খুব শীঘ্রই বলিউডে পা রাখবেন শাহরুখ খানের মেয়ে সুহানা। জোয়া আখতারের পরিচালনায় আসছে ‘দ্য আর্চিস’। ইতিমধ্যেই সামনে এসেছে সেই ছবির ট্রেলার। নেটফ্লিক্সে মুক্তি পাবে সেটি। যাতে রয়েছে শ্রীদেবী ও বনি কন্যা খুশি কাপুর ও অমিতাভের মেয়ে শ্বেতা নন্দার ছেলে অগস্ত্য নন্দা।
তবে মেয়ের বড় পর্দায় ডেবিউ নিয়ে অন্য পরিকল্পনা রয়েছে শাহরুখের। খবর রয়েছে সুহানা খানের রুপোলি পর্দার প্রথম ছবিটি পরিচালনা করবেন বাঙালি পরিচালক সুজয় ঘোষ। আর সেই সিনেমায় থাকবেন শাহরুখ খান। বেশ লম্বা অ্যাপিয়ারেন্স থাকবে কিং খানের।
সুজয় এর আগে শাহরুখের প্রোডাকশন হাউস রেড চিলিজ এন্টারটেইনমেন্টের অধীনে বদলা বানিয়েছে ২০১৯ সালে। যেখানে ছিলেন তাপসী পান্নু এবং অমিতাভ বচ্চন। অভিষেক বচ্চন অভিনীত ‘বব বিশ্বাস’-এর সহ-প্রযোজনাও করেছিলেন তিনি রেড চিলিজের সঙ্গে হাত মিলিয়ে।
জানা গিয়েছে সুজয়ের পরিচালনায় এবং রেড চিলিজ প্রোডাকশনের প্রযোজনায় সুহানা খানের দ্বিতীয় ছবি একটি অ্যাকশন থ্রিলার হতে চলেছে। তবে এখন পুরো ব্যাপারটা গোপন রাখা হচ্ছে। শাহরুখ চাইছেন, থ্রিলার ঘরণার ছবি বানাক সুজয় নিজেই।
প্রসঙ্গত, সুজয়ের বলিউড হাতেখড়ি বিদ্যা বালনের থ্রিলার ‘কাহানি’ দিয়ে। যা ছিল সুপার হিট। এরপর তিনি ২০১৬ সালে আনেন ‘কাহানি ২: দুর্গা রানী সিং’, যা সেভাবে সাড়া ফেলতে পারেনি দর্শকদের মধ্যে। ‘বদলা’ও মিশ্র প্রতিক্রিয়া পেয়েছিল। তার আসন্ন সিনেমার নায়িকা করিনা কাপুর খান। যা আসবে নেটফ্লিক্সে। ‘দ্য ডিভোশন অফ সাসপেক্ট এক্স’-এর হিন্দি রূপান্তর বানিয়েছেন এই বাঙালি পরিচালক। সঙ্গে নেটফ্লিক্স ইন্ডিয়ার ‘লাস্ট স্টোরিজ ২’-এ তামান্না ভাটিয়া ও বিজয় ভর্মা-র গল্পটির পরিচালনাও করেছেন তিনি।
শাহরুখকে কাজের সূত্রে শেষ দেখা গিয়েছে পাঠান সিনেমায়। যা চলতি বছরের সবচেয়ে উপার্জিত বলিউড ছবি। বিশ্বব্যপী ১০০০ কোটির কাছাকাছি ব্যবসা করে সেই সিনেমা। এবার মুক্তির অপেক্ষায় জাওয়ান। রেড চিলিজ এন্টারটেইনমেন্ট দ্বারা প্রযোজিত এই সিনেমাটি সিনেমা হলে আসবে ৭ সেপ্টেম্বর। অন্য দিকে, সুহানা খানের দ্য আর্চিস নেটফ্লিক্স ইন্ডিয়াতে প্রিমিয়ার হবে ২৪ নভেম্বর।