিক। পিঙ্কভিলার তরফে একটি রিপোর্টে জানানো হয়েছে রণবীর অভিনীত ডন ৩ ছবিটি ভারত তো বটেই, বিদেশের একাধিক জায়গায় শুট করা হবে। সেই ছবির শুটিংয়ের কাজ ৭ মাসের মধ্যে অর্থাৎ ২০২৫ সালের মার্চের মধ্যে শেষ হয়ে যাবে। তারপরই শক্তিমান ছবির কাজ শুরু করবেন রণবীর। ২০২৫ সালের মে মাস থেকে তিনি এই ছবির কাজে হাত দেবেন।
সূত্রের তরফে জানানো হয়েছে, 'ডন ৩ এর পরই শক্তিমান শুরু হবে। গত তিন বছর ধরে এই ছবির স্ক্রিপ্ট বিয়ে কাজ চলেছে। এবার অবশেষে চরিত্রটাকে বড় পর্দায় যথার্থ ভাবে তুলে ধরার জন্য স্ক্রিপ্ট তৈরি হয়েছে। এই ছবিটির পরিচালনা করবেন বেসিল জোসেফ। প্রযোজনা করবেন সোনি পিকচার্স এবং সাজিদ নাদিয়াওয়ালা।'
রণবীর সিংয়ের আগামী প্রজেক্ট
রণবীর সিংকে শেষবার রকি অউর রানি কি প্রেম কাহানি ছবিতে দেখা গিয়েছিল। সেখানে তাঁর বিপরীতে ছিলেন আলিয়া ভাট। এছাড়াও ছিলেন ধর্মেন্দ্র, জয়া বচ্চন, শাবানা আজমি, টোটা রায়চৌধুরী, প্রমুখ। রণবীর কাপুরকে আগামীতে ডন ৩ ছবিতে দেখা যাবে। এই ছবিটির পরিচালনা করবেন ফারহান আখতার। এছাড়া সিংঘম এগেন ছবিতেও দেখা যাবে তাঁকে। শক্তিমান ছবিটি ২০২৬ সালে মুক্তি পাবে। অন্যদিকে ডন ৩ আসবে ২০২৫ সালে।