স্টার জলসার হিট মেগা তোমাদের রাণী অল্প সময়েই নজর কেড়েছে দর্শকদের। তার থেকেও বেশি হিট করে গিয়েছে এই ধারাবাহিকের জুটি, দুর্জানি। দুর্জয় এবং রানির রসায়নে মন মজেছে ভক্তদের। পর্দায় মাঝে মধ্যেই ঘনিষ্ঠ অবস্থায় দেখা যায় নায়ক নায়িকাকে। কিন্তু এই দৃশ্যগুলোর শ্যুটিংয়ে কি কোনও অসুবিধা হয়? কেমন অভিজ্ঞতা?
ঘনিষ্ঠ দৃশ্যের শ্যুটিং নিয়ে কী বললেন অর্কপ্রভ এবং অভিকা ওরফে তোমাদের রাণীর দুর্জয় এবং রানি?
ঘনিষ্ঠ দৃশ্য মূলত ঠোঁটে চুমু খাওয়ার দৃশ্য নিয়ে টিভি ৯ বাংলাকে দেওয়া সাক্ষাৎকারে অভিকা জানান, 'না না চুমু খেতে হয় না। একদম ঠোঁটের কাছে ঠোঁট নিয়ে যেতে হয়। ওটুকুই।' কিন্তু প্রথম ধারাবাহিকে এতটা ঘনিষ্ঠ মুহূর্তের শ্যুটিংয়ে কখনও অস্বস্তিতে পড়তে হয়নি? এই বিষয়ে তিনি জানান, 'আগেই জড়তা কাটিয়ে ফেলতে হয়। ফলে একেবারেই চাপের বিষয় না। প্রথম প্রথম একটু চাপ লাগত যখন অভিনয় করতে এসেছিলাম। এখন সয়ে গিয়েছে। তাছাড়া সবাই যেমনটা দেখে ভাবেন বিষয়টা ওমন না। আর আমাদের তো ঠিক ওভাবে শ্যুটিং হয় না। এখানে সবাই হেল্প করে দেয় যে কোন শটে কী করতে হবে না হবে সেটা বলে।'
আরও পড়ুন: 'এটা তোমাকেই শোভা পায়...' দিদি নম্বর ওয়ানে এসে ধামসা বাজালেন মমতা, নাচলেন রচনা - ডোনার হাত ধরে
আরও পড়ুন: এবার রাজনীতিতে ঋতুপর্ণা? জল্পনা উসকে বন্ধু ফিরদৌস বললেন, 'আমরা একসঙ্গে দুই দেশের...'
তোমাদের রাণী প্রসঙ্গে
তোমাদের রাণী ধারাবাহিকটি স্টার জলসার পর্দায় প্রতিদিন সন্ধ্যা ছয়টা থেকে সম্প্রচারিত হয়। বর্তমানে দেখা যাচ্ছে দুর্জয় এবং রানির সন্তান আসছে। তার মধ্যেই পড়াশোনা চালাচ্ছে রানি। আবার বরকে সমস্ত বিপদ থেকে আগ্লাচ্ছেও। এখন সমস্ত জটিলতা কাটিয়ে দুর্জয় এবং রানি কাছাকাছি। তাঁদের অর্থাৎ অভিকা এবং অর্কপ্রভর দুজনের এটা প্রথম ধারাবাহিক, কিন্তু তবু তাঁদের টম অ্যান্ড জেরির মতো বন্ডিং রীতিমত হিট।