বাংলা নিউজ > বায়োস্কোপ > Shaktimaan: জল্পনায় ইতি, ট্রিলজি নয় একক ছবি হিসেবেই আসছে রণবীরের শক্তিমান!

Shaktimaan: জল্পনায় ইতি, ট্রিলজি নয় একক ছবি হিসেবেই আসছে রণবীরের শক্তিমান!

ট্রিলজি নয় একক ছবি হিসেবেই আসছে রণবীরের শক্তিমান!

Shaktimaan: জল্পনার অবসান। রণবীর সিং অভিনীত শক্তিমান কোনও ট্রিলজি হবে না। আর কোন কোন তথ্য প্রকাশ্যে এল?

জখবরটা আগেই প্রকাশ্যে এসেছিল যে ডন ছাড়াও রণবীর সিংকে এবার শক্তিমান রূপেও দেখা যাবে। একই সঙ্গে কানাঘুষোয় শোনা গিয়েছিল যে এই ছবিটির নাকি তিনটি পার্ট থাকবে, কিন্তু সেটা সত্যি নয়।

ট্রিলজি নয় একক ছবি হিসেবেই আসছে রণবীরের শক্তিমান

একটি রিপোর্টে জানানো হয় পরিচালক বেসিল জোসেফ নাকি প্রায় এক বছরের বেশি সময় ধরে এই প্রজেক্ট নিয়ে কাজ করছেন। তিনি মিনাল মুরালিতে যা দেখিয়েছিলেন তার থেকে একদম আলাদা কিছুই এই ছবিতে দেখাতে চাইছেন বলেই জানা গিয়েছে। রণবীরকে দিয়ে বিশেষ একটি কাজ করাতে চাইছেন। একই সঙ্গে জানানো হয়েছে এই সিনেমাটিতে অ্যাকশনের থেকে অনেক বেশি ইমোশন আছে।

আরও পড়ুন: 'এটা তোমাকেই শোভা পায়...' দিদি নম্বর ওয়ানে এসে ধামসা বাজালেন মমতা, নাচলেন রচনা-ডোনার হাত ধরে

আরও পড়ুন: 'ঠিক ওভাবে হয় না...' প্রথম ধারাবাহিকেই ঘনিষ্ট দৃশ্য, দুর্জয়ের ঠোঁটে চুমু খাওয়া নিয়ে কী বললেন 'রানি' অভিকা?

সম্প্রতি একটি রিপোর্ট প্রকাশ্যে এসেছে। সেখানে জানানো হয়েছে শক্তিমান ছবিটির তিনটি ভাগ আসছে না। বরং আপাতত এই ছবিটি একটি একক ছবি হিসেবেই আসবে। তারপর এটি বক্স অফিসে কেমন ব্যবসা করে সেটার উপর নির্ভর করে বাকিটা ঠিক করা হবে।

শক্তিমান প্রসঙ্গে

ভারতের নিজস্ব সুপারহিরো বলা যায় শক্তিমানকে। এই চরিত্রটি ৮০-৯০ দশকের ছেলেমেয়েদের কাছে খুবই নপ্রিয়। ১৯৯৭ থেকে ২০০৫ সাল পর্যন্ত টিভিতে দেখা যেত এই সুপারহিরোর ধারাবাহিক। পিঙ্কভিলার তরফে একটি রিপোর্টে জানানো হয়েছে রণবীর অভিনীত ডন ৩ ছবিটি ভারত তো বটেই, বিদেশের একাধিক জায়গায় শুট করা হবে। সেই ছবির শুটিংয়ের কাজ ৭ মাসের মধ্যে অর্থাৎ ২০২৫ সালের মার্চের মধ্যে শেষ হয়ে যাবে। তারপরই শক্তিমান ছবির কাজ শুরু করবেন রণবীর। ২০২৫ সালের মে মাস থেকে তিনি এই ছবির কাজে হাত দেবেন।

আরও পড়ুন: 'আমার ছেলে এমন হোক...' আগে সমর্থন পরে পাল্টে গেল সুর! অ্যানিম্যালে রণবীরের চরিত্র নিয়ে কী বললেন ভূমি?

সূত্রের তরফে জানানো হয়েছে, 'ডন ৩ এর পরই শক্তিমান শুরু হবে। গত তিন বছর ধরে এই ছবির স্ক্রিপ্ট বিয়ে কাজ চলেছে। এবার অবশেষে চরিত্রটাকে বড় পর্দায় যথার্থ ভাবে তুলে ধরার জন্য স্ক্রিপ্ট তৈরি হয়েছে। এই ছবিটির পরিচালনা করবেন বেসিল জোসেফ। প্রযোজনা করবেন সোনি পিকচার্স এবং সাজিদ নাদিয়াওয়ালা।'

রণবীর সিংয়ের আগামী প্রজেক্ট

রণবীর সিংকে শেষবার রকি অউর রানি কি প্রেম কাহানি ছবিতে দেখা গিয়েছিল। সেখানে তাঁর বিপরীতে ছিলেন আলিয়া ভাট। এছাড়াও ছিলেন ধর্মেন্দ্র, জয়া বচ্চন, শাবানা আজমি, টোটা রায়চৌধুরী, প্রমুখ। রণবীর কাপুরকে আগামীতে ডন ৩ ছবিতে দেখা যাবে। এই ছবিটির পরিচালনা করবেন ফারহান আখতার। এছাড়া সিংঘম এগেন ছবিতেও দেখা যাবে তাঁকে। শক্তিমান ছবিটি ২০২৬ সালে মুক্তি পাবে। অন্যদিকে ডন ৩ আসবে ২০২৫ সালে।

বায়োস্কোপ খবর

Latest News

বদলালো না রেকর্ড! ডেভিস কাপে ৬-৬ সুইডেনের! মাস্ট উইন ম্যাচে হার রামনাথন-বালাজির… বোনু রাহাকে চোখে চোখে রাখছে তৈমুর, কাপুর পরিবারে গণেশ বন্দনায় দেখা নেই আলিয়ার! মায়ের শ্রাদ্ধের নিমন্ত্রণপত্রে উঠল ‘‌উই ওয়ান্ট জাস্টিস’‌, অভিনব প্রতিবাদ রায়গঞ্জ ‘আর কোনো কষ্ট হবে না..’, মাতৃসম হবু শাশুড়িকে হারিয়ে শোকস্তব্ধ ‘মিশকা’ অহনা! নির্মলার কাছে ব্যবসায়ীর ক্ষমা চাওয়ার ভিডিয়ো ফাঁস, নেতাকে দল থেকে তাড়াল BJP আগামিকাল কন্যা সংক্রান্তি, জেনে নিন স্নান দানেরশুভ সময় ও পুজোর পদ্ধতি হার্দিক এখন অতীত! মন ভালো রাখতে ফিটনেসে মন নাতাশার, জিমে কী কাণ্ড ঘটালেন দেখুন মঙ্গলে কি SCতে কপিল সিব্বল বনাম ইন্দিরা জয়সিং?জুনিয়র ডাক্তারদের মাস্টারস্ট্রোক মমতাকে বলব স্বাধীন পশ্চিমবঙ্গের ঘোষণা করতে, আস্ফালন আল-কায়দাপন্থী রহমানির অবসর জীবনে আধ্যাত্মিকতায় মন ডুবিয়েছেন শিখর ধাওয়ান, কে তাঁর ধর্মীয় গুরু?

Copyright © 2024 HT Digital Streams Limited. All RightsReserved.