বাংলা নিউজ > বায়োস্কোপ > Ranveer Singh in Cirkus: ‘সার্কাস’-এর ট্রেলার দেখে ক্ষুব্ধ দর্শকরা, কার অভিনয়ে বিরক্ত হলেন তাঁরা

Ranveer Singh in Cirkus: ‘সার্কাস’-এর ট্রেলার দেখে ক্ষুব্ধ দর্শকরা, কার অভিনয়ে বিরক্ত হলেন তাঁরা

‘সার্কাস’-এর ট্রেলার দেখে ক্ষুব্ধ দর্শকরা

Ranveer Singh in Cirkus: অনেক রেডইট বাসিন্দাদের সার্কাস ছবির ট্রেলার পছন্দ হয়নি। অনেকেই জানিয়েছেন তাঁরা এই ছবি দেখতে ইচ্ছুক নন। গত শুক্রবার এই ছবির ট্রেলার প্রকাশ্যে এসেছে।

রণবীর সিং অভিনীত ছবি ‘সার্কাস’এর ট্রেলার শুক্রবার, ২ ডিসেম্বর মুক্তি পেয়েছে। কিন্তু একি! অনেক দর্শকদের যে এই ট্রেলার পছন্দই হল না! অনেক রেডইট ব্যবহারকারী স্পষ্ট করে জানিয়ে দিয়েছেন যে তাঁদের এই ছবির ট্রেলার মোটেই ভালো লাগেনি। তাঁদের অনেকের মতে রণবীর নাকি এই ছবিতে ওভার অ্যাক্টিং করে ফেলেছেন, জোর করে হাসাতে চেয়েছেন। এই ছবিটির পরিচালনা করেছেন রোহিত শেঠি।

‘সার্কাস’ ছবিটি উইলিয়াম শেক্সপিয়রের নাটক ‘দ্য কমেডি অব এররস’এর উপর ভিত্তি করে বানানো হয়েছে। এই গোটা গল্পটাই দুই জোড়া যমজ ভাইকে কেন্দ্র করে আবর্তিত হবে যাঁরা জন্মের পরই আলাদা হয়ে গিয়েছিল। এই ছবিতে রণবীরের সঙ্গে জ্যাকলিন ফার্নান্দেজ, পূজা হেগড়ে, বরুণ শর্মা, জনি লিভার সহ অনেককে গুরুত্বপূর্ণ ভূমিকায় অভিনয় করতে দেখা যাবে।

সোশ্যাল মিডিয়ায় এই ছবির ট্রেলার লঞ্চ করার পর অনেকেই রেডইটে তাঁদের মতামত জানিয়েছেন। তাঁরা স্পষ্ট করেই বলেছেন যে এই ছবির ট্রেলার তাঁদের মোটেই ভালো লাগেনি। রেডইটে এমন একটি পোস্ট দেখা গেল যেখানে রণবীর বিভিন্ন জায়গায় বিভিন্ন রকমের ওভার অ্যাক্টিং করেছেন। একজন সেই ছবিগুলো কোলাজ করে পোস্ট করে লিখেছেন, 'বলিউড কি ২০২২ সালে দাঁড়িয়েও ভাবে যে দর্শকরা এমন ছবি পছন্দ করবে?' এই একই মন্তব্য আরও অনেকের পোস্টেই দেখা গিয়েছে। আরেকজন রোহিত শেঠির বিষয়ে লেখেন, 'এই মানুষটা সেই সব মানুষদের অপমান করেছেন যাঁরা তাঁদের কষ্ট করে রোজগার করা টাকা দিয়ে সিনেমার টিকিট কাটেন।' অনেকের মতে যদিও রোহিত শেঠির অন্যান্য ছবি বক্স অফিসে ভালোই সাড়া পায়, কিন্তু তাঁরা চান এই ছবিটা যেন ফ্লপ করে।

একজন লেখেন, 'জঘন্য ট্রেলার। এটা সত্যি একটা সার্কাস!' একজন রণবীরের অভিনয় দেখে লেখেন, 'এত ভালো একজন অভিনেতা, আমি ওর অভিনয়ের জন্য পাগল ছিলাম। কিন এটা উনি কী করলেন? আমি জানি এটা ট্রেলার কিন্তু এটা কি মাথা ধরানো অভিনয় করলেন তিনি?' আরেকজন লেখেন, 'ইস উনি যদি আবার বিক্রমাদিত্য মোতওয়ানের সঙ্গে কাজ করতেন! কী ভালো হতো।'

আরেক ব্যক্তি রেডইটে লেখেন, 'ওঁর সমস্যা হল উনি মোটেই কমেডি করতে পারেন না।আর যা করেন সেটা অতিরিক্ত করে ফেলেন। ওঁর এমন একজন পরিচালকের প্রয়োজন যিনি ওঁকে নিয়ন্ত্রন করতে পারবেন। প্রতিটা ভালো কাজই আসে ভালো পরিচালকের জন্য।'

আগামী ২৩ ডিসেম্বর এই ছবিটি বড়পর্দায় মুক্তি পেতে চলেছে। রোহিত শেঠি পিকচারজ এই ছবির প্রযোজনা করেছে এবং টি সিরিজ এটা নিবেদন করছে।

বন্ধ করুন