বাংলা নিউজ > বায়োস্কোপ > Didi No 1: 'এটা তোমাকেই শোভা পায়...' দিদি নম্বর ওয়ানে এসে ধামসা বাজালেন মমতা, নাচলেন রচনা-ডোনার হাত ধরে

Didi No 1: 'এটা তোমাকেই শোভা পায়...' দিদি নম্বর ওয়ানে এসে ধামসা বাজালেন মমতা, নাচলেন রচনা-ডোনার হাত ধরে

দিদি নম্বর ওয়ানে এসে ধামসা বাজালেন মমতা

Didi No 1: দিদি নম্বর ওয়ানে খেলতে আসছেন মমতা বন্দ্যোপাধ্যায়। সদ্যই সেরে গিয়েছেন এই বিশেষ পর্বের শুটিং। এবার প্রকাশ্যে এল সেই পর্বের প্রোমো।

দিদি নম্বর ওয়ানে খেলতে আসছেন বাংলার দুই দিদির অন্যতম তথা মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। ইতিমধ্যেই তিনি এই পর্বের শুটিং সেরে গিয়েছেন। এবার প্রকাশ্যে এল সেই পর্বের প্রোমো। সেখানে তাঁকে ধামসা মাদল বাজাতে দেখা গেল। বাদ দিলেন না নাচ করতেও।

দিদি নম্বর ওয়ানে মমতা বন্দ্যোপাধ্যায়

জি বাংলা তরফে এদিন দিদি নম্বর ওয়ানের নতুন প্রোমো প্রকাশ্যে আনা হয়েছে। সেখানেই দেখা গিয়েছে যে মমতা বন্দ্যোপাধ্যায় আসছেন দিদি নম্বর ওয়ানে। প্রোমোর একদম শুরুতে সঞ্চালিকা রচনা বন্দ্যোপাধ্যায়কে বলতে শোনা যাচ্ছে, 'এই প্রথমবার দিদি নম্বর ওয়ানের অনুষ্ঠানে আসছেন বাংলার দিদি নম্বর ওয়ান মাননীয়া মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়।' এরপর তাঁকে উত্তরীয় পরিয়ে বরণ করে নিতে গেলে মমতা সেটা রচনার হাত দিয়ে নিয়ে অভিনেত্রীকেই উল্টে পরিয়ে দেন। বলেন, 'এটা তোমাকেই শোভা পায়। তুমিই আসলে দিদি নম্বর ওয়ান।' রচনাকে প্রণাম করতে দেখা যায় মুখ্যমন্ত্রীকে। এরপর সৌরভ গঙ্গোপাধ্যায়ের স্ত্রী তথা বিখ্যাত ওড়িশি নৃত্যশিল্পী ডোনা গঙ্গোপাধ্যায় এবং রচনা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে হাত ধরে নাচতে দেখা যায় মুখ্যমন্ত্রীকে। মঞ্চে ছিলেন আদিবাসী শিল্পীরাও।

আরও পড়ুন: 'মানুষের থেকে বেশি বিশ্বাসী!' কোন পোষ্যকে বাড়িতে আনায় সৃজিতের ওপর খচে বন্ধুরা?

আরও পড়ুন: অভিনেত্রী নয়, ভারতীয় সেনায় যোগ দিতে চেয়েছিলেন জয়া! সুযোগ না পেয়ে 'রাগি আন্টি' বললেন, 'ওখানে মেয়েদের খালি...'

এরপর মমতা বন্দ্যোপাধ্যায়কে ধামসা বাজাতেও দেখা যায়। এদিন মমতা বন্দ্যোপাধ্যায় একটি হালকা লাল পাড়ের সাদা শাড়ি পরে এসেছিলেন। অন্যদিকে ডোনার পরনে ছিল কালো শাড়ি।

কে কী বলছেন?

অনেকেই এই পোস্টে মন্তব্য করেছেন। এক ব্যক্তি লেখেন, 'নির্বাচনের আগে মমতা বন্দ্যোপাধ্যায় এখন সব জায়গায় যাবে।' আরেক ব্যক্তি লেখেন, 'মার্চ মাসে জি বাংলায় ধামাকা হবে।কেননা একদিকে যোগমায়া,সোনার সংসার অ্যাওয়ার্ড শো অন্যদিকে মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় আসবে দিদির মঞ্চে।' তৃতীয় জন লেখেন, 'এটাই দেখার বাকি ছিল। এটাই আসল দিদি নম্বর ওয়ান।'

আরও পড়ুন: 'দাদু হওয়ার বয়সে এখনও...' গঙ্গাবক্ষে রোম্যান্টিক মুডে কাঞ্চন, শ্রীময়ীর জন্য গান গেয়েই ট্রোলের মুখে বিধায়ক

আরও পড়ুন: এবার রাজনীতিতে ঋতুপর্ণা? জল্পনা উসকে বন্ধু ফিরদৌস বললেন, 'আমরা একসঙ্গে দুই দেশের...'

দিদি নম্বর ওয়ান প্রসঙ্গে

দিদি নম্বর ওয়ান বাংলার অন্যতম পুরনো রিয়েলিটি শো। রচনা বন্দ্যোপাধ্যায় সঞ্চালিত এই শো প্রতি সোমবার থেকে শনিবার পর্যন্ত বিকেল পাঁচটা থেকে সম্প্রচারিত হয়। অন্যদিকে রবিবার রাত আটটা থেকে দেখা যায় এই শো।

বায়োস্কোপ খবর

Latest News

আসুন, নিজেকে চিনুন! এখানে ক’টি ঘোড়া দেখতে পাচ্ছেন? উত্তরই বলে দেবে বুদ্ধির দৌড় 'দুর্গা' রাজনন্দিনীর পাশে 'মহাদেব' রোহন! অন্যান্য কোন চরিত্রে কাদের দেখা গেল? খলিস্তানির মামলার জের, মার্কিন আদালতে তলব ভারতীয় আধিকারিকদের, মুখ খুলল দিল্লি পরকীয়ার অভিযোগ তুলে মহিলাকে জুতোর মালা পরিয়ে ঘোরালেন মহিলারাই, গ্রেফতার ৫ 'মেয়ের খুনের কিছু আগেই...', সামনে এল CBI-কে লেখা চিকিৎসকের বাবার চিঠি সল্টলেকে পথচিত্রে দুর্গা দলিত হচ্ছেন মানুষের দ্বারা, পুজোর আগে বিতর্ক তুঙ্গে ১৫ দিনের এই শ্রাদ্ধ পক্ষে পিতৃদের প্রসন্ন করতে কী করবেন ব্যবসায়ীর থেকে ৯ কোটি তোলাবাজি, অপরহণের অভিযোগ! CID- র জালে TMC কাউন্সিলর 2 ওভার শেষে Pakistan Women-র স্কোর 12/0 একাধিক নিয়ম ভেঙে রেজিস্ট্রেশন বাতিল সন্দীপের! উঠছে গুরুতর সব অভিযোগ

Copyright © 2024 HT Digital Streams Limited. All RightsReserved.